গ্রামের ভাষা

গ্রামের ভাষা Ghugrakati ,koyra ,khulna

গতকাল রাত ১১.২৩ মিনিটে একটি ফোন কল আসে কাজির হাট এলাকা থেকে যে ১৫ মাস বয়সী একটি বাচ্চাকে থাপ্পর দিয়ে তার মা অথবা বাবা যে...
07/05/2025

গতকাল রাত ১১.২৩ মিনিটে একটি ফোন কল আসে কাজির হাট এলাকা থেকে যে ১৫ মাস বয়সী একটি বাচ্চাকে থাপ্পর দিয়ে তার মা অথবা বাবা যে কেউ মেরে ফেলেছে।

প্রথমে ঘটনার বিবরণ শুনে বিশ্বাস হচ্ছিলো না, কিন্তু তথ্য দাতা আমার বিশ্বাস যোগ্য হওয়ায় সরেজমিনে গিয়ে বাচ্চার গালের থাপ্পড়ের চিহ্ন দেখে বলতে গেলে আমি বাকরুদ্ধ। 🥲🥲🥲

বাচ্চার মায়ের চোখে না ছিলো এক ফোটা পানি না ছিলো অনুশোচনার কোন বালাই। আর বাচ্চার সৎ বাবা মোটামুটি দু'বার পালিয়ে যাওয়ার পায়তারা করেছিলো।

উলটো আমাকে বাচ্চার মা বুঝাতে চেয়েছিলো তার বাচ্চা অসুস্থ ছিলো তাঁকে অনেক জ্বালাতন করতো বলে গতকাল রাগ করে তাকে একটি থাপ্পর মেরেছি।

কিন্তু বাড়ির সকল মানুষ জানায় ২ মাস যাবৎ তারা এই বাসায় ভাড়া এসেছে দুই মাস যাবত-ই সৎ বাবা বাচ্চা টা কে এলোপাতাড়ি মারধর করতো কিন্তু বাচ্চার মা কিছু-ই বলতো না।

কিন্তু বাচ্চার গালের আঘাতের চিহ্ন দেখে মনে হয় না এটা কোন মহিলা মানুষের হাতের আঘাত হবে।

সন্দেহের বসে আমি ডান গালে আঘাতের চিহ্ন দেখে এবং বাড়ির মানুষের সাথে কথা বলে মোটামুটি নিশ্চিত ভাবে ধারনা করি এটা পুরুষ মানুষের হাতের আঘাত হবে নিশ্চিত। কারন মহিলা মানুষের বাম হাতে এতো শক্তি থাকার কথা নয়, এটা পুরুষ মানুষের বাম হাতের আঘাতের চিহ্ন হবে।

কিন্তু বাচ্চার মা কিছুতেই তার কথিত স্বামীকে কোন রকম দোষ দিতে নারাজ সব দোষ সে নিজে মাথা পেতে নেয়। (প্রেমে অন্ধ) 😡

অবশেষে বিষয় টি জাজিরা থানার অফিসার ইনচার্জ কে অবগত করি তারপর তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হোন এবং বিষয় টি দেখে তারাও অবাক হোন পরে শিশুর লাশ উদ্ধার করে দুজন কে আটক করে থানায় নিয়ে আসেন।

ঘটনার মুল মন্ত্রে যা বুঝতে পারলাম সৎ বাবা শিশুটিকে মেনে নিতে পারছিলো না।

আর মা তার বর্তমান স্বামীকে ছাড়া পৃথিবীতে কিছু কল্পনা করতে পারছিলো না (প্রেমে অন্ধ)

এই দুইজনের দুই রকম চিন্তার বলি হলো অবুঝ শিশুটি!

তবে বাচ্চার মা দেখতে বলদ হলেও পাতা কাটা চালাক এবং বদমাইস সেটা বুঝতে বাকি নেই। সে চিন্তা করেছে নিজে দোষ ঘাড়ে নিলে অনেক টা সহজ হবে তার জন্য। আইন আদালত বিশ্বাস করবে না মা তার সন্তান কে মেরে ফেলতে পারে।

কোন ভাবেই সে স্বীকার করেনি যে তার স্বামী তার বাচ্চা কে মারধর করতো। ©

এদিকে আমি এক মা কে জানতাম যে পরকীয়া প্রেমিককে বিয়ে করতে পারবে না ভেবে গর্ভের সন্তানকে নস্ট করতে চেয়েছিল।

আল্লাহ কাউকে এসব মা না দিক। আমিন।

Nur

মৃত্যুর আগে প্রাইম বিশ্ববিদ্যালয়ের পারভেজের শেষ উক্তি ছিলো:- আমি শুধু বন্ধুদের সাথে হাসতেছিলাম মেয়েগুলোর দিকে তাকিয়ে হাস...
22/04/2025

মৃত্যুর আগে প্রাইম বিশ্ববিদ্যালয়ের পারভেজের শেষ উক্তি ছিলো:- আমি শুধু বন্ধুদের সাথে হাসতেছিলাম মেয়েগুলোর দিকে তাকিয়ে হাসিনি"

প্রক্টরকে এই কথা বলার পরেও মেয়ে দুটোর কাছে মাফ চেয়েছে।
কিন্তু মাফ চাওয়ার পরে ও মীমাংসিত একটা বিষয়ে এই দুই নারী তাদের ছাপরি বয়ফ্রেন্ডকে দিয়ে পারভেজকে খুন করিয়েছে।

প্রকৃত খুনের মাস্টারমাইন্ড এই দুইজন।
এদেরকে গ্রেফতার করুন আর এমনভাবে ভাইরাল করুন যাতে দুনিয়ার অক্সিজেন এদের জন্য বিষাক্ত হয়ে যায়।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুনের বিচার চাই। জড়িতরা যদি সমন্বয়ক হোক বা ছাত্রদল তাদের সাথে সাথে এই দুই নারীকেও ফাঁসি দেওয়ার দাবি রহিলো।

19/04/2025

তরুণ এই আলেম জানিনা তার পরিচয়, তবে তার কাছে যে কোন নাস্তিক হার মানতে বাধ্য।

17/04/2025

শাহবাগীদের নিয়ে চরম হাসির ভিডিও, হাসতে হাসতে আপনার পেট ব্যাথা হয়ে যাবে, না হাসলে এমবি ফেরত।

16/04/2025

অসহায় গাজা, পশ্চিমাদের পকেটে হাত, স্বপন আহমেদের এক হৃদয়বিদারক ফিলিস্তিনি ঘটনা

দুইটা দলের ভিতরে কোন পার্থক্য খুঁজে পাইছেন?
16/04/2025

দুইটা দলের ভিতরে কোন পার্থক্য খুঁজে পাইছেন?

16/04/2025

রাতের ড্রোন শোতে আবু সাঈদ মুগ্ধরা

ভোটের অধিকার কোথায় ছিল❗১) বঙ্গবন্ধু ছিলেন ১.৫ বছর ক্ষ*মতায়, কোনো নির্বাচন ছাড়াই।২) জিয়াউর রহমান ছিলেন ৪.৫ বছর, ক্ষ*মতায় ...
16/04/2025

ভোটের অধিকার কোথায় ছিল❗
১) বঙ্গবন্ধু ছিলেন ১.৫ বছর ক্ষ*মতায়, কোনো নির্বাচন ছাড়াই।
২) জিয়াউর রহমান ছিলেন ৪.৫ বছর, ক্ষ*মতায় এসেছিলেন সোজা ব*ন্দুকের নল দিয়ে।
৩) এরশাদ ছিলেন ১০ বছর—সেটাও ছিল সে*নাশা'সন।
৪) ২০০৬ সালে খালেদা জিয়া ক্ষ*মতায় ছিলেন, কোনো নির্বাচন ছাড়াই কয়েকদিন।
৫) শেখ হাসিনার ২০১৪-২০২৫ সময়কাল—পুরোটাই বি*তর্কিত, ভোটহীন এক সময়।

তখন কোথায় ছিল “ভোটের অধিকার”?

আর আজ যখন বাংলাদেশ খুঁজে পেয়েছে একজন যোগ্য, সা'হসী, নীতিবান নেতা—
তখন কিছু গো°ষ্ঠী “নির্বাচন চাই, নির্বাচন চাই” বলে গলা ফাটায়!

নো ভোটিং। বিপ্ল°বী সরকারের ভোট লাগে না।
বিপ্লব মানেই অটো বৈধ সরকার ।
পৃথিবীর ইতিহাস সেটাই বলে।

আমরা এই দেশের মানুষ, আমরা আর ভোটের অধিকার নিয়ে প্র'তারণা চাই না—
আমরা চাই একজন আদর্শ, দেশপ্রেমিক শা°সক, যিনি দেশকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ সার্ভার আইডি ,

পবিত্র মসজিদের পশ্চিমে অবস্থিত আল-মুগারবাহ গেট এলাকা দিয়ে ইসরায়েলি পুলিশের সুরক্ষায় ৭৬৫ জন অবৈধ বসতি স্থাপনকারী দলে দ...
15/04/2025

পবিত্র মসজিদের পশ্চিমে অবস্থিত আল-মুগারবাহ গেট এলাকা দিয়ে ইসরায়েলি পুলিশের সুরক্ষায় ৭৬৫ জন অবৈধ বসতি স্থাপনকারী দলে দলে প্রবেশ করে...

14/04/2025

আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিস্টের মুখাকৃতি মোটিভ আলোচনায় 2025, পহেলা বৈশাখ।

তদন্তকারীরা জানিয়েছে, ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া ব‍্যক্তি শনাক্ত হয়েছে। তার নাম রবিউল ইসলাম রাকিব। সে ঢাকা বিশ্ববি...
13/04/2025

তদন্তকারীরা জানিয়েছে, ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া ব‍্যক্তি শনাক্ত হয়েছে। তার নাম রবিউল ইসলাম রাকিব। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আগে সে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতি করতো

মোটিফগুলোর মধ্যে অন্যতম হল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। সবার সামনে থাকবে মোটিফটি...
11/04/2025

মোটিফগুলোর মধ্যে অন্যতম হল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। সবার সামনে থাকবে মোটিফটি...

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when গ্রামের ভাষা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share