
26/04/2025
একটি মায়ের গর্ভে বেড়ে ওঠা সন্তানের জন্য যে যুদ্ধ, তা বাইরে থেকে বোঝা যায় না। প্রতিদিন শরীরে অসহনীয় ব্যথা, ক্লান্তি, নিঃশ্বাসে চাপ — তবুও এক বিন্দু ভালোবাসায় মা সব সহ্য করে।
কিন্তু যখন পাশে কেউ থাকেনা, তখন সেই কষ্ট আর দ্বিগুণ হয়ে যায়। রাতের নিঃশব্দ কান্না, একাকীত্বের হাহাকার, ভয়ের অন্ধকার — সবকিছু চাপা পড়ে যায় মায়ের শান্ত হাসির আড়ালে।
একটি মা তখন নিজের অশ্রুকে নিজের শক্তিতে বদলে নেয়, শুধু তার অনাগত সন্তানের জন্য।
কতটা অসীম সাহস লাগে, কেবল একজন মা-ই জানে।
ভালোবাসা আর সাহসের এক অপার গল্পের নাম — ☺️