Ahnaf's Gallery

Ahnaf's Gallery Fe-Amanillah �

একটি মায়ের গর্ভে বেড়ে ওঠা সন্তানের জন্য যে যুদ্ধ, তা বাইরে থেকে বোঝা যায় না। প্রতিদিন শরীরে অসহনীয় ব্যথা, ক্লান্তি, নিঃ...
26/04/2025

একটি মায়ের গর্ভে বেড়ে ওঠা সন্তানের জন্য যে যুদ্ধ, তা বাইরে থেকে বোঝা যায় না। প্রতিদিন শরীরে অসহনীয় ব্যথা, ক্লান্তি, নিঃশ্বাসে চাপ — তবুও এক বিন্দু ভালোবাসায় মা সব সহ্য করে।
কিন্তু যখন পাশে কেউ থাকেনা, তখন সেই কষ্ট আর দ্বিগুণ হয়ে যায়। রাতের নিঃশব্দ কান্না, একাকীত্বের হাহাকার, ভয়ের অন্ধকার — সবকিছু চাপা পড়ে যায় মায়ের শান্ত হাসির আড়ালে।
একটি মা তখন নিজের অশ্রুকে নিজের শক্তিতে বদলে নেয়, শুধু তার অনাগত সন্তানের জন্য।
কতটা অসীম সাহস লাগে, কেবল একজন মা-ই জানে।
ভালোবাসা আর সাহসের এক অপার গল্পের নাম — ☺️

জুতা চোর 😁😁😁
07/04/2025

জুতা চোর 😁😁😁

02/04/2025

জীবনের কঠিন মুহূর্তগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, কারা সত্যিকারের আপন, আর কারা কেবল নামমাত্র পরিচিত। গত ৭-৮ মাসের দুর্দিনে যারা একবারও খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেননি, তাদের জন্য আমার আলাদা কোনো অনুভূতি নেই।

যে দূরত্ব আপনারা তৈরি করেছেন, সেটাই সম্মানের সঙ্গে বজায় রাখছি। এতে আপনাদের যেমন স্বস্তি, আমারও তেমন শান্তি।

তারপর বলেন,,,আমি যদি এভাবে চা বিক্রি করি চা খেতে আসবেন তো?? 🙂🔪
28/02/2025

তারপর বলেন,,,
আমি যদি এভাবে চা বিক্রি করি চা খেতে আসবেন তো?? 🙂🔪

26/02/2025

আমি মানুষ হিসেবে এতোটাই ফ্লেক্সিবল, যে ধরুন আপনার মনে হলো যে আপনি আমার সাথে একটা দূরত্ব তৈরি করতে চান। তাহলে আপনাকে বেশি কিছু করতে হবে না জাস্ট আচরণের মাধ্যমে একটা ইংগিত দিন। একবার জাস্ট আমার মনে হোক, যে আপনি আমাকে ইগনোর করলেন সম্ভবত।
এরপর দেখবেন আপনি নিজেও লাগাতার চেষ্টা করে আমাকে মনে করাতে পারবে না, যে আমি আপনাকে কখনো চিনতাম। আসলেই আমার আর আপনার নাম পরিচয় চেহারা কিছুই মনে থাকবে না।

এখন বড় হয়ে গেছি; মাথার ভেতর আবর্জনা জমাই না।'❤️

আমি খুব ছোট ছোট বিষয় অনেক ডিপলি খেয়াল করি। কেউ লেইট করে করে রিপ্লাই দিলো, বা লাস্ট মেসেজ সীন করলো না, বা মেসেজের রিপ্লাই...
25/02/2025

আমি খুব ছোট ছোট বিষয় অনেক ডিপলি খেয়াল করি। কেউ লেইট করে করে রিপ্লাই দিলো, বা লাস্ট মেসেজ সীন করলো না, বা মেসেজের রিপ্লাইতে একটা ইমোজি দিয়ে কনভারসেশন সমাপ্ত করে দিলো ইত্যাদি। এই ক্ষুদ্র ঘটনাগুলো আমি খুব খেয়াল করি, এবং এগুলো আমার কাছে ক্ষুদ্র বিষয় মনে হয় না। কেন যেন মনে হয় ইম্পর্ট্যান্স নাই, প্রায়োরিটি দিতেছে না ইত্যাদি ইত্যাদি।

কিন্তু এতে যে আমি অনেক বেশি হার্ট হই এমনটাও না, কিন্তু একটু হলেও খারাপ লাগে।

এগুলো সবার কাছে তেমন কোনো বিষয় মনে না হতে পারে, কিন্তু আমি এগুলো মানতে পারিনা, খারাপ লাগে। অপর প্রান্তের মানুষটা হয়তো বুঝেও না। কিন্তু তাও খারাপ লাগে। এতে আমি যদি অ্যাবনরমাল হই, তাহলে সেটাই!

নাম বলতে পারবে কে? 😀😀
23/02/2025

নাম বলতে পারবে কে? 😀😀

আলহামদুলিল্লাহ  অনলাইন থেকে অফ লাইনে ই ম্যাক্সিমাম শেষ 🥰🥰
23/02/2025

আলহামদুলিল্লাহ অনলাইন থেকে অফ লাইনে ই ম্যাক্সিমাম শেষ 🥰🥰

আলহামদুলিল্লাহ ভাজার আগে এবং পরে... কোটিং করে ভাজা 😋😋১৫ মিনিটের চায়ের সাথে টা 😋😋😋
23/02/2025

আলহামদুলিল্লাহ
ভাজার আগে এবং পরে...

কোটিং করে ভাজা 😋😋
১৫ মিনিটের চায়ের সাথে টা 😋😋😋

05/02/2025

কিছু কষ্ট থাকে, যা মুখে বলা যায় না—শুধু হৃদয়ে রয়ে যায়। কিছু আচরণ এমন, যা ভোলার চেষ্টা করলেও মন বারবার মনে করিয়ে দেয়। সম্পর্কের মূল্য তখনই বোঝা যায়, যখন বিশ্বাস আর সম্মানের জায়গায় আঘাত লাগে। তবুও জীবন থেমে থাকে না, কষ্টের মাঝে শক্তি খুঁজে নিতে হয়।

যে আমার খোঁজখবর নেয় না, তাকে আমার কোনোদিনও প্রয়োজন নেই। যাকে আমি আমার বিপদে পাশে পাইনি, সে আমার ভালো সময়েও অপ্রয়োজনীয়। আল্লাহর উপর ভরসা রাখি, সব কিছুই একদিন ঠিক হয়ে যাবে।

#নীরব_অভিমান #জীবনের_শিক্ষা #আল্লাহ_ভরসা

আলহামদুলিল্লাহ ❤️
29/01/2025

আলহামদুলিল্লাহ ❤️

Address

Nayabati Rail Cross Road
Khulna

Telephone

+8801791164794

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahnaf's Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahnaf's Gallery:

Share