02/03/2024
একটা ঘটনা চোখে পড়লো। ভাই বাইরে যাওয়ার সময় বোন আবদার করেছে সেও বাইরে খেতে যাবে। ভাই উত্তরে বললো, দশ মিনিটের মধ্যে রেডি হতে পারলেই কেবল নিয়ে যাবে। বোন তাড়াহুড়ো করে তৈরি হয়ে গেল। দুজনেই বেরিয়ে পরলো।যেখানে খেতে যাবে গিয়ে দেখলো সেই রেস্টুরেন্টে আ'গুন। আরও কিছুক্ষণ আগে যদি ওরা আসতো কি হতো ভাবা যায়! আরেক জায়গায় দেখলাম একজন লিখেছে, আজকে তাদেরও যাওয়ার কথা ছিল কাচ্চি ভাইয়ে কিন্তু কোনো একটা কারণ বসত যাওয়া হয়নি। মাঝেমধ্যে কোথাও যাওয়ার কথা থাকলে সেটা বাতিল হয়ে গেলে আফসোস করবেন না। কয়েক মিনিট বা কয়েক মুহুর্ত দেরী হয়ে গেলে ঝামেলা করবেন না। সব কিছুকে সবর করে মেনে নিতে শিখুন। আল্লাহ সব কিছুর পিছনেই ভালো কিছু রেখে দেন। হয়তো সেই ভালোটা হবে দুনিয়ায় নাহয় আখিরাতে।