Mimu's world

Mimu's world My life
My ruls

Fact.🙂
04/08/2025

Fact.🙂

🥰🥰
04/08/2025

🥰🥰

04/08/2025

তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর তাঁরাদের মধ্যে একটি। যেটা শুধু আমার কাছে থাকে।
゚viralシ

মন থেকে উঠে গেলে , সারাজীবন তপস্যা করে ও আর আগের জায়গাটা ফিরে আসে না।
25/07/2025

মন থেকে উঠে গেলে , সারাজীবন তপস্যা করে ও আর আগের জায়গাটা ফিরে আসে না।

ভালোবাসলে কি দূরে থাকা যায়?মানুষটাকে ছুঁতে ইচ্ছে করে না? জড়িয়ে ধরার ব্যাকুলতায় শরীরে জ্বর আসে না? প্রতি রাতে ঘুম ভেঙ্গে ...
23/07/2025

ভালোবাসলে কি দূরে থাকা যায়?
মানুষটাকে ছুঁতে ইচ্ছে করে না? জড়িয়ে ধরার ব্যাকুলতায় শরীরে জ্বর আসে না? প্রতি রাতে ঘুম ভেঙ্গে গেলে অস্থির লাগে না?

একজন মানুষ যে আপনাকে পাগলের মত ভালবাসে। অথচ আপনি তাঁকে দিনের পর দিন অবহেলা, অসম্মান, খারাপ ব্যবহার, তিরস্কার সবটা দিয়ে ...
22/07/2025

একজন মানুষ যে আপনাকে পাগলের মত ভালবাসে। অথচ আপনি তাঁকে দিনের পর দিন অবহেলা, অসম্মান, খারাপ ব্যবহার, তিরস্কার সবটা দিয়ে জ্যান্ত লাশ বানিয়ে ফেলেছেন।
মানুষটা বাধ্য হলো আপনাকে ছেড়ে যেতে। চলে ও গেল মানুষটা আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিলো।
আপনাকে ভুলতে শিখলো , আপনাকে ছাড়া নিজেকে ভালো রাখতে শিখলো।
আবার আপনি তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করলেন, প্রতিশ্রুতি দিয়ে ভালবাসার লোভ দেখিয়ে ফিরিয়ে ও আনলেন।
মানুষটা ভাবলো যাই না আর একবার ফিরে সবশেষে তো তাকে ভালোবাসি। সে তো নিজের ভুল বুঝতে পেরেছে। এক বুক স্বপ্ন নিয়ে ফিরে এলো আপনার ভালোবাসা পাওয়ার লোভে।
তবে এবার ফিরলো পুরো পৃথিবীর সব কিছু ত্যাগ করে। ভাবুন তো আপনি ছাড়া তাঁর আর কেউ নেই।
মানুষটার অবস্থা তখন ছন্নছাড়া, তছনছ ভাঙ্গা মন সবকিছু তাঁর ধ্বংসপ্রাপ্ত।
এখন আপনার কি করা উচিৎ? মানুষটাকে ভালোবেসে আগলে রেখে। একটু একটু করে গুছিয়ে নেওয়া? তাঁকে ভরসা দিয়ে পাশে থেকে তাঁর পুরো পৃথিবী হয়ে ওঠা?
কি তাইনা? কিন্তু আপনি তাঁকে আবার সেই আগের রূপ দেখাতে শুরু করলেন, ডিপ্রেশন, অপমান, অসম্মান সবকিছু তাকে আবার ঘিরে ধরলো। এবার তাঁর পাশে কেউ নেই। আগের চেয়ে ও দ্বিগুন অসহায় সে।
তাঁর মনে আপনার জন্য ভালবাসা ঘৃণায় রূপ নিলো।
আপনি তাঁর কাছে আতঙ্ক হয়ে উঠেছেন।
সে আপনার থেকে মুক্তি পেতে চাই কিন্তু পারছেনা। কারণ, দ্বায়িত্বে, কর্তব্যের বোঝা। আপনার প্রতি তাঁর আর মায়া কাজ করেনা।
আপনি নিজেকে কি উওর দিবেন? তাকে ঠকিয়ে কতদিন ভালো থাকবেন? মনে রাখবেন প্রকৃতির প্রতিশোধ কিন্তু ভয়ঙ্কর।
゚viralシ

এই জীবনে আমার ততোটা অপরাধ ছিল নাহ যতটা আমি শাস্তি পেয়েছি❤️‍🩹       #ক্যাপশন                                      ゚viralシ...
20/07/2025

এই জীবনে আমার ততোটা অপরাধ ছিল নাহ যতটা আমি শাস্তি পেয়েছি❤️‍🩹

#ক্যাপশন ゚viralシ

পুরুষরা যেই জায়গাটাতে সবচেয়ে বেশি যত্নে থাকে, সেই জায়গাটাকেই আগে ধ্বংস করে। আর সেটা হচ্ছে তার নিজের স্ত্রীর মন।একটা ত...
20/07/2025

পুরুষরা যেই জায়গাটাতে সবচেয়ে বেশি যত্নে থাকে, সেই জায়গাটাকেই আগে ধ্বংস করে। আর সেটা হচ্ছে তার নিজের স্ত্রীর মন।
একটা তীব্র, তীক্ষ্ণ সত্য। যে সত্যটা অজস্র সংসারের গোপন কান্না। সমাজ যেটা দেখে না, শুনে না, কিন্তু প্রতিদিন একটা একটা করে ভেঙে যায় অগণিত নারীর ভেতরটা।

সংসার চালানো আর মন বোঝা এক জিনিস না।

সংসার চালানো মানে শুধু বাজার করা, বিল দেয়া নয়।
একটা মেয়ের ভেতরের ক্লান্তি, অব্যক্ত কথা, মনের খাঁজে জমে থাকা হতাশাগুলো বুঝে ফেলা — সেটাই প্রকৃত যত্ন।

যুগ বদলেছে, মানুষ বদলেছে, চাওয়া-পাওয়াগুলোও বদলেছে।

একটা স্ত্রীকে শুধুই দায়িত্ব পালনের মেশিন মনে করলে, তার মন একদিন ধ্বংস হবেই।
শুধু বেঁচে থাকলেই তো বেঁচে থাকা হয় না।

স্ত্রীর মনটা হচ্ছে শিশুর মতো
একটা মেয়ে যখন কাউকে ভালোবেসে জীবন দেয়, তখন সে শুধু সংসার করতে চায় না — সে চায় পাশে থেকে বোঝা হোক, তার দুর্বলতাগুলো আলিঙ্গন করা হোক, আর তার কষ্টগুলো ভাগ করে নেওয়া হোক।

কিন্তু কষ্টের কথা বললেই যদি তাকে বলা হয় “তুমি ড্রামা করো”, “তুমি অতিসেন্সিটিভ”, “তুমি বোঝো না”— তখন ধীরে ধীরে সে নিঃশব্দ হয়ে যায়।

কি করা উচিত?
• শুনুন, বোঝার চেষ্টা করুন: স্ত্রী কাঁদছে মানে সে শুধু কাঁদছে না, তার একটা মন আছে যা হয়তো বলার ভাষা হারিয়ে ফেলেছে।
• তুলনা বন্ধ করুন: নিজের মা, বোন, বা অন্য কারো সাথে স্ত্রীকে তুলনা করা মানে তাকে অপমান করা।
• সময় দিন: ফোনের স্ক্রিনে চোখ রেখে নয়, তার চোখের ভাষা পড়ার চেষ্টা করুন।
• স্বীকৃতি দিন: ছোট ছোট কৃতজ্ঞতাগুলো বলুন — “তুমি যা করো, তা আমি দেখি”, “তোমার জন্যই আমার দিনটা সহজ হয়”।

সবচেয়ে মজবুত সম্পর্কগুলো ধ্বংস হয় ‘নিরব অবহেলা’ দিয়ে।
পুরুষেরা সত্যিই যত্ন করে, কিন্তু সেই যত্ন যদি বোঝার অভাবে আঘাত হয়ে যায়, তবে স্ত্রী নামের নারীর মনটা সবচেয়ে বড় ধ্বংসস্তূপে পরিণত হয়।

জানি না সবাই বুঝবে কিনা, কিন্তু একজন স্বামী যদি একটিবার স্ত্রীর চোখে নিজের প্রতিচ্ছবি দেখে — সে বুঝবে, কতটা মনোযোগ আর মমতা চেয়েছিল সেই মনটা, যেটাকে সে নিজের ভাবত।

আপনাদের জীবনের এমন কোন ঘটনা কি আছে? আপনি কি সেই স্ত্রীর জায়গায় ছিলেন? নাকি স্বামী হিসেবে এখন কিছুটা অনুশোচনায় ভুগছেন?

কমেন্টে জানাতে পারেন। কথা বললে বোঝা ভাগ হয়।
মনটাই তো শেষ পর্যন্ত সবচেয়ে প্রিয় থাকার জায়গা হওয়া উচিত।
Copied

দেখলাম কিছু লোক হাসনাত সারজিসদের নিয়ে ফেইসবুকে মজা নিচ্ছে..!যে ছেলেরা গোপালগঞ্জের মাটিতে গিয়ে সমাবেশ করে মুজিবের শিকড়ে '...
17/07/2025

দেখলাম কিছু লোক হাসনাত সারজিসদের নিয়ে ফেইসবুকে মজা নিচ্ছে..!

যে ছেলেরা গোপালগঞ্জের মাটিতে গিয়ে সমাবেশ করে মুজিবের শিকড়ে 'মুজিববাদ মুর্দাবাদ' স্লোগান দিয়ে বেরিয়ে আসছে🙂

যেই গোপালগঞ্জে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাবেশ করতে পারেন নি, প্রেসিডেন্ট এরশাদ সমাবেশ করতে পারেন নি, আজ সেখানে হাসনাত সারজিসরা সফল হয়ে ফিরেছে☺️

এটা নিয়ে হাসাহাসি করা মুর্খতা ছাড়া আর কিছুই না..!

কাউকে জবাব দিতে হলে আগে যোগ্যতা অর্জন করুন। অপমান করতে হয়তো যোগ্যতা লাগে না কিন্তু অপমানের জবাব কেবল সফলতাই দিতে পারে৷🖤...
09/02/2025

কাউকে জবাব দিতে হলে আগে যোগ্যতা অর্জন করুন। অপমান করতে হয়তো যোগ্যতা লাগে না কিন্তু অপমানের জবাব কেবল সফলতাই দিতে পারে৷🖤

#সফলতা #যোগ্যতা

দে 😡     ゚
08/02/2025

দে 😡

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mimu's world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share