
01/12/2024
বুকের ভিতর তুলেছি ঝড় বুক পেতেছি গুলি কর ইস্টার্ন জুট মিলস ময়দানে জামায়াতে ইসলামী আমীর - ডঃ শফিকুর রহমান
গতকাল ১লা ডিসেম্বর ২০২৪, রবিবার সকাল ৮টায় বাংলাদেশ জামায়াত ইসলামি খানজাহান আলী থানার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত। থানা আমীর ডাঃ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে, থানা সেক্রেটারি মোর্শেদ মামুনের পরিচালনায় খুলনা মহানগরী খানজাহান আলীধীন ইস্টার্ন জুট মিলস ময়দানে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় আমীর ড. মোঃ শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খুলনা -৫ আসনের সাবেক এমপি, বাংলাদেশ জামায়াত ইসলামির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যেকালে উপস্থিত জনতাকে জাগ্রত করতে চমৎকার একটি বাক্য উপস্থাপন করে বাংলাদেশ জামায়াত ইসলামি আমীর ডঃ শফিকুর রহমান বলেন, বুকের ভিতর তুলেছি ঝড় বুক পেতেছি গুলি কর। যাতে উপস্থিত জনতার মধ্যে একটি সাহসিকতার অনুভূতি জাগ্রত তৈরি হয়। তিনি আরো বলেন, যাদের হাতে বাংলাদেশের মানুষ নিরাপদ নয় সে ধরনের কোন সংগঠন বা সংস্থা দেশের মানুষ দেখতে চাই না। তাদের বিষয় রাষ্ট্র সঠিক সিদ্ধান্ত নেবেন এমনটাই আশা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ছাড়াও উপস্থিতি থেকে বক্তব্য রাখেন জামায়াত ইসলামি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় শূরা সদস্য খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা এমরান হুসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, কেন্দ্রীয় শূরা সদস্য খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় শূরা সদস্য খুলনা জেলা আমীর মাওলানা অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল খুলনা জেলা মুন্সি মইনুল ইসলাম, সহকারী সেক্রেটারি খুলনা জেলা প্রিন্সিপাল গাওসুল আযম হাদী প্রমূখ