Rup natural

Rup  natural Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rup natural, Digital creator, Khulna khalishpur, Khulna.

পরকীয়া প্রেম: ডিভোর্সের একটি বড় কারণবর্তমান সমাজে ডিভোর্স বা বৈবাহিক বিচ্ছেদের সংখ্যা দিন দিন বাড়ছে। এর মধ্যে একটি বড় এব...
18/05/2025

পরকীয়া প্রেম: ডিভোর্সের একটি বড় কারণ
বর্তমান সমাজে ডিভোর্স বা বৈবাহিক বিচ্ছেদের সংখ্যা দিন দিন বাড়ছে। এর মধ্যে একটি বড় এবং গুরুত্বপূর্ণ কারণ হলো পরকীয়া প্রেম। পরকীয়া বলতে বোঝায়, বিবাহিত অবস্থায় স্বামী বা স্ত্রীর অন্য কারও সঙ্গে প্রেম বা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা। এই ধরনের সম্পর্ক একদিকে যেমন বিশ্বাসঘাতকতা, অন্যদিকে তা দাম্পত্য জীবনে তীব্র সংকট সৃষ্টি করে।

পরকীয়ার পেছনের কিছু কারণ:
মানসিক দূরত্ব: অনেক সময় স্বামী-স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া না থাকলে একে অপরের থেকে দূরে সরে যায়। এই ফাঁক পূরণ করতে কেউ তৃতীয় ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়।

অপূর্ণ ভালোবাসা বা অবহেলা: একজন সঙ্গী যদি অন্যজনকে যথেষ্ট সময় না দেন বা অবহেলা করেন, তাহলে সে ভালোবাসার অভাব পূরণ করতে অন্য কারো কাছে আশ্রয় নিতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যম: ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি মাধ্যমে অপরিচিত মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলাটা এখন অনেক সহজ, যা পরকীয়ার ঝুঁকি বাড়ায়।

আবেগের অস্থিরতা বা উত্তেজনা খোঁজা: অনেকেই বৈবাহিক সম্পর্কের একঘেয়েমি থেকে মুক্তি পেতে নতুন সম্পর্কে জড়াতে চায়।

ডিভোর্সে এর প্রভাব:
পরকীয়া সম্পর্ক আবিষ্কৃত হলে, সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় তা হলো ভরসা এবং সম্মানের মৃত্যু। একজন প্রতারিত সঙ্গীর মনে যে কষ্ট সৃষ্টি হয়, তা থেকে উত্তরণ খুবই কঠিন। অনেকে মানসিকভাবে ভেঙে পড়ে, আবার অনেকে এই বিশ্বাসভঙ্গের কারণে সম্পর্ক টিকিয়ে রাখতে চান না। ফলে সম্পর্ক শেষ করে ডিভোর্সের পথে হাঁটেন।

সমাজে এর প্রভাব:
পরকীয়াজনিত ডিভোর্স শুধু দুটি মানুষের জীবনে প্রভাব ফেলে না, বরং পরিবারের অন্য সদস্য—বিশেষ করে সন্তানের উপর গভীর প্রভাব ফেলে। তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং নিরাপত্তাহীনতায় ভোগে। Ektadul Llb

18/05/2025

নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীল কে পছন্দ করেন। এবং উত্তম জিনিস দান করেন।

18/05/2025

মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, আদর আর ত্যাগের কোনও তুলনা নেই।

পরিবারে শুধু আপনি একা সফল হলে সফলতা আসবেনা,বাকী সদস্যরাও যাতে আত্মনির্ভরশীল হতে পারে সে জন্য সবাই কে সহযোগিতা করতে হবে।ত...
18/05/2025

পরিবারে শুধু আপনি একা সফল হলে সফলতা আসবেনা,বাকী সদস্যরাও যাতে আত্মনির্ভরশীল হতে পারে সে জন্য সবাই কে সহযোগিতা করতে হবে।তবেই আসবে প্রকৃত সফলতা।
গল্পের নাম: "পিঁপড়া আর ঘোড়ার কথা"

একদিন দুপুরে এক বিশাল ঘোড়া ঘাসের মাঠে ঘুরে বেড়াচ্ছিল।
পায়ের নিচে দিয়ে চলছিল পিঁপড়ার দল।
এক পিঁপড়া ঘোড়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল,
"তুমি অনেক বড়, কিন্তু তুমি কি সত্যি শক্তিশালী?"

ঘোড়া অবাক হয়ে বলল,
"আমি? আমি তো পাহাড়ের মতো শক্তিশালী! এক লাফে নদী পার হতে পারি!"

পিঁপড়া শান্তভাবে বলল,
"তবে আমরা ছোট হয়েও অনেক বড় কিছু করতে পারি।"

ঘোড়া হেসে বলল,
"কীভাবে? তোমাদের তো পা-ই দেখা যায় না!"

পিঁপড়া কিছু বলল না। সে সঙ্গীদের নিয়ে একটা বিশাল পরিকল্পনা করল।
দিন রাত খেটে, এক দল পিঁপড়া মিলে একটা বড় গাছের শুকনো ডাল এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে গেল।
ঘোড়া দেখল — এতো বড় ডালও পিঁপড়ারা টেনে নিয়েছে দলবদ্ধভাবে!

ঘোড়া তখন চুপ হয়ে গেল। সে বুঝতে পারল — একার শক্তি যত বড়ই হোক, দলবদ্ধ পরিশ্রমের শক্তি অনেক বেশি।

পিঁপড়া তখন মৃদু হেসে বলল,
"তুমি একা পাহাড় পার হতে পারো। কিন্তু আমরা একসাথে পুরো বন বদলে দিতে পারি।"

শিক্ষা:

একলা বড় হওয়া যত গুরুত্বপূর্ণ, তার চেয়ে বড় হলো — দলবদ্ধভাবে পরিশ্রম করা, একে অপরকে সম্মান করা।
ছোট ছোট চেষ্টা একসাথে মিললেই বড় সফলতা আসে।

আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না। কারণ তারা জেদী, একরোখা এবং নিজের বিশ্বাসে অটল।কিন্তু আপনি তাকে ভালোবাসলে, সে নিজ থেক...
18/05/2025

আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না। কারণ তারা জেদী, একরোখা এবং নিজের বিশ্বাসে অটল।

কিন্তু আপনি তাকে ভালোবাসলে, সে নিজ থেকেই বদলে যাবে। তার আচরণ, কথার টোন অটোম্যাটিক পরিবর্তন হবে।

নারী শক্তিশালী কেউ না, সে শক্ত হতে গেলে ভেঙে যাবে। প্যাচাতে গেলে কেটে যাবে। সে মূলত কোমল, পানির মতো তরল। এতটাই কোমল যে, তার পরশে পৃথিবীর সবচে শক্ত পুরুষও গলে যেতে বাধ্য।

কখনো সংসারে অমিল দেখা দিলে একবার নিজেকে যাচাই করুন। দেখুন, আপনার আচরণ নারীসুলভ আছে কি না। আপনি কারো শখের নারী হওয়ার আগে ভাবুন, কারো শখের হওয়ার মতো করে তাকে ভালোবাসতে পারছেন কি না।

তালাক হয়ে যাবে; সবাই উপস্থিত, সালিশ চলছে। তখনও কোনো স্ত্রী ‘নারী’ হয়ে উঠলে, কোমল স্বরে একবার পুরুষকে চাইলে, স্বামীর পাহাড়সম রাগ নিমিষেই বরফশীতল পানি হয়ে যায়। এটাই দাম্পত্যের রসায়ন। স্বামী-স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ এর মূল কারণ বোঝে না।

সেজন্য বলি, সমস্যা হলেই মায়ের কাছে ফোন নয়। আপনার পুরুষকে বুঝুন। সে বাহিরে থাকে, টাকা ইনকাম করে। বহুরকম লোকজনের সাথে তার উঠাবসা, লেনদেন। কোনো কারণে তার মেজাজ বিক্ষিপ্ত হতে পারে।

নারীর কাজ যত কঠিনই হোক, সে সমাজ ফেস করে না। ফলে নিজেকে সংযত ও নিয়ন্ত্রিত রাখা তার পক্ষে সম্ভব। তাই, আপনার পুরুষ বাইরে থেকে এলে তার যত্ন নিন।

চেহারা ফ্যাকাশে দেখলে তখনই কী হয়েছে জিজ্ঞেস না করে তাকে পানি দিন। বলুন একটু গোসল করে আসেন খাবার দিই। পরে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করুন কী হলো।

পুরুষ কখনো জেতে কখনো ঠকে। তার জেতাটা যেমন ইনজয় করেন, ঠকাটাও মেনে নিন। সে কোথাও লস করেছে মানেই তাকে বকাঝকা করবেন, এমন নয়। হেরে যাওয়ার অনুভব তারও আছে। বরং সাপোর্ট দিন। সহজ করুন। সময় বুঝে পরামর্শ দিন।

এই যে ম্যানেজ করার ব্যাপার, এটা নারীদের আছে।

ঠিক এজন্যই নারী সুকুন, নারী শান্তি, নারী পুরুষের মোহ। যে নারীর কণ্ঠ পুরুষের চেয়ে উঁচু, চলাফেরা অতি-আধুনিক, পুরুষোচিত, সে নারী ময়ূর থেকে কাক হতে চায়।

নিজের মোহনীয় সৌন্দর্য ছেড়ে বিদঘুটে হতে চায়। এমন নারী যত সুন্দরীই হোক, তার সংসার হয় না। হলেও মরচে ধরে যায়। বাচ্চাকাচ্চা বা সামাজিকতার জন্য কোনরকম টিকে থাকে। একে জীবন বলে না, বলে ঘানি টেনে যাওয়া।

সুতরাং নারী, আপনি বরং নারীই হোন। কোমল হোন, শান্ত হোন। নরম হোন, সুকুন হোন। দেখবেন পাথরের মতো পুরুষও, আপনার ফোঁটা ফোঁটা ভালোবাসার সামনে নিজেকে বিলিয়ে দিতে বাধ্য হবে।

সংগৃহীত
#

গাড়ি টি বিক্রি  হবে
18/05/2025

গাড়ি টি বিক্রি হবে

20/04/2024
02/12/2023

মা যদিও না খেয়ে থাকে তবুও বাচ্চা কে না খাইয়ে রাখে না

20/11/2023

বিশিষ্ট বাংলা খোর। ডিবির কাছ থেকেও বাংলা খায়।

01/11/2023

সত্যি অনেক মায়া লাগে কিন্তু কি করবো ইচ্ছে আছে কিন্তু সামর্থ্য নাই।আর যাদের আছে তারা অপচয় করে। সামর্থ্য থাকলেও দায় না।

25/10/2023

Address

Khulna Khalishpur
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rup natural posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share