
23/12/2024
কথা বলার ক্ষেত্রে আমি খুবই চুপচাপ একটা মানুষ। আমি প্রয়োজনের বেশি কথা বলিনা। এমন না যে আমার মধ্যে অহংকার আছে বা মিশতে না পারার অক্ষমতা। এমনিই কথা কম বলি।
তবে; তবে আমি যেখানে কমফোর্টেবল অনুভব করি সেখানে অগণিত কথা বলি। যেকোনো বিষয়ে কথা বলি, হাসাহাসি করি, রোস্ট করি, আবার মাঝেমাঝে মন খারাপ নিয়েও হয়ে যায় অনেক কথা।
কিন্তু ওই কমফোর্ট জায়গায় ও যদি একবার নিজেকে গুরুত্বহীন হিসেবে দেখে ফেলি। যতদ্রুত সম্ভব আমি সেখান থেকে নিজেকে গুটিয়ে নেই। আমি এমনই, এই নিয়ে আমার কোনো অভিযোগ নেই।