প্রাক্তন

প্রাক্তন প্রাক্তন পেজে আপনাকে স্বাগতম ❤️❤️

😙👉পেজ ভিজিট করু👌
👉ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।
👉আপনি চাইলে আপনার স্টোরি শেয়ার করুন আমাদের পেজে।ধন্যবাদ

(31)

পা'লিয়ে বিয়ে করেছে বাবার একমাত্র মেয়ে... অঝোরে কাঁ'দলেন বাবা...!😰মেয়েটা তার হাজবেন্ড কে নিয়ে একটা স্টুডিও তে ইন্টারভিউ দ...
10/09/2025

পা'লিয়ে বিয়ে করেছে বাবার একমাত্র মেয়ে... অঝোরে কাঁ'দলেন বাবা...!😰মেয়েটা তার হাজবেন্ড কে নিয়ে একটা স্টুডিও তে ইন্টারভিউ দিতে এসেছে বাবার কাছে ক্ষ'মা চাইতে এসেছে...
ইন্টারভিউ চলাকালে মেয়েটার বাবাকে ফোন করা হলে হাউমাউ করে কা'ন্না করলো বাবা...
যেটা দেখে কা'ন্না করেছে অনেকেই...! 🥹 ভিডিও টা দেখে আমারো কা'ন্না চলে আসছে....!!

ওনার বাবা কতটা ক'ষ্ট পেয়েছে... সেটা তার বাবার কা'ন্না দেখেই বুঝা যায়....!!
তবে ভাইয়া টা মানে মেয়েটার স্বামীর কথা শুনে অনেক ভালো লাগলো... আপুটা ভু'ল করেছে ঠিকই কিন্তু একজন পারফেক্ট জীবনসঙ্গী পেয়েছে.... দোয়া রইলো তোমাদের জন্য...!! 🥰🥰

মেয়েটার বাবার কান্নার জন্য আমি চো'খের পানি ধরে রাখতে পারলাম না... এরকম কাহিনী অনেকের সাথেই ঘটে...
তবে একদিক থেকে মেয়েটা লাকি যে...
"সে যার হাত ধরে পা'লিয়েছিলো ঐ ছেলেটা মেয়েটাকে রাণী বানিয়ে রেখেছে....
সুখে রেখেছে তাইতো আপুটা এখন গর্বের সাথে তার বাবাকে বলতে পারতেছে যে তার সিদ্ধান্ত ভু'ল ছিলোনা সে ভু'ল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়নি...!"
যেটা অনেক মেয়েরাই পারেনা... 🥹

পা'লিয়ে বিয়ে করে বাবা মায়ের মানসম্মান ডু'বিয়ে শেষ পর্যন্ত যদি ঐ ছেলের সাথে না থাকা যায় বা ঐ ছেলে যদি অ'বহেলা করে তাহলে এরচেয়ে ক'ষ্টের আর কিছু হয়না..!!
না পারা যায় বাবা মাকে কিছু বলা আর না পারা যায় নিজে সুখী হওয়া...
এইসব মানসিক কারণেই মানুষ নিজেকে শে'ষ করে দেয়..!!💔

আমি একটা কথা বলতে চাই ঐ মেয়েটার হাজবেন্ড কে যে.... "মেয়েটা আপনাকে বিশ্বাস করে সে আপনার হাত ধরেছে তাকে কখনো ক"ষ্ট দিয়েন না... অ'বহেলা কইরেন না...!
বাবা মাকে ক"ষ্ট দিয়ে বাবা মাকে ছেড়ে এসে এখন যদি আপনিও তাকে অ'বহেলা করেন তাহলে মেয়েটার আর কোনো কূল থাকবেনা...
ক"ষ্টে বুকটা ফেঁ'টে যাবে... কারো কাছে বি'চার ও দিতে পারবেনা কারন সে নিজে চয়েজ করে বিয়ে করেছে...
এটা যে কতটা ক'ষ্টদায়ক সেটা যার সাথে হয় সে ছাড়া কেউ বোঝেনা..!😰

বাবা-মা অনেক আশা করে একটা সন্তা'ন কে মানুষ করে... আর সেই সন্তান যদি এমন কাজ করে তখন তার বাবা মার কি যে অবস্থা হয় তখন আল্লাহ ছাড়া কেউ জানে না....
আমি আল্লাহর কাছে দোয়া করি পৃথিবীতে কোন সন্তা'ন যেন এমন কোন কাজ না করে.... বাবা মাকে এমন কষ্ট না দেয় সব সন্তানদেরকে আল্লাহতালা হেদায়েত দান করুক আর বুঝার তৌফিক দিক যে বাবা মা কখনো স'ন্তানের খা'রাপ চায়না..!❤️

06/09/2025

পৃথিবীতে চাওয়ার মতো অসংখ্য কিছু ছিল,
কিন্তু আমার চাওয়া সীমাবদ্ধ ছিল কেবল তোমাতেই।
আমি আর কিছু চাইনি,
শুধু তোমাকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম।

কিন্তু নিষ্ঠুর পৃথিবী-
তোমাকে কেড়ে নিলো আমার কাছ থেকে,
আর তার বিনিময়ে দিয়ে দিলো অগণিত কিছু।
সব পেলাম, তবুও কিছুই পেলাম না-
কারণ তোমাকে ছাড়া সবকিছুই অর্থহীন।

• ❐ সবকিছু পেয়ে শূন্য
• লেখক: মাহবুব সরদার সবুজ #ইচ্ছে_কাব্য

তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমারই অবাধ্য মন…মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা বাইরে কোথাও নেই, তা লুকিয়ে থাকে তার নিজের ভেতরে...
06/09/2025

তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমারই অবাধ্য মন…

মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা বাইরে কোথাও নেই, তা লুকিয়ে থাকে তার নিজের ভেতরেই। আর সেই অদৃশ্য বাধার নাম— অবাধ্য মন।

মন এক আশ্চর্য সত্তা। কখনো সে যুক্তিবোধকে অস্বীকার করে, কখনো অযথাই অতিরিক্ত কিছু চায়, আবার কখনো সম্ভাবনার দুয়ার খোলা থাকা সত্ত্বেও আত্মবিশ্বাসে ভাটা আনে।

অনেকে বলেন, “মন চাইলে সব হয়”, আবার কেউ বলেন, “মন তো মানে না যুক্তি”। আসলে দুটি কথাই সত্য। কারণ, মনের দ্বৈত প্রকৃতি আছে— একদিকে সে স্বপ্ন দেখতে চায়, অন্যদিকে সেই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় নিয়ম, শৃঙ্খলা ও পরিশ্রমকে এড়িয়ে যেতে চায়। ঠিক এই জায়গাতেই মন শত্রু হয়ে ওঠে— নিজের ইচ্ছেকেই নিজের হাতে ধ্বংস করার মাধ্যমে।

একজন শিক্ষার্থী যখন পড়াশোনায় মনোযোগী হতে চায়, তখন তার মনই বলে—
“চল একটু ফেসবুক দেখি”
“চল আড্ডা দিই”
“আজ না পড়ে কাল পড়ব”।

এই অবাধ্য মনই তাকে পথচ্যুত করে, সময় নষ্ট করে, আর ভবিষ্যতের সম্ভাবনাকে সংকুচিত করে ফেলে।

একইভাবে কোনো কর্মী বা উদ্যোক্তা যখন নিজের লক্ষ্যে স্থির থাকতে চায়, তখন তার মন বলে—
“তুমি পারবে না”
“তুমি ক্লান্ত”
“এ কাজটা অনেক কঠিন”।

এভাবেই মন ধীরে ধীরে আত্মবিশ্বাসকে ভেঙে দেয়, সাহসকে নিঃশেষ করে ফেলে। তাই বাইরের শত্রু সাময়িক ক্ষতি করলেও ভেতরের এই অবাধ্য মনই আসল শত্রু— কারণ সে মানুষকে সত্যিকারের লক্ষ্য থেকে বিচ্যুত করে দেয়।

তবে সুখবর হলো, এই শত্রুকে জয় করা সম্ভব। নিয়মিত চর্চা, আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য, আত্মবিশ্বাস এবং ধ্যানের মাধ্যমে মনকে নিজের নিয়ন্ত্রণে আনা যায়। মনকে শেখানো যায় কীভাবে শৃঙ্খলার মধ্যে থাকতে হয়, কীভাবে জীবনের লক্ষ্যপানে এগোতে হয়।

শেষ কথা হলো—
👉 মন যদি বন্ধু হয়, তবে সে আশীর্বাদ।
👉 মন যদি শত্রু হয়, তবে সে অভিশাপ।

তাই জীবনের সাফল্যের জন্য সবচেয়ে জরুরি হলো মনকে জয় করা। কারণ তোমার সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় বাধা— তোমারই অবাধ্য মন।

একটা আপু লিখেছিলো ..আমি কোনো ভুল করলে আমার হাজবেন্ড আমাকে একটা ঘরে নিয়ে যেয়ে শাসন করে, ধমক দেয়, বুঝিয়ে বলে! একদিন আমি...
04/09/2025

একটা আপু লিখেছিলো ..
আমি কোনো ভুল করলে আমার হাজবেন্ড আমাকে একটা ঘরে নিয়ে যেয়ে শাসন করে, ধমক দেয়, বুঝিয়ে বলে! একদিন আমি ওকে জিঙ্গাসা করলাম তুমি সবার আড়ালে কেন আমাকে শাসন করো!
সবার সামনে কেন করো নাহ! ও বললো নিজের স্ত্রী কে কখনো অন্যের সামনে শাসন করতে হয় নাহ হোক সেটা আমার পরিবার বা তোমার পরিবার! কারো সামনেই নাহ!
তা যত বড়ই ভুল হোক নাহ কেনো! আমি যদি তোমার পরিবারের সামনে তোমাকে শাসন করি তাহলে তারা তোমাকে কথা শুনাবে! আর যদি আমার পরিবারের সামনে তোমাকে করি তাহলে তোমাকে তারা শাসন করার সুযোগ পাবে!

তোমাকে শাসন করার অধিকার শুধু আমার অন্য কারো নাহ!

লেখা : সংগৃহীত

#সীরাহ

Fake love💔 or real love❤️‍🩹
04/09/2025

Fake love💔 or real love❤️‍🩹

তুমি আমারে যতটা সস্তা তোমার চোখে দেখলা - ওতটা সস্তা আমি কোন কালেই ছিলাম না । আমি ভাবছিলাম, তুমি আমি আলাদা কি ? তোমার কাছ...
04/09/2025

তুমি আমারে যতটা সস্তা তোমার চোখে দেখলা - ওতটা সস্তা আমি কোন কালেই ছিলাম না । আমি ভাবছিলাম, তুমি আমি আলাদা কি ? তোমার কাছে দাম দেখাইয়া লাভ আছে ?

কেবল আমিই ভাবছিলাম তুমি-আমি আলাদা না ।তবে আমারে তুমি সবসময় আলাদা করেই দেখছ । আমি - থাকা না থাকায় তোমার কোনও ফারাক পড়ে না ।
আগেই বইলা দিতা, আমারে তোমার আপন ভাববার পাড়বা না !
তাইলে তুমি থাকতে থাকতেই আমি নিজের একটু গুছাইয়া লইতাম ।

এই যে হুট কইরাই আর কথা বল না , আমি ঠিক মানবার পারি না । যদি আগেই বলতা, তাহলে আমিই কথা বিনিয়ম ধীরে কমাইয়া লইতাম ।

সে আশাও করি কেমনে! তুমি তো আমারে নিয়ে কখনো ভাবই নাই , ভাবলে কি আর অতগুলো রাত উপহার দিতা!
কেমনে যে এতগুলা রাত কাটাইলাম, জানতেও আইলা না । কইলাও না , সামনের দিনগুলা কেমনে এটু ভালো থাকা যায় !

তাও আমার তোমারে নিয়ে কোনও অভিযোগ নাই , কেন জানো? তুমি না চাইতেও আমারে অনেক কিছু দিছো । একপাক্ষিক ভালোবাসা চিনাইছো, বিশ্বাস চিনাইছো, কেমনে কথা না বইলাও থাকা যায় সেটাও তুমি চিনাইছো । তুমি না থাকলে আমি কি আর এত কিছু শিখবার পারতাম ।

আমার দিন ভালোই যায় , ঘর গুছাইয়া রাখি , পুরনো জামাকাপড়গুলো মিউজিয়ামে যত্নে রাখি । আমি তোমারে কোনও অভিশাপ দিমু না , তাও ভয় লাগে - রুহুর হাই যদি লাইগা যায় ?

- তোমারই জন্যে
- সৌরভ ঘোষ

যে মেয়ে এটি পড়ছে তার জন্য 🤍🫶
04/09/2025

যে মেয়ে এটি পড়ছে তার জন্য 🤍🫶

আমি যেমন-ই হই,তবে বিশ্বাসঘা'তক নই!🖤❤️‍🩹🥰
04/09/2025

আমি যেমন-ই হই,তবে বিশ্বাসঘা'তক নই!🖤❤️‍🩹🥰

তখন শব্দের দাম ছিলো...১১ টাকার কার্ড scratch করে রিচার্জ করলে ১০০ টা 'SMS' পাওয়া যেতো।প্রতিটা massage এ শব্দ সংখ্যার lim...
04/09/2025

তখন শব্দের দাম ছিলো...
১১ টাকার কার্ড scratch করে রিচার্জ করলে ১০০ টা 'SMS' পাওয়া যেতো।

প্রতিটা massage এ শব্দ সংখ্যার limitation ও ছিলো। কথা বলতে বলতে 'SMS' ফুরিয়ে গেলেও অনলাইনে recharge করার সুযোগ হতনা। তাই প্রতিটা শব্দ খুব ভাবনা চিন্তা করে লিখতে হত। তখন একটা 's' লেখার জন্য keypad টাকে বার চারেক press করতে হত, তবু কেও বিরক্ত হতনা। massage বড় হয়ে গেলে তাকে কে'টে কু'টে ছোট করে পাঠাতে হত। তখন নামের পাশে সবুজ বাতি থাকুক বা না থাকুক তা নিয়ে ঝামেলা হতনা। অনলাইন না অফলাইন দেখার সুযোগও ছিলো না। ছিলো প্রতিটা massage এর পর দুই তিন মিনিটের অপেক্ষা, ফোনের দিকে তাকিয়ে থাকা আর মনের মধ্যে অস্থিরতা, massage এর শব্দ হলেই মনে হত এই বুঝি প্রিয় মানুষটা text করেছে কিন্তু তখন আসত অফিস থেকে বা বিভিন্ন offer এর massage তখন মন'টা সাময়িক ভাবে খারাপ হত... এভাবে অপেক্ষা করতে করতে প্রিয় মানুষ'টার massage আসত আর তখন মুখে একটা মুচকি হাসি ফুটতো আর আবেগ নিয়ে তার reply করা, কথা বলতে বলতে re-check দেওয়া কয়টা 'SMS' বাকি আছে, রাতের 'good night' আর সকালের 'good morning' বলার জন্য আলাদা করে 'SMS' বাঁচিয়ে রাখা।

তখন emoji ছিলো না, আবেগ গুলোকে অনুভবে বুঝে নিতে হত। তখন শব্দের দাম ছিলো, আবেগের দাম ছিলো, অপেক্ষার দাম ছিলো, efforts এর দাম ছিলো।। ❤️
(C p)

আমি পুরুষ মানুষ।ইচ্ছা করলে আর একটা বিয়ে করতে পারব।কিন্তু আমার এই সাড়ে চার বছরের ছোট্ট মেয়েটার কি হবে তাহলে😭😭😭??ও তো অসহা...
03/09/2025

আমি পুরুষ মানুষ।ইচ্ছা করলে আর একটা বিয়ে করতে পারব।

কিন্তু আমার এই সাড়ে চার বছরের ছোট্ট মেয়েটার কি হবে তাহলে😭😭😭??

ও তো অসহায় হয়ে যাবে 😰!
ও তো একা হয়ে যাবে 😢!!

আমার একটা ছোটখাটো রেস্টুরেন্ট আছে।
গ্রামে মোটামুটি সুন্দর বাড়িও আছে।
অভাব নেই।

তবুও আমার স্ত্রী আমাকে ছেড়ে নিজের সুখের জন্য, আরও বিলাসবহুল জীবন যাপন করার জন্য বোনের পরামর্শে আড়াই বছরের ছোট্ট মেয়েটাকে রেখে দুবছর আগে দুবাই চলে যায়।

এভাবেই কেঁদে কেঁদে নিজের স্ত্রী সন্তানের কথা বলছিলেন তিনি।

তার স্ত্রীকে তার বোন পরামর্শ দেয়,এখানে থেকে জীবন কেন নষ্ট করবি?
তার চেয়ে দুবাই চলে যা।সেখানে যেয়ে উপার্জন করে লাইফটাকে উপভোগ কর।

একদিন স্বামী বাড়িতে না থাকাকালীন, স্ত্রীর ভাই এসে তাকে নিয়ে যায়।

বাচ্চাটা তখন ছোট।
দুবাই যাওয়ার সব ব্যবস্থা হয়ে যায় তার স্ত্রীর।

স্ত্রী কে সে কোনভাবেই ছোট্ট মেয়েটাকে রেখে প্রবাসে যেতে দিতে চায় না ।

কিন্তু তার কোন কথা শোনে নি তার স্ত্রী এবং তার ভাই বোন।

তার বারংবার আকুতি মিনতিকে অগ্রাহ্য করে তার স্ত্রী চলে যায় দুবাই।

এবং সেখানে যেয়ে স্বামীর কাছে বারবার সে তালাক নোটিশ চায় ।

কিন্তু স্বামী তাকে ছাড়তে চায় না।
এত অমার্জনীয় অন্যায় করার পরেও সে স্ত্রী কে বারবার বোঝায়,তুমি চলে আস দেশে।
অন্তত আমাদের মেয়ের কথা ভেবে তুমি চলে আস।
আবার আমরা একসাথে সংসার করব।

আমি তোমাকে ছেড়ে দিলে তুমি হয়ত অন্য কাউকে বিয়ে করে সুখী হবে।
আমিও হয়ত এক সময় বিয়ে করে সুখী হব।

কিন্তু আমাদের নিষ্পাপ মেয়েটা😭😭😭?
ও তো একা হয়ে যাবে 😭!
বাবা মা থাকতেও মেয়েটাতো এতিম হয়ে যাবে 😭!!

আমরা হয়ত সুখী হব কিন্তু আমাদের মেয়েটাতো আজীবন অবহেলায় মানুষ হবে😭!

কারণ, মা বাবার মত কেউ তাকে ভালোবাসবে না।

মেয়েটার জন্য হলেও তুমি দেশে চলে আস।

কিন্তু, স্বামীর এমন কঠিন সত্য, চোখের পানিতে হাজার বার বোঝানো সত্বেও স্ত্রী সেটা বুঝতে চায় না।

সে চায় শুধু বিচ্ছেদ!
সে চায় নিজের মত সুখ!!

স্বামী আর সন্তানের ভাবনা যেন তার বিরক্তিকর অসুখ!!
এই অসুখ থেকে সে মুক্তি চায়!!

আমার বয়স ২৬। আমি একজন সরকারি কর্মকর্তা।গত শুক্রবার আমার বিয়ে হওয়ার কথা ছিল! 😭পারিবারিকভাবেই আমাদের বিয়ে ঠিক হয়েছিল,...
03/09/2025

আমার বয়স ২৬। আমি একজন সরকারি কর্মকর্তা।
গত শুক্রবার আমার বিয়ে হওয়ার কথা ছিল! 😭পারিবারিকভাবেই আমাদের বিয়ে ঠিক হয়েছিল, বরযাত্রী নিয়ে বর বেশে আমি কনের বাড়িতে উপস্থিত হই,,, সবাই আমাকে বরণ করার পর,,, বরের জায়গায় গিয়ে বসি। এক ঘন্টা হয়ে যায় বউ আর আসে না, এটা নিয়ে সবাইকে আলোচনা -সমালোচনা করতে শুনেছি। অনেকে বলছে বউ পালিয়ে গিয়েছে, আবার অনেকে বলছে বউয়ের অন্য কারো সাথে সম্পর্ক আছে, কেউ কেউ এমন বলছে কনে নাকি এই বিয়েতে রাজি ছিল না।!💔

কিন্তু আমি যখন কোণে কে জিজ্ঞেস করেছিলাম সে বলেছিল সেই বিয়েতে রাজি আছে।, এবং আমাকে তার পছন্দ হয়েছে।
কিন্তু বিয়ের দিন ঘন্টার পর ঘন্টা কেটে যায় বউ আর আসেনা, বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর শুনতে পারি বউ নাকি অ"জ্ঞান হয়ে গিয়েছে। কোনভাবেই জ্ঞান ফিরছে না। 😭

তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আমি এবং বরযাত্রী তে আসা প্রতিটা মানুষ আমরা অপেক্ষা করি ৩-৪ ঘন্টা।
তেমন কোন খবর আসেনি তবে এতোটুক একজন বলেছিল মেয়েটি নাকি অনেক দুর্বল হয়ে পরেছে, তার জন্য অ'জ্ঞান হয়ে গিয়েছে। এতোটুকুই জানতে পেরেছিলাম আমরা।

৩ থেকে ৪ ঘন্টা অপেক্ষা করার পর আমি সিদ্ধান্ত নেই এই বিয়ে করব না, আমরা সবাই বাড়ি চলে আসি।

চলে আসার পর শনিবার চলে গিয়েছে, আজ রবিবার।
কনের বাড়ি থেকে খবর নিয়ে এসেছে কাল যেন কাবিন করে, কনে কে বিয়ে করে বাড়িতে নিয়ে আসি।
তা না হলে তাদের মান-সম্মান সবকিছু শেষ হয়ে যাবে, 😢মেয়ের বাবা বলছে মেয়েটার ভবিষ্যৎ নাকি নষ্ট হয়ে যাবে 😔

কনের বাড়ি থেকে লোক আসার পর আমার পরিবার টুকটাক কথা বলে একটুটা ঝামেলা হয়,
তার কারন আমাদের ভিতরে দ্বিধা কাজ করছে মেয়েটা কেন এমন করল! সেটা কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত?
আমার পরিবার বা আমি আমরা কেউই বুঝতে পারছি না!
তাই এই বিয়ের সম্বন্ধে এখনো হ্যাঁ বা না আমি কিছু জানি না বলেছি, আমি তাদের কাছে কিছুদিন সময় চাই।

তাই আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি, এই বিয়েটা করা কি আমার ঠিক হবে? 🤔

লেখা: Sabiha Lifestyle

02/09/2025

জানি না কিভাবে জীবনের মূল্যবান সময় ব্যয় করে ফেললাম একজন মূল্যহীন মানুষের পিছে😭

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রাক্তন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share