প্রাক্তন

প্রাক্তন প্রাক্তন পেজে আপনাকে স্বাগতম ❤️❤️

😙👉পেজ ভিজিট করু👌
👉ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।
👉আপনি চাইলে আপনার স্টোরি শেয়ার করুন আমাদের পেজে।ধন্যবাদ

(29)

06/11/2025

নভেম্বর মাসে নাকি হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে আসে 🖤🌷
!

অপেক্ষায় রইলাম তবে!🕊️

05/11/2025

খুব বেশি হাসতে পছন্দ করে ৷ মন খারাপ হলে মায়ের কাছে নিজের মনের সব কথা খুলে বলে ৷ আইস্ক্রিম দেখলে লোভ সামলাতে পারে'না ৷ বিমান এর শব্দ শুনলে বারান্দায় গিয়ে দাড়ায় ৷ কারো মন খারাপ দেখলে তার কাছে গিয়ে মন খারাপের কারন জানতে চায় ৷ রাস্তায় বিড়াল এর ছানা দেখলে আদর করে ৷ ফুল দেখলে মন খুশি'তে ভরে যায় ৷ বৃষ্টি নামলে বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করে ৷ 🌷

এই রকমের মানুষ'রা খুব বেশি ভালোবাসা প্রেমি ৷ ভালোবাসা পাওয়ার জন্য তারা সব করতে পারে🤎!

আমি প্রতিদিন'ই ভাবি যে  তোমাকে আর ভালোবাসবো'না ৷ তোমার জন্য আর রাত জেগে চোখের পানি ফেলবো না ৷ তোমার একটা কল এর জন্য আর স...
04/11/2025

আমি প্রতিদিন'ই ভাবি যে তোমাকে আর ভালোবাসবো'না ৷ তোমার জন্য আর রাত জেগে চোখের পানি ফেলবো না ৷ তোমার একটা কল এর জন্য আর সারাক্ষণ বসে থাকবোনা ৷ নিজেকে এইবার ভালোবাসবো খুব করে ৷ নিজেকে এইবার সময় দেবো খুব করে ৷

তবে,এইগুলো সুধুই আমি ভাবতে পারি বাস্তবায়ন করতে পারি'নি কখনোই ৷
কারন পরিশেষে "আমি তোমায় ভালোবেসেছি"!
এই কথা'টার মাশুল আমাকে দিয়ে যেতে হবে সারাজীবন ৷ 🌷

ভালোবাসলে আসলেই দূরে থাকা যায়'না ৷ মানুষ'টার প্রতি টান'ই আমাদের তার কাছে নিয়ে যায় ✨🕊️

04/11/2025

আমি মানুষ'টা খুব রাগী, খুব অভিমানী ৷ অল্পতেই কান্না করে ফেলি, আবার মাঝে মাঝে অল্পতেই রেগে যাই ৷ কাওকে ভুল বুঝে কোন কিছু বলে দিলে পরে খুব অনুশোচনা হয় আমার ৷ কেও আমায় কিছু বললে রেগে গিয়ে দু'চারটা কথাও শুনিয়ে দেই " আবার খানিক্ষন পরে গিয়ে হাসি মুখে তাদের ক্ষমা করে দেই !
তবে এই সব বিষয়গুলোর মাঝে একটা জিনিস খুব বেশি কমন , সেটা হলো

-"আমি রেগে যাই ঠিকই তবে কেও খেয়াল করে'না আমি রেগে আছি"৷

-"আমি অভিমান করি ঠিকই তবে কেও খেয়াল করে'না যে আমি অভিমান করেছি"৷

-"আমি কান্না করি ঠিকই তবে কেও খেয়াল করে'না আমি কান্না করছি"৷

তবে সব শেষে আমিই নিজের রাগ অথবা কান্না নিয়ন্ত্রণ করি,কেও কখনো আমার মাথায় হাত রেখে বলেনি যে "কান্না করো'না আমি আছি"৷
কেও কখনো বলে'নি যে "অভিমান করো বেশি করে . আমি সেটা নিয়ন্ত্রণ করে নিবো"৷ 💙💌...!

03/11/2025

আরো একবার মানুষকে চিনলাম। অমায়িক ব্যবহার, মিষ্টি কথা, শান্ত স্বভাব, মুগ্ধ করার অপার ক্ষমতা, আর অসম্ভব ভদ্রতা, তারই আড়ালেই লুকিয়ে রেখেছে একটা কদর্য রূপ। বিশ্বাস করুন, তার এই নিচু মানসিকতা আর অন্তরের কদর্য রূপটা দেখে একটুও অবাক হইনি। আমি মনে করি মানুষ চেনা আমার কাজ নয়। মানুষ কেমন হবে সে নিজে থেকেই ঠিক চিনিয়ে দেবে, তার কাজে , তার ব্যবহারে। আসলে হয় কি, আমরা বাইরের মোড়কটা দেখেই মুগ্ধ হয়ে যাই। মিষ্টি মিষ্টি করে হেসে কথা বললেই পুরো হৃদয়টাকেই দিয়ে ফেলি। চোখ বুজে অন্ধের মতো তখন বিশ্বাস করতে থাকি। এগুলো আমাদের ভুল নয়। বিশ্বাস নিয়ে বাঁচাটা আমাদের স্বভাব। পরে ঠিক বুঝতে পারি মিষ্টিতে পরিমাণ মতো মিষ্টি থাকলে তবেই মিষ্টি খেতে ভালো লাগে। অতি মিষ্টি কখনোই মিষ্টতা বাড়ায় না, বরং মিষ্টতা নষ্ট করে। ভালো মানুষের আড়ালে তার এই খারাপ রূপ, এটা দেখে যা বুঝলাম, নিপুণ অভিনয় করতে সত্যিই ট্যালেন্ট লাগে। মুখের মিষ্টতা দেখিয়ে কীভাবে নিজের স্বার্থ চরিতার্থ করতে পারে, কতটা ছোটো মন নিয়ে উদারতা দেখাতে পারে, মানুষটার সাথে পরিচয় না হলে জানতেই পারতাম না, রিয়েল লাইফেই কত বড় বড় অভিনেতা অভিনেত্রীর সাথে আমরা চলি। এই নিকৃষ্ট মনের মানুষদের জন্য একটুও দুঃখ হয় না। যে মানুষ ভালো অনুভব করালো না, তার জন্য কেন দুঃখ পাব বলুন তো। সামান্য দু টাকার জীবনে এমন মানুষকে জমিয়ে রাখা মানেই নিজের ক্ষতি। দু এক পয়সা করে কেউ যদি খরচ হয়ে যায়, তাকে খরচের খাতাতেই রাখা ভালো।

কলমে: Sarajit Ghosh

03/11/2025

আমি যাকে ভালোবাসলাম সে ও আমাকে বলতো ভালোবাসে। আমি তো তাকে খুব বেশী ভালোবাসতাম জীবনের প্রথম ভালোবাসা বলতে গেলে। অতঃপর ৩টা বছর ভালোবাসার পথ চলছিলো হঠাৎ করেই কোনো এক কারণে ভালোবাসার সমাপ্তি গোটালো এমন অনেক বার সমাপ্তি হইয়েসে তবে আবারো পূর্ণরায় ঠিক হইয়েছে। শেষ পর্যায়ে সে আর আমার থাকলোই না কখনো বলতো না অন্য কোথাও তার মন দেওয়া আছে তবে আমি বুঝতে পারতাম যখন সব জানলাম তার জীবনে নতুন অতিথি পাখি আছে তখন নিজেকে আর সামলাতে পারলাম না। তার অতিথি পাখি আমার কাছে আমার পোষা পাখির সুনাম করতো আমি মুখ বুজে সব সহ্য করে নিতাম। আসলে মানুষ কে মন থেকে ভালোবাসলে এক বুক কষ্ট সহ্য করার ক্ষমতা রাখতে হয়। এখন যখন শুনি আমার পোষা পাখি অন্য কাউকে নিয়ে সুখের সাগরে ভাসছে তখন আমার চোখের পানিতে একটা সাগর হচ্ছে। কেনো জানি মেনে নিতে কষ্ট হচ্ছে আমাকে শুনতে হচ্ছে যে আমাদের জীবনে আপনি আইসেন না আমার প্রিয় মানুষটার প্রিয় মানুষের কাছে। আমি এখন তার কেউ না আমার আবেগের কথা সে তার প্রিয় মানুষের সাথে বলে মজা নিচ্ছে। ৩ টা বসর এ আমি তার প্রিয় হতে পারিনাই আর তিনটা মাসের ভিতরে একজন তার প্রিয় হইয়ে গেছে আর তার কাছে আমার কষ্টের কথা মজা করে বলসে। এটাই কি ভালোবাসা এটাই কি কাছের মানুষ 💔

আমি এক ধ্বংসবতী 💔🙂S

03/11/2025

সুখের মুহুর্ত সবাইকে ভাগ করে দিতে পারলেও, দুঃসময়ের মুহুর্ত একাই ভোগ করতে হয়, সৃষ্টিকর্তা বোধহয় এভাবেই সেট করে দিয়েছেন সব কিছু।

প্রতিনিয়ত তোমার শূন্যতা অনুভব করি আমি ৷ তুমি পাশে থাকলে আজকে অসম্ভব জিনিস'ও সম্ভব হয়ে যেতো ৷ উপসংহারে এসে আমি বুঝলাম,"মা...
03/11/2025

প্রতিনিয়ত তোমার শূন্যতা অনুভব করি আমি ৷ তুমি পাশে থাকলে আজকে অসম্ভব জিনিস'ও সম্ভব হয়ে যেতো ৷ উপসংহারে এসে আমি বুঝলাম,
"মানুষ মূলত একা"৷ 🖤🕊️

03/11/2025

তোমাকে ছেড়ে আসতে পেরে খুব আনন্দ হচ্ছিল ! কিন্তু পরে খেয়াল করলাম চারপাশে সুধুই তুমি ,৷
যেনো তোমার থেকে দূরে এসেও তোমার থেকে দূরে যেতে পারি'নি ৷ 🖤

02/11/2025

চোখের সামনে প্রিয় মানুষ'টি অন্য কারও হয়ে যাচ্ছে দেখা'টা এত'টাও সহজ নয় ৷ যে মানুষ'টার জন্য কাটিয়েছি শত শত নির্ঘুম রাত তাকে অন্য কারও হতে দেখা'টা এত'টাও সহজ নয় ৷ যে মানুষ'টার জন্য হাহাকার করে কেঁদেছি বহু'বার ৷ তাকে অন্য কারও হতে দেখা'টা এত'টাও সহজ নয় ৷ যাকে পাওয়ার আশায় উজাড় করে দিয়েছি নিজের হৃদয়ের সমস্ত ভালোবাসা ৷ তাকে অন্য কারও হতে দেখা'টা এত'টাও সহজ নয় ❤️‍🩹😊!

-মায়াবতী

02/11/2025

"যে থেকে যাওয়ার জন্য এসেছে, সে থেকেই যাবে "

কথা'টা সত্যি নয় ৷ একটা মানুষ যেখানে ভালোবাসার অভাব অনুভব করে, যত্নের অভাব অনুভব করে সেখানে সে কোন কালেই থাকতে পারেনা ৷ আপনি একটা মানুষ'কে নিয়মিত অবহেলা করে যাচ্ছেন, তার মিসড কল দেখেও আপনি কল ব্যাক করার প্রয়োজন বোধ মনে করেন'না ৷ এতে করে সেই মানুষ'টার মন থেকে আপনি আস্তে আস্তে উঠে যাচ্ছেন ! আপনার এত এত অবহেলা, এত এত আঘাত নিতে নিতে সে অভ্যস্ত হয়ে যায় !

ভালোবাসলে তাকে ধরে রাখুন "! যত্ন ভালোবাসা কোন কিছুর অভাব টের পেতে না দিলেই অনেক ভালোবাসা পূর্ণতা পায় 🖤🌷!

01/11/2025

হুমায়ুন ফরিদী স্যার বলেছেন ;-

চিরকাল আপনি কারো প্রিয় হয়ে থাকবেন না সময়ের সাথে সাথে মানুষের পছন্দ বদলায় ভালো লাগা বদলায় প্রিয় মানুষের নাম বদলায়✨🥀 !

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রাক্তন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share