Grow With Anam

Grow With Anam Hi! I’m Anam, a Digital Marketing & Ads Expert. Let’s grow your business together!

I help businesses grow with Facebook Ads, Google Ads, Social Media Management, and Content Creation for Advertising.

মানুষের রিজিক যে নির্ধারিত তা বুঝার জন্য এই ছবি টাই যথেষ্ট। বাইকে করে ভাইটি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন অথচ বাইক এক্সিড...
13/09/2025

মানুষের রিজিক যে নির্ধারিত তা বুঝার জন্য এই ছবি টাই যথেষ্ট। বাইকে করে ভাইটি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন অথচ বাইক এক্সিডেন্টে রাস্তায় স্পট ডেথ।

ইলিশ মাছ গুলো ঠিকই পড়ে আছে কিন্তু যে খাবে সে মানুষ টাই দুনিয়াতে নাই....

ইমাম শাফিয়ি (রাহি.) বলেন,

'যা কিছু তোমার জন্য লিখিত সেটি পাহাড়ের চূড়ায় থাকলেও তোমারই হবে। আর যা কিছু তোমার জন্য লেখা হয়নি, সেটি দুই ঠোঁটের মধ্যখানে থাকলেও তোমার হবে না।'

—কপি

তৌহিদ আফ্রিদির থেকে একটা জিনিস শিক্ষা নেন। টাকা পয়সা, পরিচিতি সবসময় আপনার কাজে আসবেনা
25/08/2025

তৌহিদ আফ্রিদির
থেকে একটা জিনিস শিক্ষা নেন। টাকা পয়সা, পরিচিতি সবসময় আপনার কাজে আসবেনা

14/08/2025

04:04 AM
স্মৃতি কি এক অদ্ভুত মায়া!🌸

এই ছবিতে একজন পুরুষ লুকিয়ে আছে, কিন্তু তাকে খুঁজে বের করা বেশ কঠিন!😛লিজেন্ড কেউ থাকলে, খুঁজতে সাহায্য করুন।
31/07/2025

এই ছবিতে একজন পুরুষ লুকিয়ে আছে, কিন্তু তাকে খুঁজে বের করা বেশ কঠিন!😛

লিজেন্ড কেউ থাকলে, খুঁজতে সাহায্য করুন।

"ফ্রম সি টু সি – আ বোতল অফ হোপ ফর গা*জা" – এই নামেই চলছে এক নীরব বিপ্লব।গা*জা*য় যখন শিশুদের অনাহার আর অপুষ্টিতে মৃত্যু হ...
24/07/2025

"ফ্রম সি টু সি – আ বোতল অফ হোপ ফর গা*জা" – এই নামেই চলছে এক নীরব বিপ্লব।
গা*জা*য় যখন শিশুদের অনাহার আর অপুষ্টিতে মৃত্যু হচ্ছে, যখন হাসপাতালের মেঝেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে শত শত নিরীহ প্রাণ, তখন মিশরের সৈকত থেকে এবং লিবিয়ার বেলাভূমি থেকে ছোট ছোট বোতলগুলো ভেসে যাচ্ছে অজানা গন্তব্যে, যদি ঢেউয়ের দোলায় সেগুলো পৌঁছে যায় গা*জা*র ক্ষুধার্ত উপকূলে! বোতলের ভেতর আছে শুকনো খাবার—চাল, ডাল, খেজুর, বাদাম। এগুলো কোনো বিলাসবহুল উপহার নয়, বরং বেঁচে থাকার শেষ আকুতি।

প্রশ্ন জাগে, আরব বিশ্বের ক্ষমতাধররা কোথায়? যে মুসলিম দেশগুলোর সম্পদের প্রাচুর্য আকাশচুম্বী, যাদের এক ইশারায় পৃথিবীর মানচিত্র বদলে যেতে পারে, তারা কেন আজ নীরব? কেন তাদের রাজপ্রাসাদের আরামদায়ক শীতল কক্ষে বসে গা*জা*র শিশুদের আর্তনাদ শোনা যায় না? যখন ফি*লি*স্তি*নি মায়েরা তাদের মৃত সন্তানের নিথর দেহ বুকে ধরে বিলাপ করছেন, তখন এই আরব নেতাদের কানে কি সেই আওয়াজ পৌঁছায় না?

এই বোতলগুলো হয়তো একদিন গা*জা*র উপকূলে পৌঁছাবে, কিন্তু আরব বিশ্বের বিবেকের তীরে কবে আছড়ে পড়বে সহমর্মিতার ঢেউ?

টাকা তুলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা বলা যুবক গ্রেপ্তার।
24/07/2025

টাকা তুলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা বলা যুবক গ্রেপ্তার।

22/07/2025

তারা ৫০+ লাশ বের করছে অথচ নিউজ হয় ২০ জন।
আমরা এমন কেন?

20/07/2025

শুনছিলাম বন বিভাগের কথা।

জামতলা সী বিচ- সুন্দরবন

18/07/2025

৮ বছর ধরে ঢাকা পড়াশোনা করে "আলহামদুলিল্লাহ! সোনার হরিণ পেলাম"-ভাবলাম সরকারি চাকরি পাইছে!
গিয়ে দেখি Facebook মনিটাইজেশন পাইছে..🙂

শান্তিতে সংগ্রামে সমূদ্রে দুর্জয় বঙ্গোপসাগরে যুদ্ধ জাহাজে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা...
07/06/2025

শান্তিতে সংগ্রামে সমূদ্রে দুর্জয়
বঙ্গোপসাগরে যুদ্ধ জাহাজে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা...

27/05/2025

প্রসঙ্গ সচিবালয়ঃ-
দুর্নীতি করলেই বরখাস্ত, এই সিদ্ধান্তের বিরোধিতা করা মানেই আপনি দুর্নীতিবাজ!

27/05/2025

আগামীকাল অথবা ২৮ তারিখ সূর্যাস্তের আগেই সবাই চুল, দাঁড়ি, নখ যার যা কাঁটা লাগবে কেটে নিবেন।
জিলহজ্জ মাসের প্রথম ১০ দিন চুল ও নখ কাটা থেকে বিরত থাকবেন।

রাসূল (ﷺ) বলেন,
❝তোমাদের কেউ জিলহজ্জ মাসের চাঁদ দেখলে এবং কুরবানি করার ইচ্ছা করলে, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে।❞

[ সহীহ মুসলিম : ১৯৭৭ ]

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Grow With Anam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share