24/07/2025
"ফ্রম সি টু সি – আ বোতল অফ হোপ ফর গা*জা" – এই নামেই চলছে এক নীরব বিপ্লব।
গা*জা*য় যখন শিশুদের অনাহার আর অপুষ্টিতে মৃত্যু হচ্ছে, যখন হাসপাতালের মেঝেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে শত শত নিরীহ প্রাণ, তখন মিশরের সৈকত থেকে এবং লিবিয়ার বেলাভূমি থেকে ছোট ছোট বোতলগুলো ভেসে যাচ্ছে অজানা গন্তব্যে, যদি ঢেউয়ের দোলায় সেগুলো পৌঁছে যায় গা*জা*র ক্ষুধার্ত উপকূলে! বোতলের ভেতর আছে শুকনো খাবার—চাল, ডাল, খেজুর, বাদাম। এগুলো কোনো বিলাসবহুল উপহার নয়, বরং বেঁচে থাকার শেষ আকুতি।
প্রশ্ন জাগে, আরব বিশ্বের ক্ষমতাধররা কোথায়? যে মুসলিম দেশগুলোর সম্পদের প্রাচুর্য আকাশচুম্বী, যাদের এক ইশারায় পৃথিবীর মানচিত্র বদলে যেতে পারে, তারা কেন আজ নীরব? কেন তাদের রাজপ্রাসাদের আরামদায়ক শীতল কক্ষে বসে গা*জা*র শিশুদের আর্তনাদ শোনা যায় না? যখন ফি*লি*স্তি*নি মায়েরা তাদের মৃত সন্তানের নিথর দেহ বুকে ধরে বিলাপ করছেন, তখন এই আরব নেতাদের কানে কি সেই আওয়াজ পৌঁছায় না?
এই বোতলগুলো হয়তো একদিন গা*জা*র উপকূলে পৌঁছাবে, কিন্তু আরব বিশ্বের বিবেকের তীরে কবে আছড়ে পড়বে সহমর্মিতার ঢেউ?