AnAm

AnAm আপনি কি আমাকে নিয়ে বিভ্রান্ত? প্রশ্ন অনুমোদিত কিন্তু আমাকে জিজ্ঞাসাবাদ করবেন না

শান্তিতে সংগ্রামে সমূদ্রে দুর্জয় বঙ্গোপসাগরে যুদ্ধ জাহাজে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা...
07/06/2025

শান্তিতে সংগ্রামে সমূদ্রে দুর্জয়
বঙ্গোপসাগরে যুদ্ধ জাহাজে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা...

হয়তো একটা আলিঙ্গনের প্রয়োজন ছিল,তোমাকে না হারানোর জন্য, কিন্তু আমি চুপ করে রইলাম!নিজের চোখের জল মুছে দিলাম এবং এমনভাবে থ...
04/06/2025

হয়তো একটা আলিঙ্গনের প্রয়োজন ছিল,তোমাকে না হারানোর জন্য, কিন্তু আমি চুপ করে রইলাম!নিজের চোখের জল মুছে দিলাম এবং এমনভাবে থাকলাম যেন আমি পুরোটা সময় ঠিক ছিলাম।

27/05/2025

প্রসঙ্গ সচিবালয়ঃ-
দুর্নীতি করলেই বরখাস্ত, এই সিদ্ধান্তের বিরোধিতা করা মানেই আপনি দুর্নীতিবাজ!

27/05/2025

আগামীকাল অথবা ২৮ তারিখ সূর্যাস্তের আগেই সবাই চুল, দাঁড়ি, নখ যার যা কাঁটা লাগবে কেটে নিবেন।
জিলহজ্জ মাসের প্রথম ১০ দিন চুল ও নখ কাটা থেকে বিরত থাকবেন।

রাসূল (ﷺ) বলেন,
❝তোমাদের কেউ জিলহজ্জ মাসের চাঁদ দেখলে এবং কুরবানি করার ইচ্ছা করলে, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে।❞

[ সহীহ মুসলিম : ১৯৭৭ ]

19/05/2025

প্লিজ নেশা করবেন না।

এই গরমে সুস্থ থাকতে যা করবেন:✨ হালকা রঙের পোশাক পরুন: সাদা বা হালকা রঙের কাপড় গরম কম অনুভব করতে সাহায্য করবে।✨ ছাতা ব্যব...
11/05/2025

এই গরমে সুস্থ থাকতে যা করবেন:

✨ হালকা রঙের পোশাক পরুন: সাদা বা হালকা রঙের কাপড় গরম কম অনুভব করতে সাহায্য করবে।

✨ ছাতা ব্যবহার করুন: বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখুন।

✨ পর্যাপ্ত পানি ও লেবুর শরবত পান করুন:

বেশি করে পানি পান করুন।

লেবুর শরবত খান, সামান্য লবণ ও চিনি মিশিয়ে।

✨ তরমুজ খান: এটি শরীরের পানিশূন্যতা দূর করতে সহায়ক।

✨ হালকা খাবার খান: অতিরিক্ত তেল ও মসলা জাতীয় খাবার এড়িয়ে চলুন।

✨ ওরস্যালাইন গ্রহণ করুন: অতিরিক্ত ঘাম হলে, আধা লিটার পানিতে ওরস্যালাইন গুলে পান করুন।

গরমের দিনে সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন।

10/05/2025

প্রান্তিক গ্রামের এক শান্ত সকাল।

টাটকা শাক-সবজির ঘ্রাণ, মাটির উষ্ণতা আর মানুষের আন্তরিকতা মিশে আছে এই ছোট্ট বাজারটিতে। এখানে প্রতিটি সকাল শুরু হয় জীবনের সরল ছন্দে।
.
.
.
.

Melody of Nature - Composer: Zakhar Valaha (BMI IPI # 0086614911)

07/05/2025

ভারত-পাকিস্তানের প্রতি অনুরোধ থাকবে;
আপনারা বল করলে স্ট্যাম্প বরাবর করবেন!

ওয়াইড হইলে কিন্তু আমরা শেষ!

28/04/2025

পৃথিবীর সেরা সব শব্দের গুলোর মধ্যে একটা হলো,টিনের চালে বৃষ্টির শব্দ!

Pookie 🎀
21/04/2025

Pookie 🎀

শুনেছি কাঠগোলাপ নাকি তোমার পছন্দের ফুল🌸
19/04/2025

শুনেছি কাঠগোলাপ নাকি তোমার পছন্দের ফুল🌸

06/04/2025

অনেকেই বলছে আর কিছুক্ষণ পর গাজা একাবারেই শেষ হয়ে যাবে।

কেনো এমন বলছেন? পবিত্র কোরআন এ আছে এই সম্প্রদায়ের মানুষজন একদিন স্বাধীন হবে,ইমাম মাহাদি আসবেন ঈসা (আঃ) আসবেন, তাই গা-জাবাসীদের মুছে দেওয়া সম্ভব নয়। গাজাবাসী কখনো মুছে যাবেনা। ধর্মীয় দৃষ্টিকোন থেকে দেখলে, বলতে হয়। গাজা বা ফিলিস্তিন কখনো মুছবেনা, কারণ ইমাম মাহদি আসা পর্যন্ত তারা স্ট্রাগল করে যাবে। আর হ্যা গাজাবাসীর ঈমান আপনার আমার থেকে অনেক শক্তিশালি। মনে রাখবেন মুমিনরা হতাশ হয়না। তারা আল্লাহর উপর ভরসা করে। আশা করি হতাশ হবেননা, গাজাবাসীর জন্য দোয়া করতে থাকুন। এবং তাদের দেখে শিক্ষা নিতে হবে। তাদের ধৈর্য তাদের ঈমানী পরীক্ষা সবকিছু দেখে আমাদেরকে শিখতে হবে।

গা'জাবাসীর জন্য সবাই দোয়া করুন আল্লাহতালা হেফাজত করুক তাদেরকে আমীন ।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when AnAm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category