Easir Arafat

Easir Arafat স্বপ্নকে বাস্তবতায় রূপ দেওয়ার জন্যে প্রয়োজন অধ্যাবসায় , অদম্য ইচ্ছাশক্তি, চেষ্টা আর পরিশ্রম।

25/12/2024

ডিসেম্বরে মানুষ আনন্দ করে আর সম্পর্ক নষ্ট হয়...ব‍্যক্তিগত, পেশাগত

অনেকেই ভুল বুঝতেছে। ভুলভাল পোস্ট দিচ্ছে। ভুল ম্যাসেজ শেয়ার দিচ্ছে। আসলে মূল বিষয়টা হলো: পল্লী বিদ্যুৎ সমিতির এমপ্লয়ীগণ...
26/08/2024

অনেকেই ভুল বুঝতেছে। ভুলভাল পোস্ট দিচ্ছে। ভুল ম্যাসেজ শেয়ার দিচ্ছে। আসলে মূল বিষয়টা হলো:
পল্লী বিদ্যুৎ সমিতির এমপ্লয়ীগণ কখনোই গ্রাহক ভোগান্তির পক্ষে না।
আমরা কোনো কর্ম বিরতিতে যাচ্ছি না। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অমানবিক শোষণ, নিপীড়ন এবং অতিরিক্ত কাজের চাপ থেকে সাময়িক বিশ্রাম নেয়ার লক্ষ্যে আগামী বুধবার হতে শুধুমাত্র পল্লী বিদ্যুৎ সমিতির এমপ্লয়িরা ০১ সপ্তাহ বা ১০ দিনের ছুটি নিচ্ছি।
"কিন্তু তারা বিদুৎ লাইন বন্ধ করে ছুটিতে চলে যাবেন- এমনটা না। বিদ্যুৎ লাইন চালু রেখেই আমরা ছুটিতে যাবো।"
তবে এই ০৭ দিন বিদ্যুৎ সংক্রান্ত যাবতীয় সেবা দিবে BREB (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড) এর SOD (সিস্টেম অপারেশন ডিপার্টমেন্ট) ডিপার্টমেন্ট + BREB (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড) এর কর্মকর্তা-কর্মচারী, সহকারী পরিচালক, উপ পরিচালক, পরিচালক, সহকারী প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, প্রধান প্রকৌশলী মহোদয়গন + ঠিকাদার।
যেমন: কোথায় আগুন লাগলো, তার ছিড়ে গেলো, ফিডার ট্রিপ করলো, উপকেন্দ্রে ফল্ট হলো, ট্রাকের ধাক্কায় খুটি ভেঙ্গে গেলো, ঝড়-বৃষ্টিতে ইন্সুলেটর ক্রাক করলো, ট্রান্সফরমার নষ্ট হলো, মিটার নষ্ট হলো, ফিডার ইন্টারাপসন হলে ০৭ দিন জনগনকে সেবা দিবে BREB (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড) এর এমপ্লয়িগন।
শুধুমাত্র এই ০৭ দিন ছুটিতে থাকবেন PBS (পল্লী বিদ্যুৎ সমিতি) এর এমপ্লয়িগন।

ধন্যবাদ।

Easir Arafat

19/03/2024

প্রায়োরেটি বুঝো? অগ্রাধিকার দেয়া। ওইটা না দিলে কারোর লাইগা আমি আমার মূল্যবান এনার্জি নষ্ট করি না, এবার সে আমার যতোই কাছের লোক হোক। আমার কাছে প্রায়োরিটি অনেক গুরুত্বপূর্ণ। হাজারটা সমাধান, হাজারটা আইডিয়া, গলা অব্দি ডুবে যাওয়া কাদার কুয়ো থেকে বেরোবার হাজারটা পথ জানা থাকলেও সবার সাথে তা আমি শেয়ার করি না।

আমি প্রথমে ছোট ছোট বিষয় দিয়ে আশপাশের মানুষের গুরুত্বের বিষয়টা যাছাই করি। প্রতিদান আশা করি আমি। উহুঁ, আমি যা দিতেছি তার চেয়ে একচিমটিও বেশি না। আমি যা ইনভেস্ট করি তার সিকিভাগ হলেও ফেরৎ যদি কেউ না দেয়, কৃতজ্ঞতাবোধ না দেখায়, তাইলে তার পিছনে আমার সময় ব্যায় করার প্রয়োজনবোধ মনে করি না। হোক সেটা শ্রম, মেধা, সুযোগ, পরামর্শ, অর্থ, অথবা
মানুসিক সাপোর্ট দিয়ে।

যখন দেখি কারোর পিছনে নিজের এনার্জি নষ্ট করার পর বিপরীতে দিকের লোকটার সামান্য পরিমান সিরিয়েসনেসের মাঝে, গুরুত্বের মাঝে, এটেনশানের মাঝে, প্রায়োরেটির কোন অংশে আমি থাকি না। তখন সে স্থান আমি ত্যাগ করি। ওটা আমার প্লাটফর্ম না।

নূন্যতম কৃতজ্ঞতাবোধ আশা করা খারাপ কিছু না। সেই সমান্য কৃতজ্ঞতাও যদি ফেরৎ না পাই তাহলে তাদের পিছনে শ্রম, সময় ব্যায় করার কোন মানে নাই। যারা আমার এর্ফোটকে সম্মান দেয়, মূল্য দেয় শুধু তাদের জন্যেই আমি আমার এনার্জি নষ্ট করি। যাদের ভিতরে উপকারীর জন্য কৃতজ্ঞতাবোধ আছে, তাদের জন্য গলা অব্দি জলে নামতেও আমার কোন আপত্তি নাই।

Md Easir Arafat

12/03/2024

যাদের অনেকটা পথ একসাথে হেঁটেও একসাথে থাকা হলো না, যারা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেও মন জোগাতে পারলো না প্রিয় মানুষের, যারা নিজেকে ঠিক প্রমাণ করার হাজার চেষ্টা করেও খারাপ হয়ে রয়ে গেল লোকসমাজে, যারা অনন্ত অপেক্ষার শেষে পেলো বুক ভরা দীর্ঘশ্বাস, যারা একটু ভালো থাকতে চেয়ে পেলো শুধু কষ্ট আর যন্ত্রণা, যারা নিজের কাছের সম্পর্কগুলোকে আগলে রাখার প্রাণপন চেষ্টা করেও টুকরো টুকরো হতে দেখলো সবটুকু; তাদের মধ্যে চলে এলো একটা অদ্ভুত গা-ছাড়া ভাব।

তারা আর কোথাও জড়িয়ে পড়লো না সহজে। তারা আর আগের মতো মন থেকে কিছু চাইলো না নিজের জন্য। আগের মতো উৎসাহ রইলো না, আনন্দ রইলো না, দুঃখ ও রইলো না।

কিছুতেই কিছু যায় আসলো না আর তাদের। কেউ যেন ভিতর থেকে অসাড় করে দিলো তাদের। আসলে এসো, বসলে বসো, গেলে যাও, না ফিরলে না ফেরো...

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Easir Arafat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Easir Arafat:

Share