
28/04/2024
ম্যানিব্যাগ হারিয়ে গেছে ---------
মিস্ত্রিপাড়া, আরাফাত মসজিদ, মতলেবের মোড়, গফফারের মোড়, জাহিদুর রহমান সড়ক, সবেদাতলার মোড় হয়ে নিরালার রাস্তায় একটি মানিব্যাগ হারিয়ে গেছে। মানিব্যাগে বেশি টাকা ছিলো না। তবে কিছু দরকারি ডকুমেন্টস ছিলো। যেমনঃ আইডি কার্ড, সিম, ভিসা কার্ড, কিছু মেমো। মানি ব্যাগে আমার মা, বাবা ও আমার ছবি রয়েছে। যদি কেউ পেয়ে থাকেন তাহলে তাকে পুরস্কৃত করা হবে।
মোবাইলঃ ০১৯৫৬৬৪৭৯০৯