বাবুমশাই

বাবুমশাই I make people smile..🤡


Instagram : _rupofficial95
YouTube : Rupofficial
(9)

15/09/2025

আমার ৩ বছরের কাজিন আমারে নতুন একটা গান শিখাইছে " গোলাপ ফুলের কাঁটা আমার বন্ধু হলো পা'ঠা "🙂

15/09/2025

কিছু পথ বাইকে এসে বৃষ্টিতে আটকে একটা মসজিদের বারান্দায় আশ্রয় নিয়েছি, এক পাশে আমি আর বাইক চালক অপর পাশে অচেনা এক ভদ্র লোক।

ভদ্রলোক ফোনে বলছেন " আরো ৪ লাখ লাগবে, এত কমে চাকরি হবে না, সাইন করবে, কতগুলো মন্ত্রানালয় পেরিয়ে আসে জানো , তুমি এখন আরো ২০ হাজার পাঠাও " দেখতে দেখতে আরো একটা ফোন এলো সেটাও চাকরি।

ভদ্রলোকের কত্ত লম্বা হাত দেখে বোঝাই যায় না।
অথচ লোকে আমারে হু'দাই বড়লোক ভাবে 🙂

আমি অনেক স্বাস্থ্য সচেতনmeanwhile মাঝরাতে আমি 🙂
14/09/2025

আমি অনেক স্বাস্থ্য সচেতন
meanwhile মাঝরাতে আমি 🙂

14/09/2025

আমাকে মাঝেমধ্যেই দুই এক জন কমেন্ট করেন "সুখী মানুষ" কিন্তু সত্যি বলতে পৃথিবীর কেউ সুখী না।

কেন সুখী না? কারণ আমাদের চাহিদার পরিমাণ কমে না।
আজ যে জিনিস গুলোর জন্য আমি আফসোস করছি , ভাবছি ইশ আমার যদি এটা এটা থাকতো তাহলে জীবনে কোনো কষ্টই থাকতো না।

কিন্তু সত্যি বলতে কি জানেন ঐ জিনিস গুলো পেয়ে গেলে হয়তো আমরা কয়েক দিনের জন্য সুখী মানুষের ভং ধরবো
এরমধ্যেই আমাদের নতুন চাহিদা তৈরি হয়ে যাবে। এই ধরুন আমাকে দিয়েই উদাহরণ দেই, একসময় আমি ভাবতাম আমার যদি একটা ল্যাপটপ থাকতো ওমুকের মত
কত ভালোই না হতো, আমার ল্যাপটপ এলো কিছুদিন পর মনে হলো একটা যদি Dslr ক্যামেরা হতো কি দারুণ দারুন ছবি হতো ভিডিও হতো, অথচ বর্তমানে সেটাকে আমি ছুঁয়ে
দেখি না।

এখন আমার চাহিদা ভিন্ন উদ্দেশ্য ভিন্ন। যতই আপনি কমেন্ট বক্সে লেখেন আমার যা কিছু আছে তাই নিয়েই সুখি কোন একটা মুহূর্তে আপনার কিছু চাহিদা হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠে সব কিছু এলোমেলো করে দেবেই।

হ্যাঁ আমরা ততক্ষণ সুখী যতক্ষণ নিজের মনকে নিজের
আয়ত্তে রাখতে পারবো ,যেটা কষ্টসাধ্য এবং স্থায়িত্ব কম।
আর একটা কথা কি জানেন মানুষ আপনার সুখের চেয়ে
দুঃখ দেখে আনন্দ পায়, আপনার অধঃপতন দেখে আনন্দ পায়, আপনাকে ভুল প্রমাণ করে আনন্দ পায়। তাই প্রয়োজন কি ফ্রিতে এত আনন্দ দেওয়ার? এরচেয়ে সুখের গল্প শুনান , শত কষ্টেও মুখে একটা ভালো আছি হাসি রাখুন। কাটা ঘায়ে নুনের ছিটা লাগানোর চেয়ে নিশ্চুপে নিজের ঘা নিজেই সেরে নেওয়া ভালো।

কেউ সুখী না, আপনিও না, আমিও না
সুখ জিনিসটা বড্ড আপেক্ষিক 😊

সরি আমার ভিডিওতে তো আমার মা কে দেখা গেছে, আপনারাও দেখুন আমার মাকে, আর কেমন দেখলেন সেটাও জানাবেন। ভালো লাগলে ভ্লগটা শেয়ার...
14/09/2025

সরি আমার ভিডিওতে তো আমার মা কে দেখা গেছে, আপনারাও দেখুন আমার মাকে, আর কেমন দেখলেন সেটাও জানাবেন। ভালো লাগলে ভ্লগটা শেয়ার করে দেবেন 😌

If না আমার শরম করে had a face 😁
14/09/2025

If না আমার শরম করে had a face 😁

আমার মনে হয় পোশাক এবং ব্যবহার অনেকের মাঝে আপনাকে আলাদা করে তোলে। যে কোন অনুষ্ঠানে একটু ইউনিক কিছু নিজের জন্য কেনা বা তৈর...
13/09/2025

আমার মনে হয় পোশাক এবং ব্যবহার অনেকের মাঝে আপনাকে আলাদা করে তোলে।

যে কোন অনুষ্ঠানে একটু ইউনিক কিছু নিজের জন্য কেনা বা তৈরি করানো আমার বহু পুরানো অভ্যাস। একটা হ্যান্ড পেইন্টের পাঞ্জাবি , শাড়ি যেটাই বলুন আপনার লুক এক পলকে পাল্টে দিতে পারে, অনেকটা স্নিগ্ধ করে তুলতে পারে আপনাকে। ফতুয়া পর্যন্ত আমি কাস্টমাইজড করেছিলাম হ্যান্ডপেইন্টের, একদিন বোধহয় শার্ট ও করবো, এমনকি টাকা জমিয়ে রুমে পেইন্টিং ই লাগিয়েছি , প্লাস্টিকের প্রিন্ট করা বোর্ড না। এতটা পছন্দ আমার। আফসোস আমি নিজে টুকটাক আঁকতে পারলেও কাপড়ে পারি না।
পাঞ্জাবি from
ফুল জাহেরা - 𝗢𝗻𝗹𝗶𝗻𝗲 𝗦𝗵𝗼𝗽

13/09/2025

নারকেল দিয়ে আমড়ার টক খেয়ে
কেওড়া পাড়তে চলে গেলাম বনে 😌

12/09/2025

প্রতিদিন ৪/৫ টা করে স্টোরি দেওয়া বড্ড ঝামেলার কাজ কিন্তু কিচ্ছু করার নেই , দু বেলা দু মুঠো ভাত তো খাওয়া লাগে তার উপর আবার পটল ৬০ টাকা কেজি 😒

12/09/2025

ওয়েলকাম টু ফেসবুক 🥹

নতুন একটা ভ্লগ পোস্ট করেছি ইউটিউবে মন চাইলে দেখতে পারেন।লিংক কমেন্ট বক্সে 🖤
11/09/2025

নতুন একটা ভ্লগ পোস্ট করেছি ইউটিউবে
মন চাইলে দেখতে পারেন।
লিংক কমেন্ট বক্সে 🖤

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাবুমশাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share