বাবুমশাই

বাবুমশাই I make people smile..🤡


Instagram : _rupofficial95
YouTube : Rupofficial
(12)

এটা হচ্ছে All about বাবুমশাই । 🤓gift আমি আবার এত ট্যালেন্টেড নই।
16/10/2025

এটা হচ্ছে All about বাবুমশাই । 🤓
gift আমি আবার এত ট্যালেন্টেড নই।

16/10/2025

এবার আর কোনো মোটিভেশনাল পোস্ট দেবো না।
শুধু fr, idk, iykyk করতে আসিস।☺️

15/10/2025

ভাবিইইই 😟

15/10/2025

মানে রিপন মিয়াই বাংলাদেশে একমাত্র ব্যক্তি যে বাবা মা কে দেখেনা আর তোমরা সবাই ফেরেশতা।

ফেসবুকে আসবা ভিডিও দেখবা টাইম পাস করবা কাহিনী শেষ একটা মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে এত মাথা ব্যথা কেন? মাথা ব্যথা কারণ সে ফেমাস, সে ইনকাম করে, বহু
মানুষ তাকে পছন্দ করে।

আমাদের আবেগ নিয়ে খেলছে। তুমি এত আবেগি কেন?
তোমারে বলছে আমাকে ভালো মনে করো, আমারে সিমপ্যাথি দেখাও? তোমরা নিজেরাই যেখানে সেখানে আবেগ ঢেলে দাও আর বলো বিশ্বাস করে ঠকছি।

আর একদল আছে যে যখন ফেম পায় তারে ধরে এনে ভিডিও করে কি গলায় গলায় সম্পর্ক।যখনই সে বাঁ'শ খায়
তখনই আবার তার বিরুদ্ধে ভিডিও বানায়।মানে যেভাবেই হোক ডলার আসতে হবে।

তোমার বাড়ির পাশে বা তুমি বা তোমার এলাকায় এমন অনেক পরিবার আছে যেখানে বাবা মা কে ভাত ও দেয় না
সাহস থাকলে সেটার প্রতিবাদ করো, ক্ষমতা থাকলে বৃদ্ধাশ্রম গুলোতে সহযোগিতা করো , দেখো হয়তো তোমারই বাবা মা তোমার দাদা দাদীর উপর বিরক্ত অথবা তুমিই তোমার বাবা মার উপর।

কিন্তু এসবে তোমার লেনাদেনা নাই
কারণ মানুষ পিছনে কথা বলতে বেশি পছন্দ করে।আর বিশেষ করে কমেন্টবক্সে।যে কথাগুলো হরহামেশাই কমেন্টে বলে দেয় তার ৯০% ই একই মানুষের মুখোমুখি দাঁড়িয়ে
বলতে পারবে না।

আমি বাবা মাকে না দেখাটা নরমালাইজ করছি না কিন্তু কিছু মানুষ এমন ভাবে একজনের পিছনে পড়েছে যেন কয়েক দিন পর বাবা মাকে না দেখা একমাত্র ব্যক্তি হিসাবে গিনেস বুকে তার নাম উঠবে।

পারোও ভাই!!

15/10/2025

যেভাবে দেখো, সেভাবেই বাঁচো।।

14/10/2025

ভাবলে তো আর ১৬ তারিখের Hsc রেজাল্ট পাল্টাবে না, এরচেয়ে ভাবতে পারো রিপন মিয়া কেন বাবা মা কে ভাত দেয় না, আর তনি কেন এত তাড়াতাড়ি বিয়ে করলো।

ধন্যবাদ দিতে হবে না 😌

14/10/2025

That অতৃপ্ত আত্মা 🙂

13/10/2025

এই বাসায় আগে এমন সমস্যা হয়নি।

13/10/2025

যদি আমার কোনো পোস্ট আপনার খারাপ লাগে তাহলে আপনার সম্পূর্ণ অধিকার আছে হাতের ফোনটা ফ্লোরে আ'ছাড় মা'রার ☺️

12/10/2025

আমার অনেক গুলো খারাপ অভ্যাসের মধ্যে একটা হলো মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলা।

এবং এটা আমি ইচ্ছে করেই করি। আমি যখনই বুঝবো আপনি আমার মানসিক অশান্তির কারণ হচ্ছেন আমি কিছু বলার থাকলে বলে কেটে পড়বো, কিছু না বলার থাকলে
চুপচাপ কেটে পড়বো। তাতে আপনি আমার যত কাছের বন্ধু আত্মীয়, প্রতিবেশী , ফ্যামিলি মেম্বার যেটাই হন।

২০১৯ এর দিকে আমারই বড়ভাই এর( কাজিন) ওয়াইফের কাজ ছিলো রোজ আমাকে নক করে বলা শোন না তোকে নিয়ে ওমুক এটা বললো, তোকে নিয়ে তমুক এটা বললো, তুই নাকি এমন করেছিস, ওমন করেছিস।

বিষয়টা দিনদিন এতই বাড়তে লাগলো আমি প্রতিদিন ওগুলো নিয়ে ভাবতাম, রাগারাগি করতাম, বিরক্ত হতাম তাদের আবার কল করে রাগারাগি করতাম, কবে দেখলে এমন, কেন বললে এসব।এরপর হঠাৎ আমি ভদ্রমহিলার সাথে যোগাযোগ বন্ধ করলাম, ম্যাসেজ সিন তো দূর ব্লক করলাম, কল রিসিভ করাও বন্ধ করলাম।আস্তে আস্তে কল আসা বন্ধ হয়ে গেলো।

আস্তে আস্তে প্রতিদিন মন খারাপ হওয়া, প্রতিদিন রাগারাগি করাটাও কমে গেলো।দেখুন আপনাকে নিয়ে মানুষ কিছু বলছে এবং এই সংবাদ সবসময় আপনার কাছে পৌছাতে হবে এটার কোনো গুরুত্ব নাই।এটাকে অভ্যাসে পরিণত করলে দেখবেন আপনার অর্ধেক শান্তি শেষ এরচেয়ে মানুষ কে তাদের মত বলতে দিন, আপনি জানছেন না শুনছেন না ঝামেলা ক্ষতম।

আজ যে আপনার খুব প্রিয় হয়ে তাদের খবর আপনাকে এনে দিচ্ছে কাল সে তাদের সাথেই আপনাকে নিয়ে বিচিং করছে না সেটার গ্যারান্টি কি?😁

এতটুকুই 🖤
12/10/2025

এতটুকুই 🖤

12/10/2025

যদি সেলসম্যান ভাইয়ারা Honest হতো 😐

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাবুমশাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share