NAYEM AHMED

NAYEM AHMED বাপের হোটেলে খাই...মায়ের কোলে ঘুমাই

Nayem Ahmed
26/05/2025

Nayem Ahmed

আমার গ্রামে আমি ছিলাম স্বনামধন্য টেলিভিশন ইঞ্জিনিয়ার! একবার একজনের টিভি মিউট হয়ে যাওয়ার পর কোনো যন্ত্রপাতি ছাড়াই খালি হাতে সেটা ঠিক করে ফেলেছিলাম। হাতের এক থাবায় কত রেডিও ক্যাসেট সেরে দিয়েছি তার কোনো হিসাব নাই। কারো বাড়িতে কাট আউটের ফিউজ কেটে গেলেই আমার ডাক পড়ত!

ভাবি, চাচীদের ইমো একাউন্ট খুলে ইমো ইঞ্জিনিয়ারের খেতাব পেয়েছি আরও অন্তত ১০ বছর আগে। এক কাকি তো তার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছিলেন! এক বৌদি প্রস্তাব নিয়ে এসেছিলেন তার বোনের জন্য!

মুরুব্বিদের মোবাইলের রিংটোনের সাউন্ড বাড়িয়ে দেওয়ায় অনেক মুরুব্বিই আমাকে মোবাইল ইঞ্জিনিয়ার হিসেবে চিনত। এক দাদার ফোনের ব্রাইটনেস বাড়িয়ে দেওয়ার পর উনি বলেছিলেন, "এই ছেলে বাংলাদেশে জন্মগ্রহন করে ধরা খাইয়া গেছে! ইউরোপ আমেরিকায় জন্মাইলে নির্ঘাত বিল গেটস হইত!"

আমার গ্রামে আমি ছিলাম স্বনামধন্য টেলিভিশন ইঞ্জিনিয়ার! একবার একজনের টিভি মিউট হয়ে যাওয়ার পর কোনো যন্ত্রপাতি ছাড়াই খালি হ...
26/05/2025

আমার গ্রামে আমি ছিলাম স্বনামধন্য টেলিভিশন ইঞ্জিনিয়ার! একবার একজনের টিভি মিউট হয়ে যাওয়ার পর কোনো যন্ত্রপাতি ছাড়াই খালি হাতে সেটা ঠিক করে ফেলেছিলাম। হাতের এক থাবায় কত রেডিও ক্যাসেট সেরে দিয়েছি তার কোনো হিসাব নাই। কারো বাড়িতে কাট আউটের ফিউজ কেটে গেলেই আমার ডাক পড়ত!

ভাবি, চাচীদের ইমো একাউন্ট খুলে ইমো ইঞ্জিনিয়ারের খেতাব পেয়েছি আরও অন্তত ১০ বছর আগে। এক কাকি তো তার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছিলেন! এক বৌদি প্রস্তাব নিয়ে এসেছিলেন তার বোনের জন্য!

মুরুব্বিদের মোবাইলের রিংটোনের সাউন্ড বাড়িয়ে দেওয়ায় অনেক মুরুব্বিই আমাকে মোবাইল ইঞ্জিনিয়ার হিসেবে চিনত। এক দাদার ফোনের ব্রাইটনেস বাড়িয়ে দেওয়ার পর উনি বলেছিলেন, "এই ছেলে বাংলাদেশে জন্মগ্রহন করে ধরা খাইয়া গেছে! ইউরোপ আমেরিকায় জন্মাইলে নির্ঘাত বিল গেটস হইত!"

25/05/2025

সেরা ডাবিং

25/05/2025

দর্জির কাছে দিয়েছিল পাঞ্জাবি বানাতে দর্জি পাঞ্জাবির বদলে ম্যাক্সি দিয়েছে

hmm
25/05/2025

hmm

🤨😒
30/04/2025

🤨😒

29/03/2025

যারা ডিসেম্বরেই ডঃ ইউনুস চলে যাবে বলে মনের কষ্টে আছেন, এটা ভেবে আফসোস করছেন যে, আহারে এই ধারাবাহিকতা যদি আর কিছুদিন থাকতো!
তাদের বলি, ইউনুস সাহেব চলে যাওয়া বিষয়টা এত সহজ না ব্রো।
#বিএনপি জোট সংস্কার মানবেনা, নির্বাচন চায়। সংস্কার মেনে নিলে তাদের একক ভাবে জেতার সম্ভাবনা কমে যাবে। আর একবার নির্বাচনে হারলে, অন্যদের পারফর্মেন্সে দল অস্তিত্ব সংকটে!
#অন্যরা সংস্কার আর বিচারের রায় ছাড়া নির্বাচনে যাবেনা।
#বিএনপি একটা সেফ বিরোধীদল হিসেবে লীগকে চাইবে। (কেন চাইবে আরেক লেখায় দিবো)
#অন্যরা কোন ভাবেই লীগকে মানবেনা।
#বাংলাদেশের কালচারে কোন দলই নির্বাচনে ৯০-৯৫% জয়ী হবার সম্ভাবনা ছাড়া নির্বাচনে যাবে না।
তো, সরকার কি করবে? বিএনপির একার কথায় নির্বাচন দিবে? সম্ভব না।
আবার সরকার জানে সংস্কার না করলে এই সরকারকে শহীদের রক্ত ক্ষমা করবেনা।
তাহলে হবে কি? সমস্যা সমাধান হওয়া পর্যন্ত ইউনুস সাহেবকে সরায়া অন্য কাউরে বসাইতেও পারবেনা।
সরানো সম্ভব, যদি ইউনুস সাহেবকে বিতর্কিত করতে পারে।
বিপদ হইলো, এই লোকের না আছে নিজস্ব কোন সম্পদ, না আছে সম্পদের লোভ, না আছে নারী লিপ্সা, বয়সও ৮৪, তার যে ক্ষমতার লোভ নাই সেটাও ছাত্রদের তারে জোর করে বসানো দেখে সবাই ক্লিয়ার। বিতর্কিত করবে কি দিয়ে! এরপরও চেষ্টা করলে তার যে নেটওয়ার্ক তাতে সে কাজ মহা কঠিন।
লীগ, বিএনপি, প্রতিবেশিরা যৌথ ভাবে কিছু করার ট্রাই করতে পারে। কিন্তু ইউনুস সাহেব যে গতিতে আগাচ্ছেন তাতে ডিসেম্বর পর্যন্ত দেশের ভেতরে তার জনপ্রিয়তা হয়ে যাবে আকাশ ছোয়া, মানুষ এখনই বলা শুরু করছে, নির্বাচন চাইনা, ইউনুস চাই। তারে সরাইতে লাশ ফেলতে হবে। ছাত্র-জনতার শক্তি সব এক হয়ে যাবে রাস্তায়। বিএনপি নিশ্চই লীগের থেকে শক্তিশালী না!
এর বাইরে সোসাল মিডিয়া এক্টিডিষ্টদের কথা বাদই দিলাম! সোলায়া ফেলবে যাষ্ট!
যদি বোল্ডলি প্রশ্ন তোলে আপনি নির্বাচিত না। গণভোট দেন বা নামেন। উনার মাথাভাঙ্গা প্রেস উইং বলে দিবে, গণভোটের চাইতেও বড় ম্যান্ডেড, রক্তের উপর দিয়ে আসা গণঅভ্যুত্থানের সরকার আমরা, দেশের সকল দল ও মানুষে ম্যান্ডেট নিয়া বসছি বাবা! তোমার গণভোট নামের ভোটচুরি খেলার গুষ্টি কিলাই!
আর সরকার যদি বিএনপিরে থামাইতে চায় সেটাও কি খুব কঠিন? বাহিনিগুলা এতদিনে তার ফেবারে থাকবে, বিএনপিরে থামানোর কৌশল ডিফেন্সের ভাইদের চাইতে ভালো কে জানে! ১৬ বছরের প্রাকটিস তো আছেই! বিএনপির এখন যে রেপুটেশন তাতে তাদের কেস্কি দিয়া ধরলে, প্রতিবেশি আর তাদের জোট ছাড়া সব পাবলিক হাতে তালিই দিবে মনে হয়!
বিদেশিরা নাক গলাবে? উহু!
আমেরিকা দুর থাইকা শুধু দেখবে, আর চায়নার সেটিং তো এই ট্রিপেই দিয়া আসতেছে! প্রতিবেশি যদি বিএনপির পক্ষে নামে, তাইলে তো তাদের রাজনীতি স্পটেই শেষ!
বিএনপিকে সংস্কার মানতে হবে বা ইউনুসের নেতৃত্বে জাতীয় সরকারে আসতে হবে বা গণপরিষদ নির্বাচনে রাজি হতে হবে। মানে সরকারের প্লানের বাইরে যাবার সুযোগ কমই দেখি।
,
এর বাইরে প্রতিবেশীরা, টুস টাস জঙ্গি কার্ড, জঙ্গি হামলা, সংখ্যা লঘু কার্ড, এগুলা খেলতে পারে, এগুলা ভোতা হয়ে গেছে মনে করি। আর পারবে ইউনুসকে শহীদ জিয়ার মত মেরে ফেলা, সেটাও বিশাল রিস্ক, কিছু গোয়েন্দা সংস্থা অলরেডি আমেরিকার স্যাংসনের অপেক্ষায়! ইলনমাস্কের এতডি স্যাটেলাইট ফাঁকি দিয়া মারবে কে! 😁

--------------- ---------------

তবে মনে হয়, উনি চলে যেতে পারেন অভিমানে, যদি আমরা তাকে প্রকাশ্য সাপোর্ট না দিতে পারি। যদি তার মনে হয় অধিকাংশ জনগন তার পাশে নাই। যদি পরিবেশ এমন হয়, তাকে কেউ গালি দিলে সবাই চুপ করে মজা দেখে। সম্মানে লাগলে উনি থাকার মানুষ নন।
আমাদের একটাই করনিয়, অলয়েজ রাস্তায় নামার জন্য রেডি থাকা, সব যায়গায় ওনার পক্ষে লেখা, কথা বলা। প্রয়োজন না থাকলেও ওনার কাজ শেয়ার করা, কমেন্ট করা। মোটকথা সব যায়গাতে প্রকাশ্য জানান দেয়া যে,

'ডঃ ইউনুস, আপনার হয়তো এ জাতিরে দরকার নাই, কিন্তু এ গরীবের সুন্দরী কন্যা, তলাবিহীন ঝুরি, এ হতভাগা জাতির আপনাকে অনেক প্রয়োজন'

(নিজের মতামত লেখি, সবার গঠনমুলক সুন্দর দ্বিমত বা মতামত গ্রহনযোগ্য। তবে ফেসিবাদের চামচা, টিনের চশমা পার্টি প্রফাইল থেকে দুরে থাকবেন)



(কপি করতে পারেন, নাম সহ বা ছাড়া, অনুমতির প্রয়োজন নেই)

Eid Shopping Done✌️✌️✌️
28/03/2025

Eid Shopping Done✌️✌️✌️

Address

Khulna

Telephone

+8801811153403

Website

Alerts

Be the first to know and let us send you an email when NAYEM AHMED posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share