Akota Trading

Akota Trading Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Akota Trading, Digital creator, khajura, lockpur, Fakirhat, Khulna.

"আমিনুল বাদশা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন" এর  উদ্যোগে  আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি - ২০২৩।স্থানঃ ৭ নং খাজুরা সরকারি প্রাথমিক ব...
14/10/2023

"আমিনুল বাদশা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন" এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি - ২০২৩।

স্থানঃ ৭ নং খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আল-মাদরাসাতুল আরাবিয়া দারুল উলূম খাজুরা , ফকিরহাট , বাগেরহাট ।

বাগেরহাট জেলার অন্তরগত ফকিরহাট উপজেলায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি । উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমিনুল বাদশা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের খুলনা বিভাগের বিভাগীয় সমন্বয়কারী জনাব মোঃ ফয়সাল শেখ , বাগেরহাট জেলা সমন্বয়কারী মো: আল-মামুন , খুলনা জেলা সমন্বয়কারী মোঃ সৈয়দ মনিরুল ইসলাম ও আমিনুল বাদশা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সদস্য বৃন্দু । বর্তমান বিশ্বের বড় মোকাবেলা জলবায়ু পরিবর্তনের মোকাবেলা । জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষ রোপণ কর্মসুচী ছাড়াও অন্যান্য কর্মসুচী পালন করে আসছে আমিনুল বাদশা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এছড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বা এলাকার গরীব ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষাধী গাছ বিতরণ করা আসছে আমিনুল বাদশা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এই বৃক্ষ রোপণ কর্মসূচির ফলে দেশ ও দেশের মানুষের অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ঝড়, খরা, বন্যাসহ নানা দুর্যোগের হাত থেকে রক্ষা করতে সক্ষম। এই মানবিক ও সমাজিক কার্যক্রম চালতে থাকবে আমিনুল বাদশা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ।

জলবায়ু পরিবর্তন আমাদের স্বাস্থ্য, পরিবেশ এবং অর্থনীতিকে প্রভাবিত করে। উদাহরণ স্বরূপ:
১। উষ্ণ তাপমাত্রা তাপ তরঙ্গের ফ্রিকোয়েন্সি, তীব্রতা এবং সময়কাল বৃদ্ধি করে, যা স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে ছোট শিশু এবং বয়স্কদের জন্য ।
২। জলবায়ু পরিবর্তন বায়ু এবং জলের গুণমান খারাপ করে, নির্দিষ্ট কিছু রোগের বিস্তার বৃদ্ধি করে এবং চরম আবহাওয়ার ঘটনাগুলির ফ্রিকোয়েন্সি বা তীব্রতা পরিবর্তন করে মানুষের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে ।
৩। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি উপকূলীয় সম্প্রদায় এবং বাস্তুতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে।
৪। বৃষ্টিপাতের ধরণ এবং পরিমাণে পরিবর্তন , সেইসাথে সময় এবং প্রবাহের পরিমাণের পরিবর্তন , জল সরবরাহ এবং জলের গুণমান এবং জলবিদ্যুৎ উৎপাদনকে প্রভাবিত করতে পারে।
৫। পরিবর্তিত বাস্তুতন্ত্র অনেক উদ্ভিদ ও প্রাণী প্রজাতির ভৌগলিক পরিসর এবং তাদের জীবনচক্রের ঘটনাগুলির সময়কে প্রভাবিত করে, যেমন স্থানান্তর এবং প্রজনন।
৬। চরম আবহাওয়ার ঘটনাগুলির ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা বৃদ্ধি, যেমন তাপ তরঙ্গ, খরা এবং বন্যা, সম্পত্তির ক্ষতি বাড়াতে পারে, সমাজে ব্যয়বহুল ব্যাঘাত ঘটাতে পারে এবং বীমার ক্রয়ক্ষমতা হ্রাস করতে পারে।

https://youtu.be/wzx6SfZXvik
12/09/2022

https://youtu.be/wzx6SfZXvik

পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যম.....

17/08/2022
15/08/2022
11/04/2022

Address

Khajura, Lockpur, Fakirhat
Khulna
9241

Alerts

Be the first to know and let us send you an email when Akota Trading posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akota Trading:

Share