Naeem Adnan

Naeem Adnan Content Creator

ঐতিহ্যবাহী দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদরাসার ( Darul Quran Siddikia Kamil Madrasah ) ৪৩ তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম...
28/04/2025

ঐতিহ্যবাহী দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদরাসার ( Darul Quran Siddikia Kamil Madrasah ) ৪৩ তম বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী দিবস।

সূরা মায়েদার ৫৫ - ৫৬ নম্বর আয়াতের আলোচনা করছেন মুফতি আমির হামজা সাহেব। এর আগে ওয়াজ করেন মাওলানা মনিরুজ্জামান সাহেব।

19/04/2025

মায়ের কোলে রিকশা থেকে ছিটকে পড়া সেই নিষ্পাপ শিশুটিকে পাওয়া গেছে। জীবিত নয় মৃ*ত: দায় নেবে কে?

দূর থেকে দেখে মনে হচ্ছিলো, যেন একটি পুতুল পড়ে আছে। সকাল ৮টার পর থেকে আশপাশে ভিড় জমানো বেশিরভাগ মানুষই ভেবে নিয়েছিলো এটা নিশ্চয়ই একটি পুতুল। তবে সকাল ৯টার দিকে এক ব্যক্তি খালে নেমে শিশুটিকে হাতে তুলে আনেন।

তখনই সবার ভুল ভাঙে। এটা কোনো পুতুল নয়, এক নিষ্পাপ শিশুকন্যা। শিশুটির নাম আনাবিয়া মেহরিন সেহরিশ, বয়স মাত্র ৬ মাস।😭

゚viralシfypシ゚viralシalシ

18/04/2025

সবসময় জিততে হবে—এমন নয়। কোথায় থামতে হবে, সেটাও একটা বুদ্ধিমত্তা।

জীবনে সবকিছু পাওয়া যাবে না, আর তার দরকারও নেই।
আমরা অনেক সময় ধরে রাখি এমন কিছু, যা আমাদের মানসিক শান্তি কেড়ে নেয়।
কখনো কোনো সম্পর্ক, কখনো কোনো কাজ, আবার কখনো এমন কিছু লক্ষ্য যেটা আমাদের আর আগ্রহী করে না।

থামা মানে হার মানা নয়।
থামা মানে—নিজের শক্তি, সময়, মনোযোগ এমন জায়গায় বিনিয়োগ করা, যেটা আমাদের সত্যিকার অর্থে এগিয়ে নেয়।

থেমে যাওয়ার সিদ্ধান্তও এক ধরনের সাহস।
যেখানে প্রাপ্তির চেয়ে ক্ষতি বেশি, যেখানে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছি—সেই জায়গা থেকে সরে আসাও একধরনের বিজয়।

জীবন ছোট, এবং আমাদের শক্তিও সীমিত। তাই প্রতিটা পদক্ষেপে ভাবা দরকার—
আমি কি সঠিক জায়গায় আছি?
নাকি থেমে গিয়ে নতুন শুরু করাই হবে আমার জন্য ভালো?

আপনাদের কী মনে হয়—"থামা" কি সবসময় খারাপ?

゚viralシfypシ゚viralシalシ

07/04/2025

ভাঙচুর, ঘেরাও আর যেমন খুশি তেমন ভাঙোর উৎসবে যোগ দেওয়ার আগে মাথায় রাইখেন, পরবর্তী হিজ্রেল আপনার পাশে। আর পরবর্তী ফিলিস্তিন আপনার দেশটাই হতে যাচ্ছে।

ঢাবি শিবির সভাপতি Md Abu Shadik ভাই আজকে একটা কথা বলেছেন।

মধ্যপ্রাচ্যের ক্যান্সার দূর করার সামর্থ্য আমাদের নাই। তবে দক্ষিণ এশিয়ার ক্যান্সার দূর করার সামর্থ্য আমাদের অর্জন করতে হবে।

আজকে আপনার ভাঙচুর, আপনার কালো পতাকা সবকিছুই আপনার শরীরে ক্ষত তৈরি করতেছে। সেই ক্ষত দিয়েই প্রবেশ করবে দক্ষিণ এশিয়ার ভাইরাস, নব্য হিজ্রেল।

একটা ফ্যাক্ট বলি।

আজ পৃথিবীর সব দেশে প্যালেস্টাইনের পক্ষে আন্দোলন হয়েছে। সবচে বেশি মানুষ কোথায় নেমেছে জানেন? আমেরিকাতে। যতই গালিগালাজ করেন, ওদের সাধারণ মানুষ ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে কখনোই দেরি করে না।

আন্দোলন দিল্লিতেও হয়েছে।

সেইটা কিসের আন্দোলন জানেন?

হিজ্রেলের পক্ষে। পৃথিবীর একটা দেশের মানুষ ই এখনও হিজ্রেলের পক্ষে মাঠে নামছে। সেইটা আপনার পাশের দেশের মানুষ।

এরা যেদিন বাগে পাবে, সেইদিন আমার আপনার অবস্থাও ওরা ফিলিস্তিনের মতো করবে।

সো, সাবধান হন। সামর্থ্য অর্জন করতে হবে।

অর্থনীতি উন্নয়ন না হলে সামরিক উন্নয়ন হবে না। আর সামরিক শক্তি না থাকলে আমাদের কে বাঁচাতে আসবে? বঙ্গোপসাগর ছাড়া আমাদের কোন উপায় নাই।

সো, আবেগের আতিশায্যে ভাঙচুর করে নিজেদের অর্থনীতির বারোটা বাজায়েপ না। বাংলাদেশে এই মুহূর্তে একটা সামিট চলতেছে। বাঘা বাঘা বিদেশি কোম্পানির লোকজন এখন ঢাকায়, এরা যদি বিনিয়োগ করতে রাজি হয়, আমাদের দেশের অর্থনীতি পাল্টাইয়া যাবে।

অর্থনীতি পাল্টাইলে আর্মির শক্তি বাড়বে। আমাদের কেউ ফিলিস্তিন বানানোর কথা চিন্তা করার আগে দশবার ভাববে।

এই মুহূর্তে এই নিরাপত্তাটাই আমাদের দরকার, বিশ্বাস করেন।

ভাঙচুর ভাঙচুর খেলে ফিলিস্তিনের তো কোন ফায়দা করতে পারবেনই না, উল্টো নিজেদের ফিলিস্তিন হওয়ার পথটা নিজেরাই উন্মুক্ত করবেন আর কী!!

Sadiqur Rahman Khan

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।মি...
06/04/2025

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগর তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'

– ফাইজান বিন হক


26/03/2025

গ।°জ্জ।র জন্য দুদিন আগে কান্না করা ছেলেটা ইজ্র।য়েল এর এ জে ন্ডা আর্জেন্টিনার/ব্রাজিল হার্ড ফ্যান আফসোস!

তামিম ইকবাল যখন বুকে ব্যথা পান—দুই ঘণ্টার মধ্যে এনজিওগ্রাম, রিং—সব সেরে ফেলেন ডাক্তার! একটা দেশের মূল্যবান ক্রিকেটার, তা...
24/03/2025

তামিম ইকবাল যখন বুকে ব্যথা পান—দুই ঘণ্টার মধ্যে এনজিওগ্রাম, রিং—সব সেরে ফেলেন ডাক্তার! একটা দেশের মূল্যবান ক্রিকেটার, তাই তার প্রাণ বাঁচাতে দেরি নেই— হাসপাতালও তখন সেবা দেয়, দয়া করে না।

আল্লাহর রহমতে তামিম ভাই বেঁচে আছেন— কিন্তু যারা তামিম না? যারা শুধুই নাগরিক? তাদের বুক ব্যথা মানেই— বুকের উপরে ভর্তি ফরম, সিরিয়াল, অ্যানালাইসিস ফি, প্রতীক্ষার ওয়ার্ড, আর হয়তো একটা শোকবার্তা! এখানে সেবা পেতে হলে তুমি ধনী হতে হবে, জনপ্রিয় হতে হবে, নয়তো হতে হবে নিছক ভাগ্যবান!

একই রিং, একই ডাক্তার, একই অপারেশন— তবু কারো জন্য পঁচিশ হাজার, আর কারো জন্য দুই লাখ! এটা কি সেবা?না ভাই, এটা স্টেন্ট নামের চুক্তিভিত্তিক ডা*কাতি। বাংলাদেশে চিকিৎসা নেই—এই মিথ্যে বলে যারা, তারা আসলে সত্যকে আড়াল করে। চিকিৎসা আছে—সততা নেই। ডাক্তার আছে—দায়িত্ব নেই। হাসপাতাল আছে—মানবতা নেই।

এখানে ওটি মানে 'অপারেশন থিয়েটার' না, এটা একেকটা 'অফিস টেবিল', যেখানে প্রতিটি রোগী একটা টাকার ইউনিট।
বুকের ব্যথা কেটে যাবে একদিন, কিন্তু এই ব্যবস্থার ব্যথা কাটবে কবে? একদিন রিং পড়বে এই সিস্টেমের বুকে—হৃদপিণ্ড খুলে বের করা হবে প্রতারণার রক্ত। সেইদিন চিকিৎসা হবে আবার সেবা, ব্যবসা নয়।

- Mahmud Hasan Tabib

#তামিম_ইকবাল

18/03/2025

শাহবাগী interview 🐸🤡🐸🤡

#শাহবাগ #শাহবাগী ゚viralシfypシ゚ ゚ ゚viralシfypシ゚ banvsind

11/03/2025

খুলনা ডাক বাংলা মোড়ে বাচ্চাটি তার মাকে হা'রি'য়ে ফেলেছে খুঁজে পাছে না ভীষণ কান্না কাটি করছে..এক জন মানবিক ট্রাফিক পুলিশের কাছে আছে ওর নাম বলছে ফাতেমা দয়া করে বাচ্চাটার পরিবারের কাছে পৌঁছে দিতে সহায়তা করুন..🙏

Address

PTI Mor (Beside Shahin School And College)
Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naeem Adnan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category