ArYa Shakil Sr.

ArYa Shakil Sr. Hey,buddy.this is a new page .so,need your support.plz,stay with me.

Ego টা ব্যতিরেখে জীবনকে কল্পনা করুন!!নিখিল বিশ্বে আপনার কোথাও অনুপস্থিতি নেই!!সকলের প্রতি প্রীত সাথে নীত মনোভাব!!ষড়রিপু...
21/01/2024

Ego টা ব্যতিরেখে জীবনকে কল্পনা করুন!!
নিখিল বিশ্বে আপনার কোথাও অনুপস্থিতি নেই!!
সকলের প্রতি প্রীত সাথে নীত মনোভাব!!
ষড়রিপুর মধ্যে ego নিয়ে বলছি এইজন্য যে,,
Ego মানুষের দুরত্ব সৃজন করে!!
চাহে সে আপনার সন্নিহিত মানুষ হোক!!
তাহাকেও দূরে ঠেলে দেই!!!
মানুষের প্রতি ইতিবাচক চিন্তা ,প্রীত,বন্ধনের যে রজ্জু
তাহা ego অনায়াসে সমাপ্তি ঘটায়!!
তবে আমি ইহার ঊর্দ্ধে,এমন মহান পুরুষ আমি নয়,
কদাচিৎ তাহার চিন্তা করি কি প্রকারে!!
আমাতে ego নাকি huge!!
ইহা ভ্রান্ত,আমি কিছু মানুষের সমীপে কদাপি নিজেকে সরল করিনা!!
যাহা comfort feel করি ,সেই ক্ষেত্র আমি বরণকারী!!
আর যাহা uncomfort,,
তাদের সান্নিধ্য পেতে চায়না,দুরত্ব বজায় রাখি!!
ইহা,কি প্রকারে ego হয় তাহা আমার অজানা!!
ইহা হতে পারে ব্যক্তিত্ব সংকট চিন্তা!!
আর ego শব্দের প্রতিশব্দ কারো নিকট যদি মনে হয়
ব্যক্তিত্ব সংকট,তবে আমি তাই!!
যেই ক্ষেত্রে আমার comfort uneasy মনে হয়,
সেই সব ক্ষেত্র থেকে চুপটি করে
অজুহাতে স্বয়ংকে সরিয়ে রাখি!!
আমার জন্য কারো comfort zone দূষিত হবে ,ইহাও সদা
চিন্তা করি!!
আর আমার এই ব্যক্তিত্ব সংকট চিন্তাকে অনেকে
ইগো,অহংকারী নামে চালিয়ে যান!!
আমার ক্যারেক্টার মাল্টিপল ইহা না বুঝিয়া
আমাকে একজন নিকৃষ্ট খারাপ মানুষ হিসেবে
জানিও ইহা অন্তত আপনার চিন্তায় ব্যাঘাত সৃজন করিবে না!!!
ArYa Shakil Sr......

11/01/2024

The feelings of 2019-1023!!!

10/09/2023

🔥Heart touching speech and motivational tips ||

17/10/2022

তোমাকে অ্যাভয়েড করলেও যেনো_____
তোমার ডেইলি রুটিন ______
আমার দেহে প্রোটিন হিসেবে যুক্ত হয়_____

17/10/2022

স্মৃতি হারা হয়ে জীবন অতিবাহিত !!
সেটার চাহিতে মৃত্যু নামক ভ্রম
শ্রেয় নয় কি???

17/10/2022

""ভালোবাসা"" ক্ষমতা থাকলে হয়তো ডিকশনারি হতে এটাকে মুছে ফেলতাম!!!!
কেনো জানি এই একটা জায়গায়,,,,
যেটা আমার সাথে না হবার দরুন
এই অদ্ভুত শব্দটাকে ভ্যানিশ করে দিতে মন চায়!!!!

17/10/2022

যাক এটা হলো অন্তত জিন্দেগি পে!!!!
No girl entry ⛔
না এন্ট্রি হয়েছিল অবশ্য।
সেটাও আবার গরল রুপি ভয়ঙ্কর এক অভিশাপ হয়ে!!!!
হয়তো ক্লাইম্যাক্স আভি ভি বাকি হে!!!

14/10/2022

কোন একদিন যদি হাতে লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে যায় তোমার পাশে
তবে কি ভালোবাসি বলবে?
নাকি পাগল বলে তাড়িয়ে দেবে!!

14/10/2022

স্বামী বানানোর কথা দিয়ে______
গাজাখোর বানিয়ে দেয়ার নামই _____
এ যুগের ভালোবাসা।

13/10/2022

কোনও লোক যদি সত্যিই আপনাকে ভালবাসে, তবে তার অনুভূতির কথা বিবেচনা করুন, নিজেকে নায়িকা হিসাবে বিবেচনা করবেন না।

13/10/2022

কিছু লোক নিজেকে সিংহ বলে মনে করে___
তবে
তারা সেই মানুষ যারা সিংহ হয়ে কুকুরের মতো চলাফেরা করে।
🔥🔥🔥

12/10/2022

তুমিও সেই অনড় পাথরের ন্যায়__
এমনটা কি তোমাতে শোভা দেয়___??
তুমি চাইলেই আমি আমি তোমার___
আর না এগোলে ___
আমিও সেই অনড় পাষাণ____
তৃষ্ণার্ত হবার বাসনা আমার নেই___

12/10/2022

অজান্তেই মন যেনো শুধু তোর ভাবনায়____
অবগত আমিও,,এ রেশ থাকবে আর কতক দিন_____

13/08/2022

স্মোক করা যদি শখ বসত হয়___
এই সখ বিসর্জন এখনই করুন____
হেতু এই সখ আপনাকে বড়ো ধরনের
শক দিবে ফিউচারে ____

11/08/2022

Need ______money....😎
Not_______gf😎😎😎😎
Need______happyness🤗🤗
Not________wife🙂🙂🙂🙂

10/08/2022

একসময় বন্ধুদের বলতাম সিগারেটের প্যাকেট ছাড়তে 🙂🙂
আর এখন🤨🤨🤨
নিজেই সিগারেটে আসক্ত আমি😶😶
বেঁচে থাকতে হয়ত পারবো না এটাকে ছাড়তে😯😯😊

নিকোটিন is Life😍

10/08/2022

কোনো মেয়ের অন্দরঘরে ভালবাসার একজন বিশ্বাসযোগ্য something হতে পারতাম😮
তাহলে হয়ত তার ভালোবাসার ব্যস্ততায় আমিও something হতাম🤔

Need Love

10/08/2022

একসময় মানুষ আমাকে decent boy হিসেবে চিনতো 😮😮😮
আর এখন daring buzz হিসেবে চিনে।

tarkata

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when ArYa Shakil Sr. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category