
21/01/2024
Ego টা ব্যতিরেখে জীবনকে কল্পনা করুন!!
নিখিল বিশ্বে আপনার কোথাও অনুপস্থিতি নেই!!
সকলের প্রতি প্রীত সাথে নীত মনোভাব!!
ষড়রিপুর মধ্যে ego নিয়ে বলছি এইজন্য যে,,
Ego মানুষের দুরত্ব সৃজন করে!!
চাহে সে আপনার সন্নিহিত মানুষ হোক!!
তাহাকেও দূরে ঠেলে দেই!!!
মানুষের প্রতি ইতিবাচক চিন্তা ,প্রীত,বন্ধনের যে রজ্জু
তাহা ego অনায়াসে সমাপ্তি ঘটায়!!
তবে আমি ইহার ঊর্দ্ধে,এমন মহান পুরুষ আমি নয়,
কদাচিৎ তাহার চিন্তা করি কি প্রকারে!!
আমাতে ego নাকি huge!!
ইহা ভ্রান্ত,আমি কিছু মানুষের সমীপে কদাপি নিজেকে সরল করিনা!!
যাহা comfort feel করি ,সেই ক্ষেত্র আমি বরণকারী!!
আর যাহা uncomfort,,
তাদের সান্নিধ্য পেতে চায়না,দুরত্ব বজায় রাখি!!
ইহা,কি প্রকারে ego হয় তাহা আমার অজানা!!
ইহা হতে পারে ব্যক্তিত্ব সংকট চিন্তা!!
আর ego শব্দের প্রতিশব্দ কারো নিকট যদি মনে হয়
ব্যক্তিত্ব সংকট,তবে আমি তাই!!
যেই ক্ষেত্রে আমার comfort uneasy মনে হয়,
সেই সব ক্ষেত্র থেকে চুপটি করে
অজুহাতে স্বয়ংকে সরিয়ে রাখি!!
আমার জন্য কারো comfort zone দূষিত হবে ,ইহাও সদা
চিন্তা করি!!
আর আমার এই ব্যক্তিত্ব সংকট চিন্তাকে অনেকে
ইগো,অহংকারী নামে চালিয়ে যান!!
আমার ক্যারেক্টার মাল্টিপল ইহা না বুঝিয়া
আমাকে একজন নিকৃষ্ট খারাপ মানুষ হিসেবে
জানিও ইহা অন্তত আপনার চিন্তায় ব্যাঘাত সৃজন করিবে না!!!
ArYa Shakil Sr......