Nimira's Lookbook

Nimira's Lookbook All I got right now is Dream ❤️
(1)

❤️❤️
06/06/2025

❤️❤️

🤐
26/03/2025

🤐

Richie Rich

25/03/2025

আজকে কিছু কথা শেয়ার করতে চাই যেনো আমার মত ভুল সবাই না করে 🙂

তারিখটা ছিল ৬/০১/২০২৪ সন্ধ্যা ৬টার একটু আগে হবে হয়তো । আমার আম্মুকে নিয়ে আমি স্বদেশ হাসপাতালে যায় কিডনি বিশেষজ্ঞ ডাক্তার বিল্লাল হাসানকে দেখাইতে l তো কিছুক্ষন পর আম্মুকে ডাক্তার দেখায় ।তখন ও আম্মুর প্রেশার ঠিক ছিল ,নরমাল l তারপর ডক্টর রুম থেকে যখন আম্মুকে নিয়ে বের হয় তখন আম্মু হঠাৎ করে ফ্লোরে পরে যান। তখনি সাথে সাথে হার্ট এ্যাটাক করেন । তখন একটা লোক চিনির পানি খাওয়ালো আম্মুকে । ওনারা ভাবছিল আম্মুর ডায়বেটিক অনেক কমে গেছে । যাইহোক যখন মাগরিবের আযান দিচ্ছে তখন আম্মু অজ্ঞান হইয়ে যায় । তখন নিজেকে পৃথিবীর সব থেকে বড় অসহায় মানুষ লাগছিল । এত হেল্প হেল্প করলাম কেও এগিয়ে আসে না । যতই হোক একটা অজ্ঞান মানুষকে ২জন মানুষ ( আমি আর আমার ছোট ভাই ) বহন করা এত সোজা ছিল না । আমরা তখন সম্ভবত তৃতীয় তালা তে ছিলাম । আম্মুকে যে ডাক্তার দেখলাম ওই ডাক্তার এর রুমের সামনেই আম্মু অজ্ঞান হয় । ওই ডাক্তার টা ও একটু বের হইয়ে আম্মুকে দেখলো না বা কোন পরামর্শ আমাদের দিলো না । তখন ঐ সময়ে একটা উইল চেয়ার বা ট্রলি কিছুই পাওয়া যাচ্ছে না । এইভাবে প্রায় ৭/৮ মিনিট চলে যায়।কেও একটু দরে যে নিচে নিয়ে যাবে তারও উপায় নাই। কারণ মানুষ তো আর মানুষ নাই । শুধু তামাশা দেখতে পারে । যাইহোক ওইখানে আমার ফ্রেন্ডের বাবা ছিলেন তিনি ওই হাসপাতালে জব করতেন । তো ওনার কাছে হেল্প চাই ফোন দিয়ে ওনি কিন্তু আমার সাথে পরিচয় হওয়ার আগে ঘটনা স্থলে ছিল । কিন্তু যখন ফোন দিয়ে বললাম তখন ওনি বললেন ওহ ঐটা তুমি ছিলে l দাড়াও আমি আসতাছি । তখন ওনি আসলেন আর একটা উইল চেয়ার ম্যানেজ করে দিলেন । ঐটা নিয়ে নিচে আসলাম। আমি যেহেতু নার্সিং স্টুডেন্ট ছিলাম সেহেতু আমি জানতাম যে সব হাসপাতালেই একটা ইমারজেন্সি রুম থাকে।যেখানে রোগীদের প্রাথমিক এবং ইমারজেন্সি বা তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় । এবং ওইখানে একটা ইমারজেন্সি ডক্টর থাকব । কিন্তু ওই ইমারজেন্সিতে একটা লোক ও ছিল না । ডাক্তার তো নাই ই। আমি আম্মুকে তাড়াতাড়ি বেডে শুয়ে দেই । দেখি কেও অক্সিজেন দিচ্ছে না । অক্সিজেন ফ্লোমিটার আমি নিজে সেট করে আম্মুকে দেই । 😭 তারপর ওইখানে একটা লোক কে বললাম ডাক্তার কোথায় ? ডাক্তার কে আস্তে বলেন প্লিজ 😭। তারপর এক জন বলল ডক্টর নামাজে । ওকে মানলাম নামাজে । তাই বলে এত বড় একটি হাসপাতালের সব ডাক্তার নামাজে? এইভাবে ১০ মিনিট চলে যায়। পরে আমার ফ্রেন্ডের আব্বু একজন ডাক্তার নিয়ে আসলেন । ওই ডাক্তার আম্মুর পালস দেখলো । তখন ও কিন্তু আম্মুর পালস ছিল । অক্সিজেন রেট কম হওয়াতে একটা ইনজেকশন দিতে বললো । তার ২ মিনিটে পরেই আমার ফ্রেন্ডের বাবা আইসা বলে তোমরা চরপাড়া সরকারী হাসপাতালে চলে যাও । কোনো ইনজেকশন ও দিলো না । আমি বললাম ইনজেকশন না দিতে বললো দিবে না ? তখন ওনি বলেন বেশি বুইজো না যেটা বলছি ঐটা করো। তখন আমার মাথা ও কাজ করছিল না । তাড়াতাড়ি গাড়ির ব্যবস্থা করা হলো । আমি এখন বুঝতেছি যে ওইখানে কোনো ডাক্তার নাই চিকিৎসা দেওয়ার মতো কেও নাই তাই আমাকে চলে যেতে বলা হয় । নাহলে একটা অজ্ঞান রোগীকে ,পালস আছে ওই রোগীকে তারা কিভাবে বিনা চিকিৎসাতে পাঠিয়ে দেয়? কেও একটু সিপিআর পর্যন্ত দিলো না । তারপর আসি সরকারি হাসপাতালে । সেইখানে কয়েকজন নার্স ছিলেন ইমারজেন্সি তে । আর ডিউটি ডাক্তার ছিল। ডাক্তার দেখে ইসিজি করতে বলল। হায়রে ইসিজি মেশিন ..ঠিক মত কাজ ই করছিল না 😅😅 এই হলো সরকারি হাসপাতাল । নার্স মেম ১বার ইসিজি করে দেখে কোনো দাগ আসে না কাগজে আবার করে তারপর আবার করে । আমি বললাম এত সময় নিচ্ছেন কেনো ? বলে মেশিনে সমস্যা 😅 তারপর হলো ইসিজি । তখন বলে হার্ট ব্লক হইয়ে গেছে । রোগী মারা গেছেন 😭😭 আমি বললাম আপনারা CPR দেন।চেষ্টা না করেই কিভাবে বলেন সে নাই 😭 একটা লোক ও CPR দিতে আসলো না । এইবার বুঝেন আমরা সাধারণ মানুষ ঠিক কেমন চিকিৎসা পেতে পারি বা আশা করতে পারি ?🙂 আজকে নিউজ এ দেখলাম তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট খেলোয়ার ওনার হার্ট এ্যাটাক হয় । ওনাকে ২২ মিনিট ধরে CPR দেওয়া হয় । ৩ বার ডিসি শকড দেওয়া হয় ,তাড়াতাড়ি রিং পরিয়ে ফেলা হয় অপারেশন করে । ওনি ও কিন্তু মুখ দিয়ে ফেনা বের করে ফেলে কিন্তু এর পরেও ওনাকে বাঁচানোর চেষ্টা করা হয় । কারণ হলো ওনি সেলিব্রিটি,ওনি খেলোয়ার ,ওনি দেশের সম্পদ আর টাকা নিয়ে চিন্তা নাই l কিন্তু আমরা যারা সাধারণ মানুষ , আমাদের অধিকার নাই এতো ভালো চিকিৎসা পাওয়া 😭😭। আর এইটাই হলো বাংলাদেশ । আমার আম্মুর সাথে চিকিৎসার এত অবহেলা নিজ চোখে দেখার পর আমার মেডিকেল সেক্টর থেকে মন উঠে গেছে । আমি একজন নার্সিং স্টুডেন্ট । আমার নিজের ই লজ্জা লাগে এই পেশার জন্য । যেখানে কি না সবাইকে আমরা সমান ভাবে ট্রিট করতে পারি না ।

যাইহোক সবাই আমার আম্মুর জন্য দুআ করবেন 🤲
ভালো থাকবেন l
আল্লাহ হাফেজ l

তামিম ইকবাল যখন বুকে ব্যথা অনুভব করেন, তখন মাত্র দুই ঘণ্টার মধ্যেই এনজিওগ্রাম, রিং বসানো—সব সম্পন্ন হয়ে যায়। দেশের অন্যত...
24/03/2025

তামিম ইকবাল যখন বুকে ব্যথা অনুভব করেন, তখন মাত্র দুই ঘণ্টার মধ্যেই এনজিওগ্রাম, রিং বসানো—সব সম্পন্ন হয়ে যায়। দেশের অন্যতম মূল্যবান ক্রিকেটার হওয়ায় তার জীবন রক্ষায় কোনো বিলম্ব হয়নি👌। হাসপাতাল তাকে সেবা দিয়েছে, দয়া দেখায়নি।

আল্লাহর রহমতে তামিম ভাই বেঁচে গেছেন🤲—কিন্তু যারা তামিম নন? যারা কেবল সাধারণ নাগরিক? তাদের জন্য বুকের ব্যথা মানে—ভর্তির ফরম, সিরিয়ালের অপেক্ষা, বিশ্লেষণের ফি, হাসপাতালের করিডোরে দীর্ঘ প্রতীক্ষা, আর কখনো কখনো একটি শোকবার্তা😢! এখানে সেবা পাওয়ার জন্য আপনাকে ধনী হতে হবে, জনপ্রিয় হতে হবে, অথবা নিছক ভাগ্যবান!

একই রিং, একই ডাক্তার, একই অপারেশন—তবু কারো জন্য খরচ পঁচিশ হাজার, আর কারো জন্য দুই লাখ! এটা কি সেবা? না, এটা স্টেন্ট নামের পরিকল্পিত ডাকাতি। যারা বলে বাংলাদেশে চিকিৎসা নেই, তারা ভুল বলেন—চিকিৎসা আছে, কিন্তু সততা নেই। ডাক্তার আছে, কিন্তু দায়িত্ব নেই। হাসপাতাল আছে, কিন্তু মানবতা নেই।

এখানে ‘ওটি’ মানে শুধু ‘অপারেশন থিয়েটার’ নয়—এটা একেকটা ‘অফিস টেবিল’, যেখানে প্রতিটি রোগী কেবল একটি টাকার ইউনিট।

বুকের ব্যথা হয়তো একদিন সেরে যাবে, কিন্তু এই ব্যবস্থার ব্যথা কখন কমবে? একদিন এই সিস্টেমের বুকে রিং বসবে—হৃদপিণ্ড থেকে প্রতারণার রক্ত বের করে ফেলা হবে। তখন চিকিৎসা আবার সেবা হবে, ব্যবসা নয়!🤔

27/02/2025

Glims of Bonolota Eco Cottage Sundorbone,Bangladesh.🍂🍃

10/02/2025

ফেসবুক ইউজ করতাছি
খুব মজা পাইতাছি
cause of three content creators😆

💜💜💜
13/05/2024

💜💜💜

27/11/2023

খুলনা থেকে কি সুন্দরবন দেখা যায়?বাঘ দেখা যায়? 😮

27/10/2023

বিকেল বেলা ঘুরতে যাওয়ার জন্য সুন্দর জায়গা।❤

30/09/2023

Day tour at Jessore
Part 1🥱

01/08/2023

Pr from The Eastern Pickle Company ❤️

21/07/2023

ডিম আসলে কখন খাওয়া উচিত??🫢

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nimira's Lookbook posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share