BD Life On

BD Life On Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BD Life On, Digital creator, Khulna.

> "আমরা মানুষ, মানুষের পাশে থাকতেই ভালোবাসি।
যখন কেউ কষ্টে থাকে, আমরা পাশে দাঁড়াই।
ভালোবাসা আর সাহায্য নিয়েই আমাদের পথ চলা।"
#মানুষ_মানুষের_জন্য 🤝
#জীবন_জীবনের_জন্য 💐🙏💐

ভালোবেসে পাশে থাকুন🙏

আমি একজন বাংলাদেশি হিসেবে লজ্জিত। আর বাঙালি জাত হিসেবে আমাদের নির্লজ্জতা আজ সমস্ত সীমা অতিক্রম করেছে।বিমান আকাশে ওঠার আগ...
22/07/2025

আমি একজন বাংলাদেশি হিসেবে লজ্জিত। আর বাঙালি জাত হিসেবে আমাদের নির্লজ্জতা আজ সমস্ত সীমা অতিক্রম করেছে।
বিমান আকাশে ওঠার আগেই মাটিতে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, স্কুলপড়ুয়া শিশুদের দেহ চেনার উপায় নেই, আর কিছু ব্যবসায়ী এক বোতল পানির দাম রাখছে ৬০০ টাকা!
🔥 এক বোতল জল ৬০০ টাকা! এদের বিবেক পুড়ে ছাই না হয়ে এখনো বেঁচে আছে কীভাবে?

এটা দুর্ঘটনা নয় — এটা চরম অব্যবস্থাপনার ফল, এটা আমাদের নির্বিকার সমাজব্যবস্থার প্রতিচ্ছবি।
আমরা যেন চোখে কালো চশমা পরে কেবল দেখছি, শোক নয়—ভিডিও করছি, সাহায্য নয়—লাইভ দিচ্ছি!

কত মৃত্যু হলে আমাদের বিবেক জাগবে? কত শোকের পরে আমরা মানুষ হবো?

---







#বিবেকহীন_বাংলাদেশ
#জাতি_হিসেবে_আমরা_দেউলিয়া
#মানুষ_নই_দানব

22/07/2025

আমার বন্ধু আমাকে দেখে হেসেছিল। আর শেষ কথাটা বলেছিল, "আমি জানি তুমি আসবে"! 😭

02/07/2025

নির্বিঘ্ন নীল আকাশের নিচে সবুজ প্রকৃতির বুকে ছুটে চলেছে আমার পথচলা…
গাড়িতে বসে চোখে পড়ে রোদের সোনালি ঝিলিক, পাতার ফাঁকে ফাঁকে খেলে যায় হিমেল বাতাস।
এই শান্ত দুপুরে প্রকৃতির আলিঙ্গনে যেন ক্লান্ত হৃদয় ফিরে পায় নতুন প্রশান্তি।

সবুজে ঘেরা এই মায়াবী দৃশ্য যেন জীবনের এক অনন্য উপহার—
মনে হয়, প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়েছে অপূর্ব এক ক্যানভাস।

🌿 প্রকৃতির এই নীরব ছোঁয়ায় ভরে উঠুক তোমার দুপুরটা—শান্তিতে, স্নিগ্ধতায়।

🌞 রইলো একরাশ আন্তরিক শুভেচ্ছা এই দুপুর বেলায়! 🌾

#দুপুরেরশুভেচ্ছা #প্রকৃতিরছোঁয়া #সবুজবাংলা #মনশান্তি #গাড়িজার্নি #গ্রামবাংলা #ভ্রমণদিন #জীবনেরসৌন্দর্য #প্রাকৃতিকদৃশ্য #দুপুরবেলা

৬ মাসে ধর্ষণের শিকার ৪৮১ নারী,খুন হয়েছেন ৩২০ জন! চলতি বছরের প্রথম ৬ মাসে ৭৩৬ জন মেয়েশিশুসহ মোট ১ হাজার ৫৫৫ জন নারী নির্য...
02/07/2025

৬ মাসে ধর্ষণের শিকার ৪৮১ নারী,
খুন হয়েছেন ৩২০ জন!
চলতি বছরের প্রথম ৬ মাসে ৭৩৬ জন মেয়েশিশুসহ মোট ১ হাজার ৫৫৫ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৩৪৫ শিশুসহ ৪৮১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ সময়ে ৬১ শিশুসহ হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৩২০ জন নারী।
বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদন (জানুয়ারি–জুন)-এ তথ্য জানানো হয়েছে।
১ জুলাই গণমাধ্যমে এ প্রতিবেদন পাঠায় মহিলা পরিষদ। প্রতিবেদনে জুন মাসের নারী ও কন্যা নির্যাতনের তথ্য তুলে ধরা হয়। মহিলা পরিষদ কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিমাসে এই প্রতিবেদন তৈরি করা হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসে মেয়ে শিশুসহ ১ হাজার ৫৫৫ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন।
এদের মধ্যে ৩৪৫ শিশুসহ ৪৮১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। ৬২ শিশুসহ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১০৬ জন নারী। ১০ শিশুসহ ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৭ জনকে। এছাড়া ৬১ শিশুসহ হত্যার শিকার হয়েছে ৩২০ জন নারী।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, শুধু জুন মাসে ৮৭ জন মেয়েশিশু এবং ১১৬ জন নারীসহ মোট ২০৩ জন নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে ৪৩ শিশুসহ ৬৫ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৫ শিশুসহ ৮ জন নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এবং ২ শিশুসহ ৩ জন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া ৭ শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে জুন মাসে।

#নারীনির্যাতন


#নারীর_নিরাপত্তা_কোথায়

#ধর্ষণেরবিচার_হোক

#ধর্ষণকারীরশাস্তিহোক



#মানবাধিকারেরনির্মমচিত্র
#সমাজজাগো
#নারীর_অধিকার
#কন্যাশিশুর_সুরক্ষা

#নারীবান্ধব_বাংলাদেশ_চাই

01/07/2025

প্রেমের টানে হাজার মাইল পেরিয়ে চায়না থেকে বাংলাদেশে — গন্তব্য খুলনার দাকোপ উপজেলার চালনা আঁচাভূয়াতে! 💕🌏
ভালোবাসার এমন দৃষ্টান্ত সত্যিই অবিশ্বাস্য!
"

29/06/2025

কুমিল্লার এই সাহসী বোনটির দৃষ্টান্ত আমাদের শেখায়—ভয় নয়, প্রতিবাদই হোক অস্ত্র। এমন সাহসিকতা সমাজকে আলো দেখায়। 🙏

#সাহসিকতারপ্রতীক #নারীশক্তি #কুমিল্লা #প্রেরণার_নাম #ভয়নয়প্রতিবাদ #নারীর_অধিকার

28/06/2025

আমের বাজার কালিনগর হাট🥭

#আমের_বাজার #কালিনগর_হাট #গ্রীষ্মের_স্বাদ #বাংলার_আম াজা_আম #হাটবাজার #গ্রামবাংলা #মৌসুমি_ফল #আমপারা #চোষা_আম #মিষ্টি_আম

27/06/2025

💔 বরিশালে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা
গতকালের এই হৃদয়বিদারক ঘটনা আমাদের সকলকে কাঁদিয়ে গেল। কিছু প্রাণের এমন অসময়ে চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ঈশ্বর নিহতদের স্বর্গবাসী করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন। 🙏

#বরিশাল_দুর্ঘটনা #মর্মান্তিক_ঘটনা #বাংলাদেশ #দুঃসংবাদ #মানবতা #সংবেদনশীলতা

পশুর নদীতে ডুবে গেলো কার্গো জাহাজ মোংলা বন্দরের পশুর নদীর চরে ডুবে গেছে ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই কার্গো...
27/06/2025

পশুর নদীতে ডুবে গেলো কার্গো জাহাজ

মোংলা বন্দরের পশুর নদীর চরে ডুবে গেছে ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই কার্গো জাহাজ। শুক্রবার (২৭ জুন) ভোর ৬টার দিকে মোংলা নদী ও পশু নদীর ত্রিমোহনা সংলগ্ন চরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত জাহাজ এমভি মিজান-০১ এর ড্রাইভার শওকত শেখ জানান, তাদের জাহাজটি পশুর চ্যানেলে নোঙর করা অবস্থায় ছিল। শুক্রবার ভোর ৬টার দিকে এমভি কে আলম গুলশান-০২ নামক লাইটার কার্গো জাহাজ অ্যাংকর করে থাকা এমভি মিজান-০১ কার্গো জাহাজের ওপর উঠিয়ে দেয়। এ সময় লাইটার কার্গো জাহাজের ধাক্কায় ওই কার্গো জাহাজটি ডুবে যায়। এতে ৯১৪ মেট্টিক টন ফ্লাইঅ্যাশ ছিল। ভারতের কলকাতার ভেন্ডেল এলাকা থেকে এ ফ্লাইঅ্যাশ বোঝাই করেছিল মিজান-১। ঢাকার নারায়ণগঞ্জের বসুন্ধরার ঘাটে যাওয়ার পথিমধ্যে যাত্রাবিরতিকালে মোংলা বন্দরে এ দুর্ঘটনা ঘটে।
ড্রাইভার শওকত আরও বলেন, লাইটার জাহাজের ধাক্কায় তাদের কার্গো জাহাজের পাশ ও তলা ফেটে নদীতে ডুবে গেছে। ওই জাহাজে থাকা ১০জন স্টাফই সাঁতরিয়ে কুলে উঠে এখন নিরাপদ রয়েছেন।

এটা কি গোলাপ কেউ বলতে পারেন😊
25/06/2025

এটা কি গোলাপ কেউ বলতে পারেন😊

24/06/2025

I got over 200 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Life On posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share