
22/07/2025
আমি একজন বাংলাদেশি হিসেবে লজ্জিত। আর বাঙালি জাত হিসেবে আমাদের নির্লজ্জতা আজ সমস্ত সীমা অতিক্রম করেছে।
বিমান আকাশে ওঠার আগেই মাটিতে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, স্কুলপড়ুয়া শিশুদের দেহ চেনার উপায় নেই, আর কিছু ব্যবসায়ী এক বোতল পানির দাম রাখছে ৬০০ টাকা!
🔥 এক বোতল জল ৬০০ টাকা! এদের বিবেক পুড়ে ছাই না হয়ে এখনো বেঁচে আছে কীভাবে?
এটা দুর্ঘটনা নয় — এটা চরম অব্যবস্থাপনার ফল, এটা আমাদের নির্বিকার সমাজব্যবস্থার প্রতিচ্ছবি।
আমরা যেন চোখে কালো চশমা পরে কেবল দেখছি, শোক নয়—ভিডিও করছি, সাহায্য নয়—লাইভ দিচ্ছি!
কত মৃত্যু হলে আমাদের বিবেক জাগবে? কত শোকের পরে আমরা মানুষ হবো?
---
#বিবেকহীন_বাংলাদেশ
#জাতি_হিসেবে_আমরা_দেউলিয়া
#মানুষ_নই_দানব