03/05/2025
২০১৩ সালের ৫ মে শাপলায় আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের হাতে ইতিহাসের নৃশংস হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবিতে দেশব্যাপী মানববন্ধন।
তারিখ : ৫ মে ২০২৫
স্থান : সকল বিভাগীয় শহর
তথাকথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ২০১৩ সালে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডের রায়কে কেন্দ্র করে বাম ধারার ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলগুলোর কারসাজিতে, সরাসরি আওয়ামী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতায় মহাসমারোহে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়েছিল। এর মাধ্যমেই আওয়ামী ফ্যাসিবাদের উত্থান ঘটে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, জুডিশিয়াল কিলিং, গুম করে আয়নাঘরে আটকে রাখাসহ যাবতীয় অপকর্মের বৈধতা এই শাহবাগীরাই আওয়ামী লীগকে প্রদান করে। অবশ্য, এই পতিত বামদের ব্যবহার শেষ হলে তাদেরকেও ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয় আওয়ামী লীগ।
সেই শাহবাগে অবস্থান নিয়ে বামপন্থীরা 'ফ্রি মিক্সিং' শুরু করে এবং কিছু ব্লগার রাসূল (সা.)-কে নিয়ে মারাত্মক আপত্তিকর লেখা প্রকাশ করে। যা তাওহিদী জনতা সহজভাবে নিতে পারেনি। তাই তারা হেফাজতে ইসলামের ব্যানারে সারাদেশে বিশাল বিক্ষোভ শুরু করেন। সর্বশেষ রাসূল (সা.)-কে নিয়ে কটুক্তি করা শাহবাগী ব্লগারদের বিচারের দাবিতে ১৩ দফা দাবি নিয়ে শাপলায় গণজমায়েতের ডাক দেওয়া হয়। এই শান্তিপূর্ণ গণজমায়েতকে কেন্দ্র করে গণহত্যায় মেতে ওঠে আওয়ামী ফ্যাসিবাদ। রাস্তায় কুরআন পোড়ানো, রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে গণহত্যা চালানো এবং আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডবে হতবিহ্বল হয়ে পড়ে দেশের জনগণ। সেদিন রাতে যারা নিহত হন, তাদের লাশ পর্যন্ত গুম করা হয়।
মানবাধিকার সংগঠনগুলো এ নিয়ে কথা বললে, তাদেরও গ্রেপ্তার করা হয়। এই নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচার করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই।