সিরাজুল ইসলাম

সিরাজুল ইসলাম সেদিন কোন মানুষ অন্য মানুষের জন্য কোন কিছুর ক্ষমতা রাখবে না। আর সেদিন সকল বিষয় হবে আল্লাহর কর্তৃত্বে

19/05/2025

এজন্য ই আমরা শিবির কে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তুলনা করি।

12/05/2025

বহুদিন পর ছোটো বেলায় মুখস্ত করা "উত্তম ও অধম" কবিতাটি মনে পরে গেলো। কেউ আপনাকে উত্তপ্ত করতে চাইলেই উত্তপ্ত হতে হয়না। মনে রাখবেন, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগের বশবর্তী হয়ে আমরা অনেক সময় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। নিজেকে জাস্টিফাই করতে অন্যের উপর যুলুম করে ফেলি। রাগ আস্থা ও ঐক্য নষ্ট করে। কি করতে হবে তা ভুলিয়ে দেয়। আর নিজেদের ধ্বংস ডেকে আনে।

উত্তম ও অধম
- সত্যেন্দ্রনাথ দত্ত
মূল : শেখ সাদী

কুকুর আসিয়া এমন কামড়
দিল পথিকের পায়
কামড়ের চোটে বিষদাঁত ফুটে
বিষ লেগে গেল তাই।

ঘরে ফিরে এসে রাত্রে বেচারা
বিষম ব্যথায় জাগে,
মেয়েটি তাহার তারি সাথে হায়
জাগে শিয়রের আগে।
বাপেরে সে বলে র্ভৎসনা ছলে
কপালে রাখিয়া হাত,
তুমি কেন বাবা, ছেড়ে দিলে তারে
তোমার কি নাই দাতঁ?

কষ্টে হাসিয়া আর্ত কহিল
“তুই রে হাসালি মোরে,
দাঁত আছে বলে কুকুরের পায়ে
দংশি কেমন করে?”

কুকুরের কাজ কুকুর করেছে
কামড় দিয়েছে পায়,
তা বলে কুকুরে কামড়ানো কিরে
মানুষের শোভা পায়?

09/05/2025

জুলাই"২৪: ইতিহাসের এক রক্তাক্ত সকাল
ডকুমেন্টারি প্রকাশনা।

২৪-এর জুলাই শুধুই একটি মাস নয়—এটি এক নির্মম অধ্যায়, যা ইতিহাসের পৃষ্ঠায় লাল কালি দিয়ে লেখা।

#২৪জুলাইঅভ্যুত্থান #ডকুমেন্টারি #বাংলাদেশেরইতিহাস #রক্তাক্তপ্রতিধ্বনি

08/05/2025

“গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারকে ঘোষণা করতে হবে। পাশাপাশি যেসব উপদেষ্টা চিহ্নিত আওয়ামী আমলাদের পৃষ্ঠপোষকতা দিয়ে পদায়ন করেছেন, তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং আওয়ামী দোসর সকল আমলা ও প্রশাসনের বিচারের জন্য স্পেশাল ফোর্স ও তদন্ত কমিটি গঠন করতে হবে।”

২০১৩ সালের ৫ মে শাপলায় আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের হাতে ইতিহাসের নৃশংস হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবিতে দেশব্যাপী ...
03/05/2025

২০১৩ সালের ৫ মে শাপলায় আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের হাতে ইতিহাসের নৃশংস হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবিতে দেশব্যাপী মানববন্ধন।

তারিখ : ৫ মে ২০২৫
স্থান : সকল বিভাগীয় শহর

তথাকথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ২০১৩ সালে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডের রায়কে কেন্দ্র করে বাম ধারার ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলগুলোর কারসাজিতে, সরাসরি আওয়ামী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতায় মহাসমারোহে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়েছিল। এর মাধ্যমেই আওয়ামী ফ্যাসিবাদের উত্থান ঘটে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, জুডিশিয়াল কিলিং, গুম করে আয়নাঘরে আটকে রাখাসহ যাবতীয় অপকর্মের বৈধতা এই শাহবাগীরাই আওয়ামী লীগকে প্রদান করে। অবশ্য, এই পতিত বামদের ব্যবহার শেষ হলে তাদেরকেও ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয় আওয়ামী লীগ।

সেই শাহবাগে অবস্থান নিয়ে বামপন্থীরা 'ফ্রি মিক্সিং' শুরু করে এবং কিছু ব্লগার রাসূল (সা.)-কে নিয়ে মারাত্মক আপত্তিকর লেখা প্রকাশ করে। যা তাওহিদী জনতা সহজভাবে নিতে পারেনি। তাই তারা হেফাজতে ইসলামের ব্যানারে সারাদেশে বিশাল বিক্ষোভ শুরু করেন। সর্বশেষ রাসূল (সা.)-কে নিয়ে কটুক্তি করা শাহবাগী ব্লগারদের বিচারের দাবিতে ১৩ দফা দাবি নিয়ে শাপলায় গণজমায়েতের ডাক দেওয়া হয়। এই শান্তিপূর্ণ গণজমায়েতকে কেন্দ্র করে গণহত্যায় মেতে ওঠে আওয়ামী ফ্যাসিবাদ। রাস্তায় কুরআন পোড়ানো, রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে গণহত্যা চালানো এবং আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডবে হতবিহ্বল হয়ে পড়ে দেশের জনগণ। সেদিন রাতে যারা নিহত হন, তাদের লাশ পর্যন্ত গুম করা হয়।

মানবাধিকার সংগঠনগুলো এ নিয়ে কথা বললে, তাদেরও গ্রেপ্তার করা হয়। এই নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচার করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই।

আমাদের সমাজে কিছু এমনসব তথাকথিত উদার ব্যাক্তি বাস করেন, যাদের দানশীলতার গল্প কাহারু অজানা নেই। যেমন ১০ টাকা দান করে ১০ ব...
08/08/2022

আমাদের সমাজে কিছু এমনসব তথাকথিত উদার ব্যাক্তি বাস করেন, যাদের দানশীলতার গল্প কাহারু অজানা নেই। যেমন ১০ টাকা দান করে ১০ বার সেলফি তুলে ফেইসবুক স্ট্যাটাস দেওয়া। এক গরিব ব্যাক্তিকে একটি শীতের পোশাক দান করতে ২০ জন লোক হাজির হওয়া। বিষয়টা দান করার পরিবর্তে চোর ধরার মতন লাগে।

ঠিক এমন ধরণের তথাকথিত এক উদার ব্যাক্তিকে আমি দেখেছি মানুষের সেবা করতে। ব্যাক্তিটির বাড়ির সামনের নর্দমা পরিষ্কারের জন্য এক swiper ভাড়া করেছিলেন। ব্যাক্তিটি সকল থেকে দুপুর পর্যন্ত কাজ করলো। দুপুরের খাবার দেওয়ার দায়িত্ব মালিকের ছিল না। তারপরেও দানশীল ব্যাক্তি বলে কথা তিনি অনেক খাবার দিলেন।

কিন্তু খাবারগুলি দেখেই বোঝা যাচ্ছিলো সেগুলি বাসি খাবার যা আগের দিন রাত্রীতে বেঁচে গিয়েছিলো, সেগুলি। কিন্তু তথাকথিত উদার ব্যাক্তি একটি অব্যবহৃত প্লেট পর্যন্ত দেয় নাই।

Swiper অত্যন্ত গরিব হয়তো তার এভাবে খেয়ে অভ্যাস আছে, যেমনটি ছবিতে দেখছেন [এটা তারই ছবি]।

সে নর্দমা পরিষ্কার করা কাজের জিনিসটি পরিষ্কার করে সেখানেই খেতে আরাম্ভ করলো।

এই ঘটনা আমার মনে একটি ছাপ ছুড়ে দিয়েছিলো। কারণ আমি নিজেও তাদের দলেরই একজন যারা তথাকথিত দানশীল। এই ঘটনার লজ্জাজনক দিকটি হলো, আমি নিজেই লজ্জীত যে, তাদের জন্য কিছু করার সামর্থ রাখতে পারিনা অথবা করার মন মানসিকতা নেই।

সত্যি ওই ঘটনা যখন মনে হয় তখন অনুশোচনা হয় কিন্তু পারিনা, তাই আজও নিজেকে সবচেয়ে বড় স্বার্থপর মনে করি।

30/05/2022

So funny

Address

Morelganj, Bagerhat
Khulna
9320

Alerts

Be the first to know and let us send you an email when সিরাজুল ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিরাজুল ইসলাম:

Share