07/07/2025
বন্ধু-বান্ধব দের সাথে নিয়ে তো অনেক রেস্টুরেন্টে গিয়েছেন খেয়েছেন অনেক জায়গায় ঘুরেছেন। কখনো কি মা-বাবাকে সাথে নিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া বা বিভিন্ন সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছেন ??? একদিন মা-বাবাকে সাথে নিয়ে রেস্টুরেন্টে খেয়ে দেখিয়েন, মা-বাবাকে সুন্দর সুন্দর জায়গা ঘুরিয়ে দেখিয়েন, দেখবেন অন্য রকম ভালো লাগা কাজ করবে। আমি যখনই আমার মা কে কাছে পাই তখনই চেষ্টা করি সাথে নিয়ে একটু ঘোরাঘুরি করা, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করার। কারণ যে মা-বাবা আমাদের ছোটবেলা আনন্দ বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বা পার্কে সাথে নিয়ে ঘোরাঘুরি করতেন, আজ বড় হয়ে সেই মা-বাবাকেও আনন্দ বিনোদন দেওয়ার জন্য আমাদের উচিত বিভিন্ন জায়গায় সাথে নিয়ে ঘোরানো, ভালো কিছু খাওয়া। কিন্তু আমরা বড় হয়ে স্বার্থপর হয়ে যায়, মা-বাবাকে সময় না দিয়ে বন্ধু-বান্ধব দের সবসময় সময় দিই। পড়ালেখার উদ্দেশ্য আমার গ্রামের বাহিরে থাকা হয়, তবে মাকে কাছে পেলে এইটুকু দায়িত্ব পালন করতে ভুল করি না। ভালো থাকুক পৃথিবীর সকল মা-বাবা৷ ছবিতে আমার সাথে আমার মা আর ছোট বোন ❤️।