18/04/2025
চার মাস বয়সী এক নিষ্পাপ শিশু। চোখ মেলে সে এখনো ঠিক করে চিনে উঠতে পারেনি এই নিষ্ঠুর পৃথিবীটাকে। অথচ তারই জন্মদাত্রী মা তাকে বিক্রি করে দিলেন—মাত্র ৪৫ হাজার টাকার বিনিময়ে।
না, সন্তানকে নতুন জীবনের আশায় বা কোনো অভাবের তাড়নায় কাউকে দেননি তিনি। ওই ৪৫ হাজার টাকায় তিনি নিজের জন্য কিনলেন একটা ঝকমকে স্মার্টফোন আর পাও সাজানো রুপার নূপুর, নতুন ফোনে সেলফি তোলা,আর পায়ে দিয়ে নূপুর নিজেকে বড় সুন্দরী মনে হলো তার।
আচ্ছা মা কি এমন ও হতে পারে? "মা না, যেন কোনো পাথরের মূর্তি—ভিতরে কি কোনো অনুভূতি নেই।" "এমন মায়ের গর্ভে সন্তান জন্মানোটাই ভুল "।
একটা শিশুর কান্না আর বুক ফাটানো অসহায় চিৎকার, চাপা পড়ে গেছে- ফোন নামক ভাইরাস আর নিজেকে সাজানো কিছু অলংকার এর কাছে।
"মা "হয়ে, মাতৃত্বকে বিক্রি করে দিয়েছে —অল্প কিছু টাকার মোহে।
---
আচ্ছা বলুন তো "সন্তান,তা হলে কোথাই নিরাপদ????