
13/05/2025
________________🚫সতর্ক বার্তা🚫______________
বর্তমানে কিছু প্রতারক চক্র বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার আবেদনকারীদের ফোন করে নানা রকম মিথ্যা তথ্য দিয়ে PIN নাম্বার চাইছে।
তাদের ভাষা হবে ভদ্র, কথা হবে বিশ্বাসযোগ্য। কিন্তু মনে রাখবেন—এই একটি ভুলেই আপনার সব তথ্য বা ভাতা হ্যাক হয়ে যেতে পারে।
✅ কারও ফোনে কোনো PIN নাম্বার, OTP বা গোপন কোড শেয়ার করবেন না।
✅ সন্দেহজনক ফোন আসলে সরাসরি স্থানীয় ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন।
✅ আপনার পরিচিত সবাইকে এই বিষয়ে সতর্ক করুন।
ভুলে হোক বা বিশ্বাস করে—কাউকে PIN দেবেন না। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।
#ভাতা_জালিয়াতি #সতর্ক_বার্তা েয়ার_নিষেধ