Md Likhon Ahamed

Md Likhon Ahamed মিথ্যা বলা মহাপাপ সত্যকে দিয়ে মহাবিশ্ব জয় করতে চাওয়া আমি।
★Vlog video★
★Funny video★
★Travelling Video★
★Food Vlog★

28/09/2025

খুলনা বিমানবন্দর 🫶

28/09/2025
বাশের বিরানি খাবেন?
27/09/2025

বাশের বিরানি খাবেন?

26/09/2025
খুলনা বিমানবন্দর ❤️
24/09/2025

খুলনা বিমানবন্দর ❤️

24/09/2025

প্রচুর খেতে হবে🫶

Bk_Liton
23/09/2025

Bk_Liton

23/09/2025

শুভ রাত্রি বন্ধুরা 🫶

ব্যাচেলর পয়েন্ট নাটকের সেরা জুটি শিমুল লামিয়া👨‍👩‍👧
19/09/2025

ব্যাচেলর পয়েন্ট নাটকের সেরা জুটি
শিমুল লামিয়া👨‍👩‍👧

🇧🇩 travelling to Sunderbans -এর পক্ষ থেকে স্বাগতম 🇧🇩  🛳️ river cruse🛳️🐅 ভ্রমন তারিক সেপ্টেম্বর ২৬-২৭-২৮-২০২৫ 🐅💐আসসামুআলা...
17/09/2025

🇧🇩 travelling to Sunderbans -এর পক্ষ থেকে স্বাগতম 🇧🇩
🛳️ river cruse🛳️
🐅 ভ্রমন তারিক সেপ্টেম্বর
২৬-২৭-২৮-২০২৫ 🐅
💐আসসামুআলাইকুম, প্রিয় ট্যুরিষ্ট/ট্রাভেলার💐

প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম নিদর্শন আমাদের এই সুন্দরবন। আর সেজন্য সুন্দরবন ভ্রমনটি একটু ব্যতিক্রম হয়ে থাকে। এখানে এক ভ্রমনেই নদী ভ্রমন, সরু খাল ভ্রমন, বন্যজীবন, বনের গহীনে ট্রাকিং ও সমুদ্র বিলাশ হয়ে থাকে।
"সুন্দরবন পলি টুরিজম " সুন্দরবন ট্যুরে বিভিন্ন প্যাকেজ, কর্পোরেট গ্রুপ, গ্রুপ ট্যুর, ফ্রেন্ডন্স ও ফ্যামেলী ট্যুরের আয়োজন করে আসছে দীর্ঘ দিন ধরে। দীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ট্যুর ম্যানেজমেন্ট, অভিজ্ঞ গাইড, দক্ষ টিম মেম্বার এর সমন্বয়ে গেষ্টদের সর্বোচ্চ সেবা দিয়ে আসছে। আমাদের সেবার মান আরও উন্নত করার জন্য আমরা সর্বদা কাজ করে যাচ্ছি।
আমাদের আছে পর্যটকবাহী টুরিষ্ট জাহাজ এম এল প্যালিকেন আমাদের অত্যাধুনিক এই টুরিষ্ট শিপে ৪৫ জন ট্যুরিষ্ট ক্যাপাসিটি। এই শিপে আছে এ্যাটাষ্ট বাত ও কমন বাতের অতিসুন্দর কেবিন।
আমাদের সাথে উপভোগ করুন বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ও আমাদের অভিজ্ঞ ক্রু'দের আতিথীয়তা।

✅ ট্যুর ডিটেইলসঃ-
📌 প্যাকেজঃ খুলনা - সুন্দরবন - খুলনা
📌 ট্যুর সাইজঃ ৪৫ জন
📌 ট্যুর ডিউরেশনঃ ৩ দিন ২ রাত
📌 শিপঃ-এম এল প্যালিকেন
✅ প্যাকেজ মূল্য (প্রতিজন হিসাবে)ঃ-
🔸
📍 বিদেশীদের জন্য অতিরিক্ত ৭,৫০০ টাকা প্রদান করতে হবে ফরেষ্ট এন্ট্রি ফি বাবদ।

✅ ট্যুর স্পটঃ-
🌲আন্দারমানিক ইকো ট্যুরিজম
🌲 পাখিরখাল ক্যানেল
ক্রজিং
🌲কটকা অফিসপার
🌲টাইগার টিলা
🌲কটকা ওয়াচ টাওয়ার
🌲টাইগার পয়েন্ট
🌲জামতলা সী বীচ
🌲কচিখালী অভায়ারন্য
🌲কচিখালী খাল
🌲ডিমের চর
🌲করমজল (মিনি জু ও কুমির প্রজনন কেন্দ্র)

✅ ট্যুর আইটেনারীঃ-

🌿দিন১ঃ- খুলনা BIWT লঞ্চঘাট থেকে ভোর ৫ টা থেকে আমাদের গাইড গেষ্ট রিসিভ করে জাহাজে নিয়ে যাবে এবং রুম বুঝিয়ে দিবে। জাহাজ চলতে থাকবে আন্দারমানিক ইকো ট্যুরিজম স্পটের উদ্দেশ্যে। সকাল ৮:৩০ মিনিটে ব্রেকফাষ্ট পরিবেশন করা। যেতে যেতে চোখে পড়বে রূপসা ব্রীজ, রেলব্রীজ,তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মোংলা বন্দর। আনুমানিক দুপুর ০২ টায় আন্দারমানিক ইকো ট্যুরিজম স্পটে পৌঁছানো। লাঞ্চ এর পরে আমরা আন্দারমানিক ইকো ট্যুরিজম স্পট ঘুরে দেখবো এখানে বন্যপ্রানীর পানি খাবার জন্য একটি মিষ্টি পানির পুকুর আছে। আছে বন ও বন্যপ্রানী পর্যবেক্ষণ করার জন্য ওয়াচ টাওয়ার। আর কনক্রিট এর তৈরী ৮০০ মিটার দীর্ঘ হাটার ট্রেইল। আন্দারমানিক ইকো ট্যুরিজম স্পট ঘুরে আমরা জাহাজে ফিরে আসবো জাহাজ চলতে থাকবে কটকা অভায়ারন্যের উদ্দেশ্যে। জাহাজে বসে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য অবলোকন করবো। যেতে যেতে পড়বে তাম্বুলবুনিয়া ও হরিনটানা ফরেষ্ট অফিস। আনুমানিক রাত ১১ টার দিকে কটকা পৌঁছানো এবং ডিনার পরিবেশন। রাতে জাহাজে অবস্হান।

🌿 দিন ২ঃ- খুব সকাল আনুমানিক ৬ টায় কটকা অফিস পার ও তিন টিলা সহ এলাকা ভ্রমন করা এবং জাহজে ফিরে এসে ব্রেকফাষ্ট করে জামতলা সী বীচের উদ্দেশ্যে যাত্রা করা। যাওয়ার পথেই আমরা ওয়াচ টাওয়ার ও টাইগার পয়েন্টের ভিতর থেকে হেঁটে যাবো। বীচে ১ ঘন্টা সময় দিয়ে আমরা আবার জাহাজে ফিরে আসবো। (কটকা জামতলা বীচ যাওয়া আসা আনুমানিক ৬ কিলোমিটার)। জাহাজে ফিরে আমরা ছোট ক্যানেল দিয়ে কচিখালী অভায়ারন্যের দিকে রওনা করবো।জাহাজ চলন্ত অবস্থায় আমরা দুপুরের লাঞ্চ করে নিব।বেলা ২টা নাগাদ আমরা কচিখালী পৌঁছাবো। প্রথমে আমরা চলে যাবো ডিমের চর। সাগরের মাঝে ভেসে ওঠা এই চরে আমরা ৪ টা পর্যন্ত কাটিয়ে চলে আসবো কচিখালীতে। কচিখালীতে প্রচুর হরিন দেখা যায়। কচিখালী ও কচিখালীর ক্যানেল ক্রুজিং করে সন্ধ্যারদিকে শিপে ফিরে আসব ও শিপ ঢাংমারী ফরেষ্ট স্টেশনের পাশে
করমজলের উদ্দেশ্যে রওনা করবে। আনুমানিক রাত ২ টার দিকে করমজল এসে অবস্হান করবে।

🌿 দিন ৩ঃ- সকালে আমরা ব্রেকফাষ্ট করে করমজল ভ্রমন করবো। করমজল মিনি জু ও কুমির প্রজনন কেন্দ্র। এখানে প্রায় ১.৫ কিলোমিটারের মত সুন্দর একটি হাটার ট্রেইল আছে। আছে অনেক উঁচু ওয়াচ টাওয়ার। সুন্দরবনের বড় ম্যাপটিও এখানে। করমজল ভ্রমন শেষে জাহাজে ফিরে আসা ও জাহাজ খুলনার উদ্দেশ্যে রওনা করা। আনুমানিক বিকাল ৪টার দিকে খুলনা পৌছানো শেষে ট্যুরের সমাপ্তি ঘোষনা করা।

বিঃ দ্রঃ জোয়ার ভাটার কারনে কিছু সময় ব্যবধান হতে পারে।।

✅ প্যকেজ ইনক্লুডঃ-
👉 ট্যুরিষ্ট শিপে ২/৩/৪ জন শেয়ার বেসিস কেবিনে থাকা
👉 তিন দিনের সকল প্রকার খাবার (ব্রেকফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্যাক্স)

👉 ট্যুর আইটেনারী অনুযায়ী সকল স্পট পরিদর্শন
👉 ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং
👉 শেষ রাতে বার-বি-কিউ ডিনার
👉 ২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ (২০লি: জার)
👉 ২৪ ঘন্টা রুম সার্ভিস
👉 ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি
👉 নিরাপওার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে অস্ত্রধারী গার্ড
👉 অভিজ্ঞ ট্যুর গাইড
👉 অভিজ্ঞ বাবুর্চি ও সার্ভিস বয়
👉 সুদক্ষ ক্রু

✅ প্যাকেজ এক্সক্লুডঃ-
❌ সকল ট্রান্সপোর্ট
❌ সকল প্রকার ব্যাক্তিগত খরচ
❌ পারর্সোনাল মেডিসিন
❌ সফট বা হার্ড ড্রিংস
❌ ক্যামেরা এন্ট্রি ফি
❌ টিপস
✅ আমাদের ট্যুরে কোন রকম হিডেন চার্জ নাই।
✅ এম এল প্যালিকেন জাহাজের ফ্যাসিলিটিসমুহ-
🔹 নন এসি এ্যাটাষ্ট ও নন এ্যাটাষ্ট কেবিন টুরিষ্ট শিপ
🔹গেষ্ট ধারন ক্ষমতা ৪৫ জন
🔹ওপেন ডায়নিং
🔹লাইভ বার-বি-কিউ কর্নার
🔹এ্যাটাষ্টবাথ ও কমনবাত কেবিন ১৬ টি=৪৫ জনের
🔹এ্যাটাষ্ট বাত কেবিন
১১ টা ৩১ জন।
🔹কমনবাত কাপল,টুইন,
ত্রিপল ও ফোরবেড কেবিন ৫ টি় ১৪ জন।
🔹 সিটিং ও নামাজের স্থান আছে।
🔹ফ্রেশ পানির রির্জাব ক্যাপাসিটি ২৫,০০০ লি:।
🔹নিরাপদ ভ্রমনের জন্য মেইন ইঞ্জিন ১টা
🔹জাহাজে ইলেট্রিসিটি সাপ্লাইয়ের জন্য ২ টি জেনারেটর।
🔹আধুনিক ভি,এস,এফ, লাইফ বয়া, লাইফ জ্যকেট এবং অগ্নিনির্বাপক ব্যাবস্থা সহ আছে আরও প্রয়োজনিও ইকিউপমেন্ট।

🔺 নিরাপত্তাঃ-
নিরাপত্তা নিয়ে আমরা কখনও আপস করি না । আমাদের সর্বচ্চ অগ্রাধিকার থাকে গেষ্টের নিরাপত্তা নিয়ে। বনবিভাগ থেকে থাকবে সার্বক্ষনিক আর্মসসহ দুই জন নিরাপত্তা কর্মী। আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

নোট: সুন্দরবনে শুধু মাত্র টেলিটক নেটওয়ার্ক কাজ করে।

☎️ বুকিং এর জন্য যোগাযোগ করুনঃ-
Traveling To Sunderbans
18 no B.I.W.T.A Tarminal Market 4no Lounch ghat
Khulna-
Bangladesh
𝐂𝐞ll 01760185836 01342086018

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Likhon Ahamed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Likhon Ahamed:

Share