03/07/2023
ব্যক্তিজীবনের ঝড় সামলে প্রহেলিকার অর্পা চরিত্রের ভেতর দারুণভাবে মিশে গেছেন বুবলী! ❤️🔥❤️
সেন্সর বোর্ডের সদস্যরা প্রহেলিকা দেখে ভূয়সী প্রশংসা করেছিলেন, বুবলির পারফরম্যান্সের প্রশংসা করেছিলেন নায়িকা রোজিনা। অবাক করার মতো বিষয় হলো, যখন এই প্রহেলিকা’র শ্যুটিং হয়েছে সেই সময় ব্যক্তিজীবনে সবচেয়ে বড় ঝড় সামলাচ্ছিলেন তিনি। তবে পারসোনাল লাইফের সমস্যার কারনে প্রফেশনাল লাইফে কোনো ছাড় দেননি তিনি। নির্মাতা চয়নিকা চৌধুরী তো অনেকবারই বলেছেন - ‘বুবলী ডিরেক্টরস আটির্স্ট, সকাল বিকেল বা মধ্যরাত বলে কোনো কথা নাই, যখন যে দৃশ্যে তাকে দরকার হয়েছে তার ঘন্টা তিন আগে ঘুম থেকে উঠে মেকাপে বসেছেন। সুন্দর ভাবে শট দিয়েছেন। এমনকি সেটে মোবাইলও ব্যবহার করতে দেখেননি কেউ বুবলীকে।’
যেকোনো অভিনয় শিল্পীর কাছে তার সব সিনেমাই গুরুত্বপূর্ণ এবং আলাদা মাত্রা যোগ করে ক্যারিয়ারে। এই ঈদে শবনম বুবলী যেমন আলোচনায় এসেছেন ‘প্রহেলিকা’ সিনেমার অর্পা চরিত্রে অসাধারণ অভিনয় দক্ষতার কল্যানে। এর আগে নির্মাতা চয়নিকা চৌধুরী, সহশিল্পী মাহফুজ আহমেদ সহ সেন্সর বোর্ডের সদস্যদের অনেকেই এই সিনেমা বুবলীর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে বলে স্টেটমেন্ট দিলেও রিলিজের পরে যারাই সিনেমাটি দেখছেন তারা ভূয়সী প্রশংসা করেছেন অর্পা হিসেবে সাবলীল এবং অসাধারণ পারফরম্যান্স উপহার দেয়া শবনম বুবলীর।
‘প্রহেলিকা’র রহস্য আর রোমাঞ্চের জগতে অর্পা নিজেই যেনো এক অপরূপ ধাঁধা। সিনেমায় বুবলীর লুক, কস্টিউম, পরিমিত মেকআপ, আবার কখনো আন্ডার ওয়াটার শুটে বিনা মেকাপে হাজির হওয়া কোনো কিছুই তার অসাধারণ সৌন্দর্য্য নতুন করে উঠে এসেছে স্ক্রিনে। তবে এসব কিছু ছাপিয়ে অনবদ্য অভিনেত্রী হিসেবে ঢাকাই চলচ্চিত্রে যেনো নবজন্ম হলো বুবলীর। গল্প এবং চিত্রনাট্যের চাহিদা অনুযায়ী তার এক্সপ্রেশন, সংলাপ ডেলিভারী, চোখের অভিব্যক্তি এবং দেশের চার প্রশংসিত অভিনেতার সাথে পাল্লা দিয়ে সমানতালে অভিনয় দক্ষতা মুগ্ধ করেনি এমন কাউকে পাওয়া যাবেনা।
অন্যভাবে বলতে গেলে, বুবলীর ব্রিলিয়ান্ট পারফরম্যান্স দেখার সৌভাগ্য হলো আমাদের ‘প্রহেলিকা’র মধ্য দিয়ে। যেখানে ঢাকাই সিনেমায় এখনো নারী চরিত্র স্পেস কম পায় সেখানে বুবলী শুধু সমানভাবে স্পেসই পাননি বরং বেশ কিছু দৃশ্যে তার সহঅভিনেতাদের ডমিনেটও করেছেন তার অভিনয় প্রতিভার জোরে।
একজন প্রফেশনাল শিল্পী তার ব্যক্তি জীবনকে একপাশে রাখেন, আরেক পাশে রাখেন তার পেশাকে। বুবলি ঠিক সেটাই করেছেন। সব ত্যাগ, কষ্ট বা ভেতরে ভেঙে পড়লেও ক্যামেরার সামনে অসাধারন অভিনয়ের সুফল এখন পাচ্ছেন বুবলী। ‘প্রহেলিকা’ বক্স অফিসে সফল হবে কিনা তা সময় বলে দিবে তবে অভিনেত্রী হিসেবে বুবলী যে ঢাকাই সিনেমার এই সময়ের আস্থাশীল গুটিকয়েক অভিনেত্রীর একজন হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন তা বলার অপেক্ষা রাখে না।
©️