Dark Bangla

Dark Bangla Joy Bangla Joy Bongobondhu

30/08/2025

'শোক হোক শক্তির আধার,
ছাত্রজনতার জাগরণে, বিদায় হবে দখলদার।'

জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের আলোচনা সভায় বক্তব্য রাখবেন- মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা।

তারিখ- ৩১ আগস্ট, সময়- রাত ৯টা

(অনুষ্ঠানটি Bangladesh Awami League ও Bangladesh Students' League এর অফিসিয়াল পেজ থেকে প্রচারিত হবে।)

Nur Out
29/08/2025

Nur Out

29/08/2025

গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মহান মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে গোলটেবিল বৈঠকে মবসন্ত্রাস করে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় সিক্ত ব্যক্তিদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
——-

অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার পর থেকে দেশবাসী প্রত্যক্ষ করছে যে, এরা মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মানিত, অপমানিত ও লাঞ্চিত করে আসছে। যেন তাদের প্রধান টার্গেটই হলো মহান মুক্তিযুদ্ধ। বাঙালি জাতির সম্মিলিত বোধ ও ঐক্যবদ্ধ প্রয়াসে হাজার বছরের আরাধ্য স্বাধীনতা অর্জিত হয়। মহান মুক্তিযুদ্ধের এই স্পিরিটকে এই অবৈধ দখলদার বাহিনী ভয় পায়। তাই তারা নীতিগতভাবেই মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের বিপরীতে অবস্থান নিয়েছে। দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী অপশক্তিকে পরিপুষ্ট করে তারা আমাদের ইতিহাস ও লাখো শহিদের রক্তের ঋণের সঙ্গে বেঈমানী করছে। এটা যেন শিষ্টের দমন দুষ্টের পালন। তারই ধারাবাহিকতায় গতকাল রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্বাধীনতাবিরোধী অপশক্তি মবসন্ত্রাস করে বয়োজ্যেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুর আলম (পান্না), পেশাজীবী এটিএম আনিসুর রহমান বুলবুল-সহ বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় সিক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। ডিআরইউ-এর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১'। দল-মতের সব মুক্তিযোদ্ধাদের সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। এটা কোনো দলীয় অনুষ্ঠান ছিল না। অথচ সেখানে আলোচনায় অংশগ্রহণ ও শুনতে এসে বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষদের মবসন্ত্রাসের শিকার হতে হয়। এই মবসন্ত্রাসের হাত থেকে শিক্ষক-সাংবাদিক-সহ কোনো শ্রেণি-পেশার মানুষ রেহাই পাচ্ছে না। মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ ঘটনা। সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে মহান মুক্তিযুদ্ধের চেতনা আমাদের অনুপ্রেরণা। এই ঐতিহাসিক সংগ্রামে নিজেদের জীবন বাজি রেখে দেশটা যারা স্বাধীন করেছিল, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাদের প্রতি সন্ত্রাস সৃষ্টি ও তাদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে। কী আজব ঘটনা! কী স্পর্ধা! ত্রিশ লক্ষ শহিদ ও মহান মুক্তিযোদ্ধা সুমহান আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে স্বাধীনতাবিরোধী রক্তবীজ থেকে জন্ম নেওয়া অশুভ শক্তি আস্ফালন দেখাচ্ছে খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের প্রত্যক্ষ মদদে। অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং মহান মুক্তিযুদ্ধে সমগ্র জাতির সুমহান আত্মত্যাগকে ভূ-লুণ্ঠিত করছে।

যাদের বীরত্ব, সাহস ও আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীন দেশ পেলাম, জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের অসম্মান ও অপমান বাঙালি জাতি মেনে নেবে না, বাংলাদেশ একদিন এর জবাব দেবে, ইনশাল্লাহ।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৯ আগস্ট ২০২৫

26/08/2025

ধর্মনিরপেক্ষ বাংলাদেশ
ইউনুসের দিন শেষ

22/08/2025
15/08/2025
📋 Our starting XI!✅ ¡Nuestro XI inicial!🆚 Rayo Vallecano
09/03/2025

📋 Our starting XI!
✅ ¡Nuestro XI inicial!
🆚 Rayo Vallecano

Final
09/03/2025

Final

08/03/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

Win💥
08/03/2025

Win💥

11/12/2024

Address

Khulna

Telephone

+8801904544365

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dark Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dark Bangla:

Share