Shoriful Editing

Shoriful Editing রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে ও পড়তে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ।🥰❤️ Hello! Everyone, How are you? I am Content Creator and I am Youtuber.

25/07/2025

ছদ্মবেশী টিচার যখন রোমান্টিক বর__ সিজন-শেষ__ A romantic love story__ Ft_ Himu_Shonalika

25/07/2025

লেডি মাফিয়া যখন বউ _ সকল পর্ব _ Romantic Love Story

25/07/2025

চাচাতো বোন যখন রাগী বউ সকল পর্ব ||Tamim & Noyonika||Shoriful Editing

24/07/2025

হাসি এই কান্না_ দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প _ Romantic Love Story

সময় কেটে যাচ্ছিলো ধীরে ধীরে।নাফিয়া আপুর সাথে আমার সম্পর্কটা এখন আর গোপন ছিল না—লাইব্রেরির দু-একজন বুঝে গিয়েছিল…কেউ কেউ ম...
24/07/2025

সময় কেটে যাচ্ছিলো ধীরে ধীরে।
নাফিয়া আপুর সাথে আমার সম্পর্কটা এখন আর গোপন ছিল না—
লাইব্রেরির দু-একজন বুঝে গিয়েছিল…
কেউ কেউ মুখ টিপে হাসত, কেউ বা সোজা জিজ্ঞেস করত,
– “তুই কি সত্যি সিনিয়র আপুর সাথে প্রেম করিস?”
আমি হেসে বলতাম,
– “না রে ভাই, আমি তার ছাত্র… সে আমাকে জীবন শেখায়…”

একদিন সন্ধ্যায় আমি নাফিয়া আপুকে বললাম,
– “আপু, যদি একদিন আপনার বিয়ে ঠিক হয়ে যায়, আমি কি তখন আপনাকে ধরে রাখতে পারবো?”
সে কিছুক্ষণ চুপ করে থেকে বললো –
– “তুই কি জানিস, এই প্রশ্নটাই আমাকে সারাক্ষণ ভয় দেখায়…”

আমি বললাম –
– “ভয় পাবেন না, আপু… আমি থাকবো। আমি শুধু আপনাকে চাই, বাকি পৃথিবী আমার দরকার নেই।”

সে হেসে উঠলো… কিন্তু সেই হাসিতে ছিল অদ্ভুত এক কষ্ট।
তারপর ধীরে ধীরে বললো,
– “আমার পরিবার অনেক কড়া… তারা হয়তো তোর বয়স, ক্লাস, এসব দেখেই না বলে দেবে… তুই তখন কি করবি?”

আমি বললাম,
– “যুদ্ধ করবো… কারণ এই যুদ্ধটা শুধু প্রেমের না, এটা নিজের মানুষকে পাওয়ার যুদ্ধ।”

সে আমার হাত ধরে ফেললো…
প্রথমবার!
গভীর ভালোবাসায় চোখে চোখ রেখে বললো –
– “তুই যদি কখনও কাঁপিস, আমি তোর হাত শক্ত করে ধরবো। কিন্তু তুই শুধু একটা কথা দে, আমার হাত কখনো ছেড়ে দিবি না…”

আমি তার হাতটা আরও শক্ত করে ধরলাম…
চারদিকে ঢাবির সেই আলো-আঁধারিতে,
আমাদের ভালোবাসা জ্বলে উঠলো একটা চুপচাপ প্রতিজ্ঞার মতো…

পরের দিন বিকেল ৪টা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর, ছায়াময় গাছের নিচে আমি দাঁড়িয়ে আছি, বুক ধুকপুক করছে।প্রথমবারের মতো ...
24/07/2025

পরের দিন বিকেল ৪টা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর, ছায়াময় গাছের নিচে আমি দাঁড়িয়ে আছি, বুক ধুকপুক করছে।
প্রথমবারের মতো লাইব্রেরির বাইরে দেখা করতে চলেছি নাফিয়া আপুর সঙ্গে।

হঠাৎ এক রিকশা থামলো সামনে।
হালকা গোলাপি সালোয়ার কামিজে, মাথায় হালকা ওড়না – নাফিয়া আপু নেমে এলো।
তাকে দেখে মনে হলো –
"লাইব্রেরির বইগুলো আজ সব হার মেনেছে তার চেহারার সামনে…"

সে এসে বললো,
– “তুই বেশ punctual, ৪টা বলছিলাম, ঠিক ৪টায় চলে এসেছিস।”
আমি মুচকি হেসে বললাম,
– “আপুর জন্য লেট হওয়া পাপ।”

সে হেসে ফেললো।
আমরা ধীরে ধীরে হাঁটতে লাগলাম, টিএসসি পার হয়ে ক্যাফেটেরিয়ার দিকে।

হঠাৎ সে বললো,
– “তুই কবে প্রথম আমাকে পছন্দ করেছিস?”
আমি একটু থেমে বললাম,
– “আপনার চশমার আড়ালে যে চোখ থাকে, সেই চোখে একদিন আমি নিজেকে দেখেছিলাম…”
সে কিছু না বলে চুপ করে থাকলো।

তারপর হঠাৎ থেমে গেল।
আমি অবাক হয়ে তাকালাম।

সে ধীরে ধীরে বললো –
– “তুই জানিস? আমি তোকে প্রথম যেদিন দেখেছিলাম, ভেবেছিলাম – এ ছেলে বড় হয়ে অনেক কিছু করবে। কিন্তু তখন ভাবিনি, এই ছেলেই একদিন আমার হৃদয়ের গল্প লিখবে…”

আমি স্তব্ধ!
এমন কথা, নাফিয়া আপুর মুখে?
তারপর সে বললো,
– “তুই যদি এখনও ঠিক থাকিস… তাহলে আমরা শুরুটা করতে পারি। একটু ধীর গতিতে… কিন্তু সত্যি করে…”

আমার চোখ ভিজে উঠলো।
বললাম,
– “আপু, আমি আপনার পাশে থেকে ধীর গতিতেই হেঁটে যেতে চাই… আজীবন…”

পরীক্ষার দিনগুলো শেষ হয়ে গেছে। আমি আবার আগের মতোই লাইব্রেরিতে সময় কাটাতে শুরু করলাম। আর সেই লাইব্রেরিতেই আবার দেখা হলো স...
24/07/2025

পরীক্ষার দিনগুলো শেষ হয়ে গেছে। আমি আবার আগের মতোই লাইব্রেরিতে সময় কাটাতে শুরু করলাম। আর সেই লাইব্রেরিতেই আবার দেখা হলো সিনিয়র আপু — নাফিয়া আপুর সাথে।

সেদিন সে একা বসে ছিলো, চোখে তার সেই চেনা চশমা, হাতে এক কাপ কফি।

আমি দূর থেকে দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম।
ভাবছিলাম, কথা বলা উচিত হবে কিনা।
অবশেষে সাহস করে কাছে গিয়ে বললাম,
– “আপু, কেমন আছেন?”
সে হাসলো, চোখ তুলে তাকিয়ে বললো,
– “ভালো আছি। তুই?”
– “আমি ভালো। এই কয়েকদিন আপনাকে দেখিনি তাই খালি ভাবছিলাম…”
– “কি ভাবছিলি?” – সে হালকা মুচকি হেসে বললো।
আমি হঠাৎ করে থেমে গেলাম। বলবো কি, আর না বলবো?

সে আমার চোখে চোখ রাখল। এবার আর লুকাতে পারলাম না।

– “আপুকে না দেখলে কেন জানি মনে হয়, লাইব্রেরিটা কেমন ফাঁকা ফাঁকা লাগে…”

নাফিয়া আপু এক মুহূর্ত চুপ করে থাকলো। তারপর সে বললো,
– “তুই কি তাহলে সিরিয়াস?”
– “হুম আপু… অনেকদিন ধরেই বলা হয়নি… আপনি কি আমার মনের কথাটা বোঝেন না?”

সে কিছুক্ষণ চুপ করে রইলো। তারপর আস্তে করে বললো –
– “শোন, তুই আমার থেকে এক বছরের ছোট। তুই এখনও অনেক কিছু শিখবি, অনেক পথ বাকি। আমি চাই না, তোর পথ আমার কারণে কঠিন হোক। কিন্তু…”

আমি ধীরে ধীরে বললাম –
– “কিন্তু…?”

সে একটুও না হেসে বললো –
– “কিন্তু তোর চোখে আমি একরকম নির্ভরতা দেখি, যেটা অনেক সিনিয়রদের মাঝেও পাই না।”

তারপর সে বললো,
– “আচ্ছা, যদি তুই সত্যি চাস, তাহলে দেখা করি একদিন, লাইব্রেরি না… বাইরে।”

আমি তো অবাক!
– “মানে আপনি রাজি?”
সে হেসে বললো –
– “রাজি বলবো না… কিন্তু না ও বলছি না। দেখা করি, বাকিটা সময় বলবে…”

সিনিয়র আপু সাথে প্রেমস্কুলের শেষ বেলাটা ছিল রোদের আভায় ভরা। নবম শ্রেণিতে উঠতেই আমার জীবনটাকে উল্টেপাল্টে দিলেন সিনিয়র আপ...
24/07/2025

সিনিয়র আপু সাথে প্রেম

স্কুলের শেষ বেলাটা ছিল রোদের আভায় ভরা। নবম শ্রেণিতে উঠতেই আমার জীবনটাকে উল্টেপাল্টে দিলেন সিনিয়র আপু—নাম তার প্রিয়ন্তী। দশম শ্রেণির মেধাবী, ডিবেট ক্লাবের ক্যাপ্টেন, চোখে একটা আত্মবিশ্বাসের ঝিলিক। প্রথম দিনই লাইব্রেরিতে তার সঙ্গে দেখা।

"নতুন ছাত্র, তাই না?" হেসে জিজ্ঞাসা করলেন।

আমি মাথা নাড়লাম। "হ্যাঁ, আপু।"

"আমার নাম প্রিয়ন্তী। কিন্তু সিনিয়রদের 'আপু' বলতে হবে—এটা স্কুলের নিয়ম!" বলেই চোখ টিপে দিল।

সেই থেকে শুরু। লাইব্রেরিতে তার পাশে বসে বই পড়া, ডিবেট প্রতিযোগিতায় তার সঙ্গে প্র্যাকটিস করা, আর মাঝে মাঝে টিফিন শেয়ার। দিনে দিনে মনে হলো, তার হাসি, কথার ভঙ্গি, এমনকি রাগ করার ভাবটাও আমার জন্য আলাদা।

একদিন রেইনী বিকেলে স্কুলের ছাদে দাঁড়িয়ে ছিলাম। প্রিয়ন্তী আপু হঠাৎ বলল, "তোমাকে একটা কথা বলব?"

"বলুন, আপু।"

"আমি তোমাকে... খুব মিস করি যখন তুমি থাকো না।"

বৃষ্টির ফোঁটার মতোই কথাটা গড়িয়ে পড়ল গালে। বুঝতে পারলাম, এটা শুধু সিনিয়র-জুনিয়র সম্পর্ক নয়।

কিন্তু স্কুলের নিয়ম, বয়সের পার্থক্য, সামনের বোর্ড পরীক্ষা—সবকিছুই যেন বাধা। তবুও... প্রিয়ন্তী আপুর হাতটা হঠাৎ আমার হাতের উপর এসে পড়তেই মনে হলো, এই গল্পটা হয়তো একটু অন্যরকম হবে।

**শেষ**

23/07/2025

হালকা শীতের গরম আদর_ দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প _ Romantic Love Story

23/07/2025

সিনিয়র পুলিশীনির সাথে জোর করে বিয়ে _ সকল পর্ব _ Romantic Love Story

23/07/2025

প্রবাসীর স্ত্রীর সাথে রো_মান্টিক রু_মডেট_ Romantic Love Story

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shoriful Editing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category