Mithun Sarkar

Mithun Sarkar Professional Graphics Designer || Founder Of MISUN Academy
(5)

এই লেখাটা ৯০% মানুষ পরবে না।জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখে আপনি সবসময়ই দুটো রাস্তার সামনে দাঁড়িয়ে যাবেন...
18/06/2025

এই লেখাটা ৯০% মানুষ পরবে না।

জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখে আপনি সবসময়ই দুটো রাস্তার সামনে দাঁড়িয়ে যাবেন।
এই দুইটা রাস্তা দেখতে প্রায় একেবারেই আলাদা।

🔹 প্রথম রাস্তা:
চোখ যতদূর যায়, শুধুই সুখ-স্বাচ্ছন্দ্য, আরাম-আয়েশ, বিলাসবহুল এক জীবন। এই রাস্তা দেখে মনে হবে, এটাই বুঝি স্বপ্নের পথ।

🔹 দ্বিতীয় রাস্তা:
চোখ যতদূর যায়, কেবল কষ্ট আর কঠোর পরিশ্রমের ছবি। যেন প্রতিটা ধাপেই চ্যালেঞ্জ, প্রতিটা মুহূর্তেই পরীক্ষা।

কিন্তু সত্যিটা হচ্ছে—এই “দেখার” জায়গাটুকু খুবই ক্ষণিকের। আসল চিত্রটা শুরু হয় যখন আপনি হাঁটতে শুরু করেন।

প্রথম রাস্তায় হাঁটলে শুরুতে সবকিছু সুন্দর লাগে—আরাম, স্বস্তি, সহজ জীবন। কিন্তু ধীরে ধীরে সেই আরাম-আয়েশই হয়ে ওঠে অভিশাপ। পরবর্তীতে আপনাকে পড়তে হয় চরম হতাশা, অস্থিরতা আর অনিশ্চয়তার মুখোমুখি।

দ্বিতীয় রাস্তায় শুরুটা খুবই কঠিন, ক্লান্তিকর। মনে হবে সবকিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে। কিন্তু একসময় সেই কষ্টই আপনাকে গড়ে তোলে, আপনার জীবনকে সৌন্দর্যময় করে তোলে। আর তখন আপনি বুঝবেন—এটাই ছিল সঠিক পথ।

এটা কোনো মোটিভেশনাল কথা না।
আজকাল আমরা সবাই সহজে, শর্টকাটে সফল হতে চাই। কেউ যদি লোভ দেখিয়ে সহজ পথ দেখায়, সেটাকেই আমরা সত্যি বলে ধরে নিই। হাঁটতে হাঁটতে একসময় এমন এক জায়গায় পৌঁছে যাই, যেখান থেকে আর ফেরার পথ থাকে না।

অন্যদিকে, কেউ যদি বলে “একটু কষ্ট করো”, “সময় দাও” তখন মন খারাপ হয়ে যায়। আমরা কষ্ট করতে চাই না। অথচ সফল মানুষদের দেখে বলি, "ভাগ্যবান", কিন্তু নিজেদের প্রশ্ন করি না—আমি কি চেষ্টা করেছি?

সফল হতে চাইলে, নিজের লক্ষ্যে পৌঁছাতে চাইলে, আপনাকে কষ্ট করতেই হবে।
রাত-দিন এক করে পরিশ্রম করতে হবে। হাল ছেড়ে দেয়া যাবে না। একবার শুরু করলে, শেষ না হওয়া পর্যন্ত থামা যাবে না।
শুধু তখনই আপনি নিজের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন।

যদি এখনো মনে হয়, কষ্ট করতে ইচ্ছা করছে না—
একবার আপনার বাবার চোখের দিকে তাকান।
দেখবেন কত আশা, কত নির্ভরতা ভর করে আছে আপনার উপর।
মায়ের সঙ্গে একটু কথা বলুন।
বুঝবেন—আপনার স্বপ্ন শুধু আপনার না, তাদেরও।

সব শেষে বলবো:
চারপাশের মানুষ কে কী বলছে সেটা ভুলে যান।
জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। সফলতার দায়িত্বও আপনারই।
আপনাকেই লেগে থাকতে হবে, আপনাকেই জিততে হবে।

তাই আজকেই নিজেকে কথা দিন। আপনি হার মানবেন না। আপনি থামবেন না। সফল আপনাকে হতেই হবে।

আর যদি লক্ষ্য থাকে ডিজাইন এ সফল হওয়া তাহলে যে কোন সমস্যায় আমায় জানিয়েন, কোন ভয় নেই, আমি সবসময় সাথে আছি।

আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল ছিল কারন আজ অনেক বড় দুইটা খুশির সংবাদ শুনেছি। আমার তৃতীয় ব্যাচ এর সৌরভ ভাই এবং অন্তরা...
15/06/2025

আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল ছিল কারন আজ অনেক বড় দুইটা খুশির সংবাদ শুনেছি। আমার তৃতীয় ব্যাচ এর সৌরভ ভাই এবং অন্তরা দিদি দুইজন দুইটা কম্পানি তে ফুল টাইম জব পেয়েছে। তারা একেবারে শুন্য থেকে শুরু করে মাত্র ৫ মাসের ভিতরেই ফুল টাইম জব পেলো।

সবাই যখন বলে ডিজাইন সেক্টর শেষ, আমি তখন বলি আপনি শেষ একবার নিজের সব দিয়ে চেষ্টা করেন। যদি আপনার স্কিল ভালো থাকে আর আপনি যদি প্রপার মার্কেটিং জানেন বিশ্বাস করুন এই সেক্টর এ এত সুযোগ আছে আপনি না চেষ্টা করলে বুজতে পারবেন না।

তৃতীয় ব্যাচ শেষ হয়েছে ৪ মাস আগে, এখন ৪র্থ ব্যাচ চলছে, যারা লেগে থাকবে সবাইকে একটা ভালো জায়গায় নিবই নিবো। অনেকে জানি কোর্স করার হয়তো সামর্থ্য থাকে না , তারা তাদের যে কোন সমস্যায় আমায় বলুন, আমি চেষ্টা করবো আপনাদের সবটুকু দিয়ে দেবার।

সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিলে আপনিও হবেন সফল।

৫ম ব্যাচ আসছে সেপ্টেম্বর মাসে।
আপনার কাজ হবে শুধু সঠিক সিদ্ধান্ত নিয়ে স্কিল এ ফোকাস করা, তারপর দেখবেন ডিজাইন সেক্টর এ কি কি করা যায়। দেখা হবে সবার সাথে সেপ্টেম্বর মাসে।

14/06/2025

যাও করাও গিয়ে কে মানা করছে

14/06/2025

আমার বিয়ে আর হলো না🥺

08/06/2025

Travel Video Thumbnail Design Full Tutorial | How to make travel video Thumbnail | Thumbnail Design

03/06/2025

A Simple Story Of Love
আচ্ছা আপনারা কাকে বেশি ভালোবাসেন?

Inspired from : সহজ পাঠের গপ্পো
Music From : সহজ পাঠের গপ্পো
Video: Akash Chakraborty Sadhin
In Frame: Me and My Little Brother Milon Sarkar

02/06/2025

3 Tips For Beginners - If you want to become a good graphics designer?

31/05/2025

অনেকেই আমরা বলি আজ থাক ,কাল থেকে আমি সব শুরু করবো। কাল আসলে আবার অন্য কোন দিনের কথা বলি। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়। আর যখন বছর ও শেষ হয়ে যায় তখন আবার আফসোস করি। কিন্তু সেইদিন ও বলি ১ তারিখ থেকে শুরু করে সব ফাটিয়ে দিব। কিন্তু ফলাফল আবারো সেই একই হয়ে যায়।আর এইভাবে সবাই আপনার থেকে যখন এগিয়ে যায় , তখন আপনি বলেন তাদের ভাগ্য অনেক ভালো।

দেখুন এইভাবে আর কতদিন?
আর কতদিন নিজে নিজের প্রতিভাকে লুকিয়ে রাখবেন? কতদিন নিজেকে ফাকি দিবেন?

আমি জানি মনে তো সবাই আমরা করি যে আমার অনেক বড় বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব থাকবে। কিন্তু কাজের বেলায় একেবারেই লবডঙ্কা।

আপনি যদি নিজেকে আসলেই সফল দেখতে চান, তাহলে এই কালকের চিন্তা একেবারেই মাথা থেকে ঝেড়ে ফেলুন।প্রতিজ্ঞা করুন যে কাজে আপনি সফল হতে চাচ্ছেন তা আজ থেকেই নিজের সব দিয়ে তার শেষ দেখে ছাড়বেন। যদি এইটা পারেন আমার কথা মিলিয়ে নিয়েন মাত্র ৪-৫ মাসের ভিতর আপনার পরিবর্তন আপনি নিজেই দেখতে পারবেন।

আর যদি ডিজাইন সেক্টর এ আপনি নিজেকে সফল করতে চান, আপনার যে কোন প্রয়জনে আমি আছি। আপনি শুধু নিজের সবটুকু দিয়ে কাজ করে যান।

আমি জানি অনেকেই ভাবছেন সামনে যেহেতু ঈদ, তাই ঈদের পরেই সব শুরু করবো।

আসলেই কি এখনো তাই ভাবছেন?
নাকি আপনি আজ থেকেই শুরু করবেন?

বন্ধু বলেছে Photoshop এর Filter থেকে Liquify Option Use করতে।
25/05/2025

বন্ধু বলেছে Photoshop এর Filter থেকে Liquify Option Use করতে।

22/05/2025

যে কথাগুলো আপনার জানা অবশ্যই জরুরি ?

কোথায় গেল আপনার সেই বন্ধু ?
16/05/2025

কোথায় গেল আপনার সেই বন্ধু ?

New Designers Be LikeGradient Tool এর কাজ তো আমিও পারি...
15/05/2025

New Designers Be Like
Gradient Tool এর কাজ তো আমিও পারি...

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Mithun Sarkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category