
18/06/2025
এই লেখাটা ৯০% মানুষ পরবে না।
জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখে আপনি সবসময়ই দুটো রাস্তার সামনে দাঁড়িয়ে যাবেন।
এই দুইটা রাস্তা দেখতে প্রায় একেবারেই আলাদা।
🔹 প্রথম রাস্তা:
চোখ যতদূর যায়, শুধুই সুখ-স্বাচ্ছন্দ্য, আরাম-আয়েশ, বিলাসবহুল এক জীবন। এই রাস্তা দেখে মনে হবে, এটাই বুঝি স্বপ্নের পথ।
🔹 দ্বিতীয় রাস্তা:
চোখ যতদূর যায়, কেবল কষ্ট আর কঠোর পরিশ্রমের ছবি। যেন প্রতিটা ধাপেই চ্যালেঞ্জ, প্রতিটা মুহূর্তেই পরীক্ষা।
কিন্তু সত্যিটা হচ্ছে—এই “দেখার” জায়গাটুকু খুবই ক্ষণিকের। আসল চিত্রটা শুরু হয় যখন আপনি হাঁটতে শুরু করেন।
প্রথম রাস্তায় হাঁটলে শুরুতে সবকিছু সুন্দর লাগে—আরাম, স্বস্তি, সহজ জীবন। কিন্তু ধীরে ধীরে সেই আরাম-আয়েশই হয়ে ওঠে অভিশাপ। পরবর্তীতে আপনাকে পড়তে হয় চরম হতাশা, অস্থিরতা আর অনিশ্চয়তার মুখোমুখি।
দ্বিতীয় রাস্তায় শুরুটা খুবই কঠিন, ক্লান্তিকর। মনে হবে সবকিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে। কিন্তু একসময় সেই কষ্টই আপনাকে গড়ে তোলে, আপনার জীবনকে সৌন্দর্যময় করে তোলে। আর তখন আপনি বুঝবেন—এটাই ছিল সঠিক পথ।
এটা কোনো মোটিভেশনাল কথা না।
আজকাল আমরা সবাই সহজে, শর্টকাটে সফল হতে চাই। কেউ যদি লোভ দেখিয়ে সহজ পথ দেখায়, সেটাকেই আমরা সত্যি বলে ধরে নিই। হাঁটতে হাঁটতে একসময় এমন এক জায়গায় পৌঁছে যাই, যেখান থেকে আর ফেরার পথ থাকে না।
অন্যদিকে, কেউ যদি বলে “একটু কষ্ট করো”, “সময় দাও” তখন মন খারাপ হয়ে যায়। আমরা কষ্ট করতে চাই না। অথচ সফল মানুষদের দেখে বলি, "ভাগ্যবান", কিন্তু নিজেদের প্রশ্ন করি না—আমি কি চেষ্টা করেছি?
সফল হতে চাইলে, নিজের লক্ষ্যে পৌঁছাতে চাইলে, আপনাকে কষ্ট করতেই হবে।
রাত-দিন এক করে পরিশ্রম করতে হবে। হাল ছেড়ে দেয়া যাবে না। একবার শুরু করলে, শেষ না হওয়া পর্যন্ত থামা যাবে না।
শুধু তখনই আপনি নিজের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন।
যদি এখনো মনে হয়, কষ্ট করতে ইচ্ছা করছে না—
একবার আপনার বাবার চোখের দিকে তাকান।
দেখবেন কত আশা, কত নির্ভরতা ভর করে আছে আপনার উপর।
মায়ের সঙ্গে একটু কথা বলুন।
বুঝবেন—আপনার স্বপ্ন শুধু আপনার না, তাদেরও।
সব শেষে বলবো:
চারপাশের মানুষ কে কী বলছে সেটা ভুলে যান।
জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। সফলতার দায়িত্বও আপনারই।
আপনাকেই লেগে থাকতে হবে, আপনাকেই জিততে হবে।
তাই আজকেই নিজেকে কথা দিন। আপনি হার মানবেন না। আপনি থামবেন না। সফল আপনাকে হতেই হবে।
আর যদি লক্ষ্য থাকে ডিজাইন এ সফল হওয়া তাহলে যে কোন সমস্যায় আমায় জানিয়েন, কোন ভয় নেই, আমি সবসময় সাথে আছি।