01/08/2025
বাইরের দেশে মেয়েরা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করে ক্যাম্পাসের বিভিন্ন ক্যাফেটেরিয়াতে, ক্যান্টিনে, হলের ডরমিটরিতে, সুপার শপে ইত্যাদি জায়গায়। আর আমাদের দেশের মেয়েরা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করে বিভিন্ন ব্যাবসায়ী, চাকুরীজিবীদের বাসায়, কক্সবাজারে, ঢাকাসহ বিভিন্ন হোটেলে, এপে, ক্ষেপে, নানান ব্যাক্তিগত সলো ট্যুরে। এই পার্ট টাইম জব দিয়ে গ্রামে নতুন ঘর তুলে, পরিবার চালায়, ঢাকায় নিজে চলে। আইফোন কিনে, ফ্ল্যাট কিনে, ব্যাবসা বানিজ্য দিয়ে কেউ কেউ আবার তরুণ উদ্যোক্তাও হয়ে যায়।