S Nasrullah sabet

S Nasrullah sabet আপনার সফলতা অর্জন দেখে শত্রু না থাকলে ও আপনার শত্রু বেড়ে যাবে

25/12/2025

আবদুল্লাহ বিন মাসঊদ (রা.) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেন,

অচিরেই আমার পরে এমন সব লোক তোমাদের নেতা হবে যারা সুন্নতকে বিলুপ্ত করবে, বি'দআতের অনুসরণ করবে এবং নামাজ নির্দিষ্ট ওয়াক্ত থেকে বিলম্বে পড়বে। আমি বললাম, হে আল্লাহর রাসূ্ল! আমি যদি তাদের (যুগ) পাই, তবে কি করবো? তিনি বলেন, হে উম্মু আবদ-এর পুত্র! তুমি আমাকে জিজ্ঞেস করছো যে, তুমি কি করবে? যে ব্যক্তি আল্লাহর অবাধ্যচরণ করে, তার আনুগত্য করা যাবে না।

— সুনানে ইবনে মাজাহ, হাদিস : ২৮৬৫

S Nasrullah sabet

25/12/2025

‎মিউজিক হারাম হওয়ার ব্যাপারে শাইখ আলবানী (রাহি.) লিখেছেন,

‎আমি আশংকা করি যে এই বিষয়টা হয়তো এত ব্যাপকতা লাভ করবে যে মানুষ এক পর্যায়ে এর হারাম হওয়ার বিধানই ভুলে যাবে। তখন কেউ মানুষের মাঝে দাঁড়িয়ে যদি এর বি'রোধিতা করে, তাকে ক'ট্টরপন্থী ও প্রতিক্রিয়াশীল বলা হবে।

‎[সূত্র : তাহরিমু আলাতিত তারাব, পৃ. ১৬]

25/12/2025

‎আমি এটা জানতাম না তো!!

‎আল্লাহ তায়ালা বলেছেন 'আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি'

‎উপরিউক্ত কথাটি আমরা কমবেশি সবাই শুনেছি। এটি হাদিসে কুদসির অংশ বিশেষ। ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ এর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন।

‎তিনি বলেন, এর চারটি অর্থ হতে পারে :

‎১. দুআ কবুল হওয়ার ব্যাপারে আমি বান্দার সাথে তার বিশ্বাস অনুপাতে আচরণ করি। যদি সে বিশ্বাস করে যে আমি তাকে ফিরিয়ে দেবো না, তবে সত্যিই তাকে ফিরিয়ে দেবো না।

‎২. তাওবা কবুল হওয়ার ক্ষেত্রে আমি তার বিশ্বাস অনুযায়ী আচরণ করি। যদি সে পুরোপুরি আত্মবিশ্বাসী হয়, তাহলে তাকে ফিরিয়ে দিই না।

‎৩. ইস্তিগফারের ক্ষেত্রে আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি। যদি সে ক্ষমা পাবে বলে বিশ্বাস করে তাহলে তাকে ক্ষমা করে দিই।

‎৪. ইবাদাত কবুল হওয়ার ব্যাপারেও আমি তার সাথে একই রকম আচরণ করি।

‎[সহিহ বুখারি : ৭৪০৫; ফাতহুল বারি : ১৫/২৭০]

25/12/2025

হযরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,

‎তিনটি জিনিস মৃ*ত ব্যক্তির সঙ্গে যায়— আত্মীয়-স্বজন, তার মাল ও তার আ'মল। অতঃপর দুটি জিনিস ফিরে আসে এবং একটি জিনিস রয়ে যায়। তার আত্মীয়-স্বজন ও তার মাল ফিরে আসে এবং তার আ'মল (তার সঙ্গে) রয়ে যায়।

‎—সহীহ বুখারী, হাদিস : ৬৫১৪

25/12/2025

اللهم صّلِ وسَلّمْ عَلۓِ نَبِيْنَامُحَمد ﷺ

23/12/2025

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٌ وَشَعَبَانٌ وَبَلَّغْنَا رَمَضَانٌ

🫶۔Day and night view of the Royal Clock Tower 🌙Osman Hadi - ওসমান হাদি আল্লাহ ভাইরে তুমি জান্নাত দিও
22/12/2025

🫶

۔
Day and night view of the Royal Clock Tower 🌙

Osman Hadi - ওসমান হাদি

আল্লাহ ভাইরে তুমি জান্নাত দিও

🫶۔Day and night view of the Royal Clock Tower 🌙
22/12/2025

🫶

۔
Day and night view of the Royal Clock Tower 🌙

22/12/2025

يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ

অর্থ: হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই।

22/12/2025

رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
🤲😭

হে আমার রব! তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, নিশ্চয় আমি তার মুখাপেক্ষী

19/12/2025

সাইয়্যেদুল ইস্তিগফার

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَى وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرُ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ )

(আল্লা-হুম্মা আন্তা রব্বী লা-ইলা-হা ইল্লা আন্তা খালাক্বতানী ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাত্বাতু আউযুবিকা মিন শারি মা ছানাতু। আবূউলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্তা)

হে আল্লাহ! আপনি আমার পালনকর্তা। আপনি ব্যতীত কোন সত্য মাবুদ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনার দাস। আমি আমার সাধ্যমত আপনার নিকটে দেওয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে আপনার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব আপনি আমাকে ক্ষমা করুন। কেননা আপনি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার আর কেউ নেই।

D

সহীহ বুখারী ২৩৩৫।

19/12/2025

শাহাদাত এবং রাসূল

এর শহরে মৃত্যু নসীব হওয়ার দোয়া

اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

“আল্ল-হুম্মারযুকনি শাহা-দাতান ফি সাবিলিক, ওয়াজ 'আল মাওতি ফি বালাদি রসূলিক )ﷺ(”

হে আল্লাহ, আমাকে শাহাদাতের মৃত্যু দিন এবং রাসূল সল্লল্ল-হু 'আলাইহি ওয়াসাল্লামের শহরে মৃত্যু দিন।

Address

Abha

Alerts

Be the first to know and let us send you an email when S Nasrullah sabet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S Nasrullah sabet:

Share