25/12/2025
আবদুল্লাহ বিন মাসঊদ (রা.) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেন,
অচিরেই আমার পরে এমন সব লোক তোমাদের নেতা হবে যারা সুন্নতকে বিলুপ্ত করবে, বি'দআতের অনুসরণ করবে এবং নামাজ নির্দিষ্ট ওয়াক্ত থেকে বিলম্বে পড়বে। আমি বললাম, হে আল্লাহর রাসূ্ল! আমি যদি তাদের (যুগ) পাই, তবে কি করবো? তিনি বলেন, হে উম্মু আবদ-এর পুত্র! তুমি আমাকে জিজ্ঞেস করছো যে, তুমি কি করবে? যে ব্যক্তি আল্লাহর অবাধ্যচরণ করে, তার আনুগত্য করা যাবে না।
— সুনানে ইবনে মাজাহ, হাদিস : ২৮৬৫
S Nasrullah sabet