11/11/2025
#থানায়_নতুনওসি ট্রান্সফার হয়ে এসেছেন। নিয়ম অনুযায়ী সে আসরের এমপি সাহেবের সাথে দেখা করতে ওসি এমপি সাহেবের বাড়িতে গেলেন। ওসি যখন এমপি সাহেবের বাড়ির উঠোনে পৌঁছলেন তখন দেখলেন এক মধ্যবয়সী দাড়িওয়ালা লোক একটি গাভীকে ঘাস খাওয়াচ্ছেন। তখন ওসি সাহেব ঐ লোকটিকে জিজ্ঞেস করলেন এমপি সাহেব বাড়িতে আছেন কিনা? তখন ঐ মধ্যবয়সী দাড়িওয়ালা লোকটি ওসি সাহেবের কাছে এসে বললেন তিনিই এই আসনের সংসদ সদস্য। ওসি সাহেব তো রীতিমতো হতবাক! যেখানে ওসির ধারনা ছিল এমপি সাহেব আলিশান বাড়ির খাস কামরায় দলীয় নেতা কর্মী নিয়ে বসে ব্যস্ত সময় পার করবেন। মার্সিডিজ, প্রাডো, দামি ব্রান্ডের গাড়ি নিয়ে সরকারি টাকায় ঘুরে বেড়াবেন। সেখানে এই এমপির সাধারন জীবন যাপন সত্যিই ওসি কে চমকিয়ে দিয়েছেন। জানেন তিনি কে? কোন আসনের এমপি? তিনি সাতক্ষীরা আশাশুনি আসনের দুই বারের নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় মজলিশে শুরা সদস্য
#মাওলানা_রিয়াসত_আলী। তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ওয়ান ইলেভেনের পর আর্মি আতঙ্কে যেখানে রাজনৈতিক রাঘব বোয়ালরা পালিয়ে বেড়াচ্ছিলেন। তখন এই মানুষটি আর্মি ক্যাম্পে গিয়ে জিজ্ঞেস করেছিলেন তার নামে কোন দুর্নীতি আছে কিনা! এই মহান মানুষটি গত ০৯ মার্চ মহান প্রভুর ডাকে সানন্দে চলে গেছেন। (ইন্নালিল্লাহি.........রাজিউন)
দেশ যখন অসৎ, চরিত্রহীন, দুর্নীতিবাজ রাজনৈতিক নেতায় ভরে গেছে সেখানে রিয়াসত আলীরা সততা, সরলতা, নিষ্ঠা ও চরিত্রের মাধুর্যের আলো ছড়িয়ে দিয়েছেন চুপিসারে, সবার পরোক্ষে। তাইতো তিনি অনেকের একজন হয়েও অনন্য, অতি সাধারন হয়েও অসাধারন। স্যালুট হে বীর। প্রিয় নেতা হাজার সালাম তোমায়। আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে নিন। আমিন।