Civil Engineering

Civil Engineering কনস্ট্রাকশনের সকল ধরনের তথ্যের পেইজটি ফলো দিয়ে রাখুন। ইনশাআল্লাহ কাজে লাগবে আপনাদের।

এই ব্লকে কি কি সমস্যা রয়েছে?
31/10/2025

এই ব্লকে কি কি সমস্যা রয়েছে?

Reinforcement details of RCC beam
31/10/2025

Reinforcement details of RCC beam


31/10/2025

আজকের টপিক-০৩
মাটিঃ-
মাটি, বাড়ী নির্মানে নিম্নলিখিত কাজে ব্যবহার হয়ে থাকে।
যেমন......
০১। মাটি ভার বহন ক্ষমতা স্তর হিসাবে ফাউন্ডেশনে ব্যবহারিত হয়৷ পাইল ফাউন্ডেশনের লোড বেয়ারিং স্তনর হিসাবে ও ব্যবহিত হয়।
০২। রাস্তার কাজে ফরমেশন লেভেল হিসাবে
ব্যবহারিত হয়
০৩। আবার, কাঁচা মাল হিসাবে মাটি ইট, খোয়া টাইলস সিমেন্ট সিরামিকস গ্লাস ইত্যাদি কাজেও ব্যবহিত হয়

Types of foundation.
31/10/2025

Types of foundation.

31/10/2025

আজকে টপিক-০২

নির্মাণ সামগ্রীর গুনাগুন পরীক্ষা করার পদ্ধতি:-
নির্মাণ কাজের পূর্বে নির্মাণ সামগ্রী যেমন: ইট বালি সিমেন্ট রড ইত্যাদির গুনাগুন পরীক্ষা করা অত্যাবশ্যাক

০১.সিমেন্ট টেস্টঃ প্রতি ৫০০ বেগ সিমেন্টের স্টক থেকে এক ব্যাগ সিমেন্টের নমুনা সংগ্রহ করে সিল দিয়ে ল্যাবরেটরীতে পাঠাতে হবে।
০২.ইট টেস্টঃ প্রতি ৫০,০০০ ইটের স্টোক থেকে একসেট ইট ১ শ্রেণীর বা ঝামা ইট সংগ্রহ করে সিল দিয়ে ল্যাবরেটরীতে পাঠাতে হবে।
০৩.বালি টেস্টঃ প্রতি ১০.০০০ সিএফটি মিডিয়াম ও মেটা বালুঃ স্টোক থেকে প্রতি ৫০০ গ্রাম নমুনা সংগ্রহ করে সিল দিয়ে ল্যাবরেটরীতে পাঠাতে হবে।
০৪. স্টিল রড টেস্টঃ প্রতি বারে রড স্টক থেকে ১ মিটার লম্বা সাইজ তিন টুকরা রড নমুনা হিসাবে সংগ্রহ করে সিল দিয়ে ল্যাবরেটরীতে পাঠাতে হবে।

31/10/2025

Satir Casting

31/10/2025

আজকের টপিক-০১

নির্মাণ সামগ্রীর সংক্ষিপ্ত বিবরণঃ
যে সকল সামগ্রী দিয়ে বাড়ির নির্মাণ কাজ তৈরি করা হয়, তাকে নির্মাণ সামগ্রী বলা হয়।
একজন স্থপতি,নির্মাণ প্রকৌশলী কিংবা বাড়ির নির্মাতা নির্মাণ সামগ্রীর গুনাগুন ও ব্যবহার সম্বন্ধে সুগভীর ধারণা থাকা আবশ্যক।

25/10/2025

ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয় ইনফরমেশন :-
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
বালির হিসাব
* ১০৯ ফিট = ১২.২৫cft,
* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।
ঢ়ালাই এর হিসাব
* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।
* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।
*
গাথুনী এবং প্লাস্টারের হিসাব
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)
===================================
সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ
1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক. বর্গমিটার হেরিং বোন বন্ডের

02/10/2025

আপনাদের স্বাগতম নলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং পেজে। আমরা সব সময় চেষ্টা করি, কনস্ট্রাকশন নির্মাণ কাজের টুকি-টাকি সকল তথ্য সমূহ তুলে ধরা।
আশা করি আপনারা এখান থেকে অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন, এবং নিজেকে দক্ষ করতে পারবেন। কনস্ট্রাকশন এর সকল তথ্য পেতে পেজ ফলো করুন। এবং অন্যদের জানার জন্য পেইজটি মেম্বার ইনভাইট করুন। ধন্যবাদ সবাইকে

©আলোচনার টপিকঃ-
০১। নির্মাণ সামগ্রীর সংক্ষিপ্ত বিবরণ।
০২। নির্মাণ সামগ্রীর গুনাগুন পরীক্ষার টেস্ট পদ্ধতি
০৩। মাটি (Soil)
০৪। পানি (Water)
০৫। ইট (Brick)
০৬। খোয়া(Khoa)
০৭। বালি( Sand)
০৮। সিমেন্ট(Cement)
০৯। স্টিল রড(Steel Rod)
১০। কাঠ(Wood)
১১। টাইলস ( Tiles)
১২। আলকাতরা / বিটুমিন (Bitumen )
১৩। ভার্নিস(Varnish ) ও পেইন্ট (Bitumen)
১৪। ভার্নিস এবং পেইন্ট ব্যবহারের বিবরণ
১৫। ডিস্টেম্পার ( Distemper)

© নির্মাণ সামগ্রীর সংক্ষিপ্ত বিবরণঃ-
- যে সকল সামগ্রী দিয়ে বাড়ির নির্মাণ কাজ তৈরি করা হয়, তাকে নির্মাণ সামগ্রী বলে।

বিস্তারিত নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করা হবে ইনশাল্লাহ।

02/10/2025

BNBC =Bangladesh National Building Code.

BSTI = Bangladesh Standard and Testing Institute.

ASTM = American Society for Testing and Materials.

ACI = American Concrete Institute.

CPM = Critical Path Method.

PL = Plinth Level.

OPC = Ordinary Portland Cement.

29/09/2025

আজকের আলোচনার বিষয় ফুট পদ্ধতি থেকে মেট্রিক পদ্ধতি এবং (একক)

©দৈর্ঘ্যের পরিমাপ (Length)
১ইঞ্চি = ২৫.৪ মি.মি।
= ২.৫৪ সে.মি।
১ফুট = ৩০৪.৮০ মি.মি।
= ৩০.৪৮ সে.মি।
১ মাইল = ১৬০৯.৩৪ মিটার।
=১.৬০৯৩ কিলোমিটার।
১মিটার = ৩৯.৩৭ ইঞ্চি।
= ৩.২৮ ফুট।
১ কিলোমিটার = ০.৬২১ মাইল।

© ক্ষেত্রের পরিমাপঃ-
১ একর = ৪, ০৪৬.৮৬ বর্গমিটার।
= ০.৪০৪৭ হেক্টর।
১ বর্গমাইল = ২৫৯ হেক্টর।
= ২.৫৯০ বর্গ কি:মি।
= ৬৪০ একর।
১ বর্গমিটার = ১০.৭৬৪ বর্গফুট।
১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার
=২.৪৭১একর।
১ বর্গ কিলোমিটার =১০,৭৬৩,৮৬৭.৩৬ বর্গফুট।
= ২৪৭.১০৪৫ একর।
= ০.৩৮৬১ বর্গমাইল।

Address

Khulna

Telephone

+8801814641265

Website

Alerts

Be the first to know and let us send you an email when Civil Engineering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Civil Engineering:

Share

Category