19/07/2025
নদীতে ভাটা পড়া মানে এই নয় যে নদী টা পুরোপুরি শুকিয়ে গেলো!হে একটা সাময়িক সময় এর জন্য নদীতে পানি কমে যায়!আমরা অপেক্ষায় থাকি জোয়ার আসা অবধি!জোয়ার এসে নদী কে আবারও পরিপূর্ণ পানি এবং নতুন কিছু বাসিয়ে নিয়ে আসবে,,ঠিক তেমন টাই আমাদের জীবন,,
জীবনে একটা সময় বা সাময়িক সময় এর জন্য দুঃখ কষ্ট আসবে!তার মানে এই নয় পুরো জীবন টাই দুঃখ কষ্টে ভরপুর থাকবে! ইনশাআল্লাহ একটা সময় অপেক্ষার পর দুঃখ কষ্ট মুছে জীবনেও সুখ আসে এবং আমাদের চাওয়া পাওয়ার থেকেও অনেক বেশি সুখময় হয়ে উঠে আমাদের জীবন,,
তাই হতাশা নয়! অপেক্ষা আর ধৈর্য ইনশাআল্লাহ সুদিন ফিরবে🖤