03/08/2025
উহুদ যুদ্ধ
★ যুদ্ধের আগের দিন সন্ধ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ গিয়ে সা'দ ইবনে রাবীকে বললেন চল আমরা একত্রে দোয়া করি আমি দোয়া করবো তুমি আমিন বলবে, আবার তুমি দোয়া করবে আমি আমিন বলব,
এভাবে দুজনে দোয়া করতে গেলেন, প্রথমে দোয়া করলেন হযরত সা'দ ইবনে রাবী, তিনি তার দুটি হাত উপরে তুলে বললেন হে আল্লাহ আগামীকাল যুদ্ধে এক ভীষণ যোদ্ধা আমাকে জুটিয়ে দিন, তাকে যেন আমি যুদ্ধে পরাজিত করে আমি গাজী হতে পারি, আর তার পরিত্যক্ত মাল সম্ভার আমি লাভ করি,সা'দের এ প্রার্থনায় আব্দুল্লাহ ইবনে জাহাশ আমিন বললেন।
এর পড়ে আব্দুল্লাহ ইবনে জাহাশের পালা জাহাশ দুটি হাত উপরে তুলে দোয়া শুরু করলেন,হে আল্লাহ আগামীকাল যুদ্ধে আমাকে অতি বড়ো একজন শত্রুর মোকাবিলা করুন আমি যেন সর্ব শক্তি দিয়ে তার মোকাবিলা করি, এবং অবশেষে যেন শাহাদাতের অমৃত স্বাদ লাভ করতে পারি, শত্রু যেন আমার নাক,কান,কেটে নেয়,পড়ে কিয়ামতের দিন যখন আমি আপনার সমীপে উপস্থিত হবো
তখন আপনি জিজ্ঞেস করবেন আব্দুল্লাহ তোমার নাক, কান,কেন কাটা গিয়েছে,
তখন আমি উত্তর দেবো হে আল্লাহ আপনার এবং আপনার রসুলের রাস্তায় কাটা গেছে।
আব্দুল্লাহর দোয়া শেষে সা'দ বললেন আব্দুল্লাহ তুমিতো বড়ো উত্তম দোয়া করলে,
পরের দিন উহুদ যুদ্ধ তাদের দোয়া অনুযায়ী ঘটনা ঘটলো, হযরত সা'দ গাজী হয়ে ফিরে এলেন, আর আব্দুল্লাহ ইবনে জাহাশ শহিদ হলেন,এবং তার নাক,কান,কাটা অবস্থায় পাওয়া গেল।।
( অ জানা ইতিহাস)