আলোর দিশারি

আলোর দিশারি বিভিন্ন প্রকার ইসলামিক ভিডিও এবং পোষ্ট এর মাধ্যমে দীন ইসলামের প্রচার আমার এই পেজ এর মূল লক্ষ।

আস-সালামুয়ালাইকুম
"আলোর দিশারি" পেজ এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
দ্বীন প্রচার ও ইসলাম সম্পর্কে স্পষ্ট ধারনা দিতে আমি আপনাদের মাঝে ইসলামিক গুরুত্বপূর্ন সকল বিষয় তুলে ধরব।
এর পাশাপাশি ,
🔰-ওয়াজ ,
🔰-মাহফিল ,
🔰- কুরআন তেলাওয়াত ,
🔰- সুরা ,
🔰- কেরাত ,
🔰-ইসলামিক গান ,
🔰-গজল ,
🔰-হামদ
🔰-নাথ
🔰- সহ নানার ধরনের ইসলামিক সচেতনতামূলক পোষ্ট করব।

দ্বীন ইসলাম সম্পর্কে ভালোভাবে জানতে "আলোর দিশারি " পেজ টি লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন।
ধন্যবাদ।

03/08/2025

উহুদ যুদ্ধ
★ যুদ্ধের আগের দিন সন্ধ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ গিয়ে সা'দ ইবনে রাবীকে বললেন চল আমরা একত্রে দোয়া করি আমি দোয়া করবো তুমি আমিন বলবে, আবার তুমি দোয়া করবে আমি আমিন বলব,
এভাবে দুজনে দোয়া করতে গেলেন, প্রথমে দোয়া করলেন হযরত সা'দ ইবনে রাবী, তিনি তার দুটি হাত উপরে তুলে বললেন হে আল্লাহ আগামীকাল যুদ্ধে এক ভীষণ যোদ্ধা আমাকে জুটিয়ে দিন, তাকে যেন আমি যুদ্ধে পরাজিত করে আমি গাজী হতে পারি, আর তার পরিত্যক্ত মাল সম্ভার আমি লাভ করি,সা'দের এ প্রার্থনায় আব্দুল্লাহ ইবনে জাহাশ আমিন বললেন।
এর পড়ে আব্দুল্লাহ ইবনে জাহাশের পালা জাহাশ দুটি হাত উপরে তুলে দোয়া শুরু করলেন,হে আল্লাহ আগামীকাল যুদ্ধে আমাকে অতি বড়ো একজন শত্রুর মোকাবিলা করুন আমি যেন সর্ব শক্তি দিয়ে তার মোকাবিলা করি, এবং অবশেষে যেন শাহাদাতের অমৃত স্বাদ লাভ করতে পারি, শত্রু যেন আমার নাক,কান,কেটে নেয়,পড়ে কিয়ামতের দিন যখন আমি আপনার সমীপে উপস্থিত হবো
তখন আপনি জিজ্ঞেস করবেন আব্দুল্লাহ তোমার নাক, কান,কেন কাটা গিয়েছে,
তখন আমি উত্তর দেবো হে আল্লাহ আপনার এবং আপনার রসুলের রাস্তায় কাটা গেছে।
আব্দুল্লাহর দোয়া শেষে সা'দ বললেন আব্দুল্লাহ তুমিতো বড়ো উত্তম দোয়া করলে,
পরের দিন উহুদ যুদ্ধ তাদের দোয়া অনুযায়ী ঘটনা ঘটলো, হযরত সা'দ গাজী হয়ে ফিরে এলেন, আর আব্দুল্লাহ ইবনে জাহাশ শহিদ হলেন,এবং তার নাক,কান,কাটা অবস্থায় পাওয়া গেল।।
( অ জানা ইতিহাস)

03/08/2025
আলহামদুলিল্লাহ, সম্মানিত আমীরে জামায়াতের অপারেশন (৪টি বাইপাস সার্জারি) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অপারেশনটা খুব ভালো হয়েছ...
02/08/2025

আলহামদুলিল্লাহ, সম্মানিত আমীরে জামায়াতের অপারেশন (৪টি বাইপাস সার্জারি) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অপারেশনটা খুব ভালো হয়েছে।

উনার পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে মহান আল্লাহর দরবারে একান্ত দো'য়ার অনুরোধ।

আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় বন্ধুরা।
02/08/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল প্রিয় বন্ধুরা।

ইয়া রাব্বুল আলামীন! আপনি আপনার একান্ত মেহেরবানী দিয়ে প্রিয় আমীরে জামায়াতকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন। আমিন।
31/07/2025

ইয়া রাব্বুল আলামীন! আপনি আপনার একান্ত মেহেরবানী দিয়ে প্রিয় আমীরে জামায়াতকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন। আমিন।

31/07/2025

ইসলামের একাল - সে-কাল।।
------
★ একদম প্রথমিক পর্যায়ে যাঁরা ইসলাম গ্রহণ করেছেন,হযরত খাব্বাব (রা:) তাঁদের একজন, তিনি একজন মহিলার কৃত দাস ছিলেন, যখন সেই মহিলা জানতে পারলো খাব্বাব ইসলাম গ্রহণ করেছেন তখন তার উপর নির্মম অত্যাচার শুরু হলো।
অধিকাংশ সময় তাকে নগ্ন দেহে গরম তপ্ত বালুর উপর শুইয়ে রাখা হতো,
যার ফলে তার কোমরের গোশত গলে পড়ে গিয়েছিল।
মাঝে মাঝে লোহা গরম করে তার মাথায় দাগ দিত।
একদিন হযরত ওমর (রা:)
তার কাছ থেকে তার উপর নির্যাতনের ঘটনা জানতে চাইলে, খাব্বাব (রা:) বলেন আমার কোমর দেখুন,
ওমর (রা:) তার কোমর দেখে আৎকে উঠে বললেন, এমন কোমরতো আমি কখনো দেখিনি, হযরত খাব্বাব (রা:) বলেন আমাকে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে উপর থেকে পাথর চেপে রাখা হতো, ফলে আমার চর্বি ও রক্তে আগুন নিভে যেত।
( না জানা ইতিহাস)

শুভ সকাল প্রিয় বন্ধুরা।
30/07/2025

শুভ সকাল প্রিয় বন্ধুরা।

সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ❤️❤️❤️❤️Shout out to my newest followers! Excited to have you onboard! MD Saikat Mridha, Sheikh...
30/07/2025

সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ❤️❤️❤️❤️Shout out to my newest followers! Excited to have you onboard! MD Saikat Mridha, Sheikh Saidur Rahman, Dulal Sarker, Bablu Pal, Shahidur Rahman Shahed, Hashem Bagmar, Tanmoy Kumar Biswas, Md Minhaz Ali, Nila Nurunnahar Nargis, Suvo Ahmed, সীমানাহীন রুহুল, Pradeep Datta, Lokman Hosen, Fahim Sheikh, Md Rubel, Janaseba Ayurved, Nirmal Hembram, Nirob Dhrubo, Debasrita Roy Gupta SenGupta, Md Sakil Rana, Sahajadi Yasmin, Md Mahmud Sae, Mobarok Ullah, Arfin Suvo, Mahadi Hasan, Ëñåmül Îslåm, M L Abul Bashar, Bahana Khatun, মো সাঈদ, MD Samim Nurnaby, Monnebelal Monnebelal, জাকির হুশেন, Mohammad Shakib, Rezaul Rezaul, Sala Uddin Hasan, MD Abdullah AL Noman, Sk Sakil, মোঃ ফাইজুল হক, Md Akbor, অবুঝ বালিকা, Muhammad Rabiul, সালাফি বইঘর, Normal Musa Miah, ᎷᎴ. ᏒᎥᎴᎧᎩ, ইঞ্জিন হাইড্রোলিক, Lima Aktar, Mostafa Rahman

29/07/2025

জুলাই সনত চাই।

Address

পিরোজপুর
Khulna
4321

Alerts

Be the first to know and let us send you an email when আলোর দিশারি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category