Arif's 360

Arif's 360 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arif's 360, Video Creator, Koyra main Road, Khulna.

21/10/2024

ক্রিকেটের অর্জন দিয়ে কিন্তু একটা দেশ চালানো সম্ভব না...

অন্যদিকে রাজপথে জীবন বাজি রেখে, কেউ কেউ জীবন দিয়ে হলেও দেশটা টিকিয়ে রেখেছে

20/10/2024

তোমরা সাকিব-মাশরাফি ফেরত চাইলে!

আমাদের আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধদের ফেরত দাও!

01/10/2024

গত ১৬ বছরের ড্যামেজ ২ মাসেই রিকভার করা কি সম্ভব? সময় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমাদের চাওয়া ছিলো সংস্কারসহ দেশের আমূল পরিবর্তন।

গুটিকয়েক সৎ, শিক্ষিত, যোগ্য (রাজনৈতিক ভাবে অনভিজ্ঞ) মানুষের হাতে দায়িত্ব দিয়েছি, দুই মাস হইলো মাত্র। আমরা যদি এখনই অধৈর্য হয়ে পড়ি, তাহলে কিভাবে হবে।

তার উপর আবার ১৬ বছরে নিয়োগ পাওয়া লীগের চোর চামাররা এখনো দায়িত্বে বহাল, তারা সরকারকে সহযোগিতার বদলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সরকারকে অকার্যকর করার একটা সুযোগও ছাড়ছে না।

দেশে বিদেশে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের উচ্ছিষ্টভোগীরা প্রতিনিয়ত প্রোপাগাণ্ডা ছড়িয়ে যাচ্ছে, তাদের প্রকাশিত ১০টা পোষ্টের ৯ টাই মিথ্যা প্রোপাগান্ডা।

বাংলাদেশের ৭০ টা ধর্মভিত্তিক দল আছে, যার ৩৪ টা দল জাতীয় পার্টির সাথে, ২৯ টা লীগের সাথে জোটবদ্ধ। ওরা কি বসে আছে? ওরা এমন কিছু কাজ করে বেড়াচ্ছে যা এই সরকারকে বিতর্কিত ও র‍্যাডিকেল তকমা দিয়ে বহি:বিশ্বে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

আমরা একটা জঘন্য, নৃশংস ফেটিশ অবৈধ সরকারের কবল থেকে সদ্য স্বাধীন হয়েছি। এতে হাজারো মায়ের কোল খালি হয়েছে। চিরতরে অন্ধ হয়েছে শতাধিক অপরিণত বয়েসের ছাত্র।

মাথায় রাবার বুলেট নিয়ে অসহ্য যন্ত্রণা নিয়ে আজীবন বেঁচে থাকবে শত শত ছাত্র-জনতা। প্রায় ৩০ হাজার আহত চিকিৎসায়, বিনা চিকিৎসায় কাঁতরাচ্ছে।

আমাদের আরো ধৈর্য ধরতে হবে, সতর্ক থাকতে হবে, নইলে আপায় যদি চট করে ঢুকে যায় তাইলে আমাদের মারবেই না, বংশ নিধন করে ফেলবে...

27/09/2024

জুলাই বিপ্লবের প্রধান এবং একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ...
আমরা কেবলমাত্র অংশগ্রহণকারী!

অলরাউন্ডার দূর্জন হলেও পরিত্যাজ্য।দেশের বাইরে থেকে এমন ফেরারি আসামীর মত নিজেদের অবসরের ঘোষণাটা দিতে হত না । সারা দেশের ম...
27/09/2024

অলরাউন্ডার দূর্জন হলেও পরিত্যাজ্য।

দেশের বাইরে থেকে এমন ফেরারি আসামীর মত নিজেদের অবসরের ঘোষণাটা দিতে হত না । সারা দেশের মানুষের আজ মন খারাপ করার কথা ছিল । তোমাকে আরো কিছুদিন থেকে যেতে অনুরোধ করার কথা ছিল ।দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টারের বিদায়ে তার ভালো ইংনিসগুলো নিয়ে স্মৃতিচারণ করার কথা ছিল ।
অথচ এগুলোর কিছু হচ্ছে না......
কারন তুমি তোমার সততা এবং নৈতিকতাকে অর্থ, আর ক্ষমতার কাছে বিক্রি করে দিয়েছিলে । এদেশের মানুষের ভালোবাসা আর সমর্থন তোমাকে অনেক টাকা এনে দিয়েছিল । কিন্তু তোমার এতে পোষায়নি। আরো অনেক বেশী লোভ করলে। শেয়ার মার্কেট কারসাজি করে দেশের সাধারণ বিনিয়োগকারীদের কস্টার্জিত অর্থ লুটপাট করলে।

বিতর্কিত ব্যবসায়ী, খুনের আসামীদের সাথে বন্ধুত্ব গড়ে তুলেছিলে।
দেশের মানুষের ভালোবাসার প্রতিদান দেয়ার চেয়ে স্বৈরাচারের পা চেটে, ভোট ডাকাতির অংশ হয়ে ক্ষমতার স্বাধ নেয়াকে অগ্রগাধিকার দিয়েছিলে। দেশের মানুষের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে তুমি থেকেছো নির্বিকার, সমর্থন যুগিয়েছ ইতিহাসের ঘৃন্যতম খুনীটাকে । আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমদের রক্ত তোমার চোখে এবং বুকে কোন কাঁপন ধরায়নি। বাংলাদেশের জার্সি গায়ে ১৭ বছরের ছেলেটাকে যখন রিমান্ডে নেয়া হচ্ছিল তখন তোমার জবান থেকে টুঁ শব্দটি বের হয়নি ।

নিলজ্জ, বেহায়ার মত সমর্থকদের উদ্দেশ্যে উল্টো বলেছ, " আপনি দেশের জন্য কি করেছেন ? " দেশ যখন জ্বলছিল তখন তুমি বউ বাচ্চা নিয়ে সাফারি পার্কে ঘুরে বেড়িয়েছ । আর সেই তুমি বেহায়ার মত দেশের মাঠে থেকে বিদায় নিতে চাও ?
ইনশা-আল্লাহ সেই সুযোগ তুমি পাবে না ।

আবু সাইদ-মুগ্ধসহ হাজারো শহীদের রক্ত সাথে এত বড় বেইমানী কেউ করবে না ।
আল্লাহ্‌ বাঁচায় রাখলে এই দেশের মাটিতে তোমার বিচার হবে ।
বিদায় স্বৈরশাসকের দোসর । তোমার বিচার এবং হাশর যেন তোমার সংগী-সাথীদের সাথেই হয়।

26/09/2024

নবীর নামে কটুক্তি... মুসলিম জাতি সইতে পারে না।
আজ হোক কাল... এর প্রতিশোধ আমরা নিবো-ই

25/09/2024

-মানুষ কেনা সহজ, যদি বাপের থাকে টাকা।
মানুষ চেনা আরো সহজ, যদি পকেট হয় ফাঁকা!

25/09/2024

নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী

24/09/2024

তোফাজ্জলকে কি পরিকল্পিত ভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়নি...??
আপনি কি ভাবছেন....

23/09/2024

প্রতিটা ছাত্রলীগের আইডি এখন মানবতার হাদিসে ভরপুর!!
পোষ্ট দেখে মনে হচ্ছে একেকজন মুফতি, মাওলানা, মুহাদ্দিস, পীরে-কামেল!🤣

এতগুলা জীবন দিয়ে এখন কেউ চা নাস্তা খাওয়ার দাওয়াত গ্রহন করবে বলে তো মনে হচ্ছে না
04/08/2024

এতগুলা জীবন দিয়ে এখন কেউ চা নাস্তা খাওয়ার দাওয়াত গ্রহন করবে বলে তো মনে হচ্ছে না

Address

Koyra Main Road
Khulna
9290

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif's 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category