
16/03/2024
এই ঘটনাটি জেনে সবার সাবধান হওয়া উচিত
**************************************
শীত শেষে গরম পড়া শুরু করেছে...পুরোনো ফ্যানটি এক বছর পর আবার সচল হয়েছে....কে জানতো বহুদিনের পুরোনো এই ফ্যানটির নাটবল্টু এত ঢিল হয়ে গেছে!.... সত্যিকার অর্থে প্রতিটি জিনিসেরই কিন্তু একটি নির্দিষ্ট মেয়াদ আছে...যেটার পর জিনিসটির টেমপার নষ্ট হয়ে যায়..কখনো কখনো ক্ষয় হয়ে যায়...
আর এজন্যই মেয়াদউত্তীর্ণ কোন কিছুই ব্যবহার করা থেকে বিরত থাকতে হয়।
ছবিতে দেখা যাচ্ছে ফ্যানটি চলন্ত অবস্থায় ওপর থেকে ছিটকে পড়েছে খাটের উপর। পাশে শুয়ে আছে দুটি নিষ্পাপ তাজা প্রাণ।
বাবা মার কলিজা খালি হয়ে যেতে পারতো নিমেষেই।
তাই আসুন আমরা আজই আমাদের বাসা / অফিসের প্রতিটি ফ্যান একজন টেকনিসিয়ান দিয়ে চেক করিয়ে নেই। নাটবল্টু লুজ থাকলে টাইট করে নিই। প্রয়োজনে পুরোনো ফ্যানটি পরিবর্তন করে ফেলি।
জনস্বার্থে পোস্টটি বেশি বেশি করে শেয়ার করুন।
ডাঃ বাসুদেব কুমার সাহা
সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান
নাক কান গলা ও হেড নেক সার্জারী বিভাগ
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ,রাজারবাগ, ঢাকা।
১৩.০৩.২০২৪