রেজাউল ইসলাম সাগর

রেজাউল ইসলাম  সাগর ❝ যে হৃদয় শাহাদাতের উচ্চাকাঙ্ক্ষা লালন করে সে হৃদয় কখনো হতাশ হয় না ❞

28/04/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে দুই জনের মৃত্যু.!

ঘটনাটি কুমিল্লা বরুড়া উপজেলায়।
তা: ২৮/৪/২০২৫ ইং
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খোলামেলা জায়গাতে চলাফেরা করায় সাবধানতা অবলম্বন করুন।

28/04/2025

নিজের সন্তানদের হামলায় মারাত্মক জখম জন্মদাতা পিতা.
পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় বৃদ্ধ আব্দুর রহিমকে (৬০) জমি লিখে না দেয়ায় তার দুই ছেলে, জহিরুল ইসলাম (৪২), সাইফুল ইসলাম (৩৭), মেয়ে হালিমা আক্তার (৩২) ও নাতি রাহাদ (২৩) প্রথমে লাথি মেরে মাটিতে ফেলে লোহার রড দিয়ে পেটাতে থাকে। এ সময় তার ছেলে জহিরুল ইসলাম ধারালো বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং মেয়ে হালিমা তার বাবার অন্ডকোষে চেপে ধরে হত্যার চেষ্টা চালায়।

আব্দুল জলিল নামের মানবিক এক জন লোক , এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মারাত্মক আহত বৃদ্ধ রহিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ নিয়ে ভর্তি করেন।
#সোনারগাঁও #হামলা #সন্তানদের #বাবা

নতুন বছর শুরু মানে নতুন শুরুর অঙ্গীকার। আসুন, আমরা বর্জন করি অশ্লীলতা, অপসংস্কৃতি ও ভোগবাদী প্রলোভন। ইসলামী আদর্শে অনুপ্...
14/04/2025

নতুন বছর শুরু মানে নতুন শুরুর অঙ্গীকার। আসুন, আমরা বর্জন করি অশ্লীলতা, অপসংস্কৃতি ও ভোগবাদী প্রলোভন। ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে গড়ে তুলি এমন এক সমাজ, যেখানে থাকবে না বৈষম্য, হিংসা বা বিভেদ— থাকবে ন্যায়, শান্তি ও ভ্রাতৃত্বের সুবাস।

নতুন বছর হোক আমাদের অন্তর ও সমাজের জন্য শুদ্ধতার বাতাস। হোক এটি সহনশীলতা, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার অঙ্গীকার। আল্লাহর রহমতের ছায়ায় হোক আমাদের প্রতিটি পদক্ষেপ কল্যাণময়।

শুভ নববর্ষ ১৪৩২।

সামাজিক সংগঠনঃ সাউথখালী উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত....!  সাউথখালী প্রিমিয়ার লিগ..।চ্যাম্পিয়ন হয়েছে-কিং থ্রি স্টার, রান...
11/04/2025

সামাজিক সংগঠনঃ সাউথখালী উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত....!
সাউথখালী প্রিমিয়ার লিগ..।
চ্যাম্পিয়ন হয়েছে-কিং থ্রি স্টার,
রানার আপ হয়েছে -থান্ডার বয়েস.

মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- সাউথখালী উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি,রেজাউল ইসলাম সাগর। ক্রীড়া সম্পাদক শেখ জাকারিয়া। প্রচার ও মিডিয়া সম্পাদক নাহিদ হাসান,!
জনাব সাঈদুর রহমান, শাহরিয়ার শাহিন, মোঃ জাহাঙ্গীর হোসেন খাঁন, জাহিদুল ইসলাম সুমন সহ আরো অনেকে।

সাউথখালী প্রিমিয়ার লিগ আহ্বায়ক কমিটি- সোহেল ফকির, আব্দুল্লাহ আল রুম্মান মীর, আসিফুজ্জামান জীবন, নাহিদ হাসান, তারেক মুন্সী।
fans - Admin Post

02/02/2025

রিয়াদ ভাই চলে এসেছে ইতালির চাকুরি ছেড়ে। উনি চাঁদপুর মতলব উত্তর উপজেলা যুবদলের নেতা।

আজকের পর থেকে রিয়াদ ভাই চাইলে আপনারা ঘুমাতে পারবেন,

তিনি না চাইলে ঘুমাতে পারবেন না। পায়ে পাড়া দিয়ে কেউ লাগতে যাবেন না।

05/12/2024

Address

বাগেরহাট
Khulna

Telephone

+8801978418422

Website

Alerts

Be the first to know and let us send you an email when রেজাউল ইসলাম সাগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রেজাউল ইসলাম সাগর:

Share