25/05/2025
একজন বলিউড খলনায়ক হলেও আমাকে উনার অভিনয় মুগ্ধ করতো আমরা তো সব সময় হিরোর জয়গান করি ছবিতে হিরো যখন ভিলেন কে মারে তখন আমরা খুব আনন্দ করি কিন্তু যে ছবিতে ভিলেনের ভূমিকা ভালো না ভিলেন ভালো অভিনয় করতে পারেনা সে ছবি কখনোই সুপারহিট হয়না। বলিউডে শোকের ছায়া নেম এসেছে গত শুক্রবার রাতে মুকুলদেব সবাইকে ছেড়ে প্রয়াত হয়েছেন তাই আমরা তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করছি আমরা তার পরলোকগামী আত্মার শান্তি কামনা করি
-ওঁ দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু🙏🙏