Abdul Kader

Abdul Kader সিভিল ইন্জিনিয়ারিং এর সকল বিষয় জানতে পেইজ টিতে লাইক দিন ধন্যবাদ ।

10/06/2025
"আমার আব্বার জন্য দোয়া করবেন সবাই" আব্বাআমাদের ছায়া ধরে রাখা কার্বন কাগজ।━━━━━━━━━━━━আব্বাপাথরের নীচে চাপা পড়ে হলুদ হয়ে ...
30/09/2024

"আমার আব্বার জন্য দোয়া করবেন সবাই"

আব্বা
আমাদের ছায়া ধরে রাখা কার্বন কাগজ।

━━━━━━━━━━━━

আব্বা
পাথরের নীচে চাপা পড়ে হলুদ হয়ে যাওয়া সেই ঘাস,
যার কাছে পৃথিবীর গল্প শুনতে আসে সূর্যের আলো।

━━━━━━━━━━━━

15/09/2024

সুখের সময় তো মানুষ এমনিতেই পাশে থাকে। দুঃখের সময় যাকে পাশে পাওয়া যায় সেই সত্যিকারের জীবনসঙ্গী! প্রকৃত সঙ্গী বিপদে কখনোই হাত ছাড়েনা,খারাপ সময়ে দৌড়ে পালায় না।অভাব অনটনে দূরে চলে যায়না,কষ্টের সময়ে বুকে জড়িয়ে নেয়,চিন্তায় শরীক হয়।

দুঃসময়ে যে পাশে থাকেনা-নিঃসন্দেহে সে আপন মানুষ না॥

বিকাশের বিকল্প ইজি মোবাইল ব্যাংকিংয়ের অপশন আমাদের সামনে আছে। বেশি না, কেবল আজকের দিনের ভিতরই লাখের মত গ্রাহক যদি বিকাশ থ...
23/01/2024

বিকাশের বিকল্প ইজি মোবাইল ব্যাংকিংয়ের অপশন আমাদের সামনে আছে। বেশি না, কেবল আজকের দিনের ভিতরই লাখের মত গ্রাহক যদি বিকাশ থেকে তাদের সকল টাকা উত্তোলন করে ফেলে এবং হাজার খানেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের লেনদেন মাধ্যম থেকে বিকাশকে সরিয়ে দেয়, তবে এই ঘটনাই বিকাশের মত প্রতিষ্ঠানকে বিরাট একটা ধাক্কা দিবে।

আর ধারাবাহিকভাবে যদি এই বয়কট প্রক্রিয়া চলতেই থাকে, তবে আশা করি তারা প্রকাশ্য ক্ষমা চাইতে কিংবা গোজামিল দিয়ে হলেও কোন স্টেটমেন্ট দিতে বাধ্য হবে। তাদের জমিদারি স্বভাবে কিছুটা হলেও নতি স্বীকারের আচরণ দেখা যাবে।

তাই আসুন! বয়কটের আওয়াজ ও আহবানকে আরো জোরদার করি, ছড়িয়ে দিই এবং নিজেরা বাস্তবায়ন করি।
~ ইফতেখার সিফাত

InsaAllah ❤️❤️❤️
19/01/2024

InsaAllah ❤️❤️❤️

17/12/2023

হঠাৎ করেই জীবন থেমে যাবে। ঠাঁই হবে ঘনঘোর আঁধারে। কেউ সঙ্গী হবে না; পড়ে রবো একলা নিরবে।

Toilet Design
02/12/2023

Toilet Design

13/11/2023

আমি আমার কর্ম সম্পর্কে জ্ঞাত,
কতটা ভাল আর মন্দে মিশে আছে সে অতীত।
অতএব পথ চলায় আজ থমকে দাড়িয়েছি হেথায়।
আজ থেকে লক্ষ্য শুধু তোমাকে জানার তোমাকে চেনার,

জান্নাত পাবো কি পাবোনা তাতে আক্ষেপ নেই আমার।
আমার কর্ম,তোমার রাজি খুশি বাকিটা আমলনামার

ও আমার আল্লাহ আমাকে তোমার থেকে আর কেউ ভাল বোঝেনা,জানেনা। তোমার থেকে ভাল আর কেউ আমার খেয়াল রাখেনা। আমার সকল কর্মযজ্ঞ তোমার প্রতি সোপর্দ করে দিয়েছি।

আমি তোমার সন্তষ্টির পথে দৃড় প্রতিজ্ঞাবদ্ধ।

Address

Khulna
9291

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Kader posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share