Feeling অনুভূতি

Feeling অনুভূতি Allah Is Watching Me ❤️🥀

You are my personal Photographs.! 🥺💙
25/09/2025

You are my personal Photographs.! 🥺💙

25/09/2025

সন্তানকে না বলা মায়ের কিছু কথা... পুরোটা পড়লে গায়ের লোম দাঁড়িয়ে যাবে

একদিন সবকিছু ফিরে আসবে — হারিয়ে ফেলা ঘুম, শান্তি, নিজের জন্য সময়।
ফিরে আসবে অবাধ স্বাধীনতা, ফিরে আসবে নিশ্চিন্ত নিশি।
কিন্তু যা কোনোদিনও ফিরে আসবে না, তা হলো তোমার এই ছোট্ট শৈশব।

আর সকাল সকাল উঠে তোমার ময়লা কাঁথা-চাদর ধোয়ার তাড়া থাকবে না।
তোমার জন্য আর শখ করে নতুন খেলনা কেনা হবে না।
তুমি আর দাঁতহীন হাসিতে আমার আঙুল কামড়ে ধরবে না,
না-না বলার ভঙ্গিতে দুই মুঠো হাত দিয়ে আমার চুল ছিঁড়ে দেবে না।
তুমি বাবার চুল ধরে টেনে দুষ্টুমি করে হাসবে না।

তোমার জন্য আলাদা রান্নার সেই ছোট ছোট পেরেশানিগুলোও আর থাকবে না।
বাড়ির কোণে ছড়িয়ে থাকা খেলনাগুলো তুলে নিতে হবে না।
নতুন খেলনা দেখলেই বাবার উচ্ছ্বসিত চোখের সেই ভালোবাসা আর দেখা যাবে না।
এই হাতদুটো দিয়ে তোমাকে স্নান করিয়ে আদর করে মুছে দেবার মুহূর্তগুলো হারিয়ে যাবে।
ভরা বুকের উষ্ণতায় তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ার মুহূর্তগুলো ফুরিয়ে যাবে।

একদিন তুমি বড় হয়ে যাবে।
আমার শরীরের ব্যথা, যন্ত্রণার ইতিহাস হয়ে যাবে।
যে দিন প্রথমবার ছেঁড়া-ফাটা, সেলাই করা শরীর নিয়ে তোমাকে বুকের মধ্যে চেপে ধরেছিলাম, সেই দিনটিও স্মৃতির পাতায় ঝাপসা হয়ে যাবে।

তারপর…
দিন যাবে, মাস যাবে, বছর পেরিয়ে যাবে।
তুমি আমার কোল ছেড়ে নিজের ছোট্ট দুনিয়ায় পা রাখবে।
যে জড়তা মাখা ভাষায় তুমি আমাকে "মা" বলেছিলে, সেই ডাকের সরলতা হারিয়ে যাবে।
তুমি বড় ব্যস্ত হয়ে পড়বে তোমার নিজস্ব জীবন নিয়ে।

তখন আমাদের — মা-বাবার — সমস্ত ব্যস্ততা ছুটি পাবে।
তুমি থাকবে ব্যস্ত, আর আমরা থাকবো অতীতের স্মৃতিতে হারিয়ে।

যে শৈশব তোমার মনে আবছা হয়ে যাবে,
সেই শৈশব আমাদের হৃদয়ে চিরকাল ঝকঝকে জ্বলবে।
কখনো একটিবার মনে পড়বে হয়তো—
তোমাকে ঘুম পাড়াতে, খেলনা গুছাতে, ভালোবাসায় ভিজিয়ে রাখার সেই সব দিনগুলো।

আর আমাদের মনে পড়বে—
তোমার ছোট্ট হাতের টান, দুধের গন্ধ মাখা শরীরের উষ্ণতা,
তোমার নির্ভরতা, তোমার অবুঝ ভালোবাসা।
সেই সব অনুভূতির কোনো বিকল্প আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না।
কারণ, শৈশব একবারই আসে।
আর তা হারিয়ে গেলে, আর কখনও ফিরে আসে না।

— মায়ের ডায়েরি
সংগৃহীত

13/09/2025
13/09/2025

শুভ সকাল সবাইকে

তোমার কোনটা লাগবে???বিয়ে নাকি আইফোন 🤔🤔
13/09/2025

তোমার কোনটা লাগবে???
বিয়ে নাকি আইফোন 🤔🤔

- যে সত্যি ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না,শত বাঁধার পরও প্রিয় মানুষটির হাত ধরে রাখে!🤍🌸✨
12/09/2025

- যে সত্যি ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না,শত বাঁধার পরও প্রিয় মানুষটির হাত ধরে রাখে!🤍🌸✨

12/09/2025

Good morning..
(শুভ সকাল)

পৃথিবীর সবকিছু পেয়ে গেলেও, তোমাকে আর পাওয়া হবেনা। পৃথিবীর সব কিছু স্পর্শ করলেও, তোমাকে আর স্পর্শ করা হবেনা। পৃথিবীর সব ক...
11/09/2025

পৃথিবীর সবকিছু পেয়ে গেলেও, তোমাকে আর পাওয়া হবেনা।
পৃথিবীর সব কিছু স্পর্শ করলেও, তোমাকে আর স্পর্শ করা হবেনা।
পৃথিবীর সব কিছুকে ভালবাসলেও,তোমাকে আর ভালোবাসা হবেনা। 🙂
পৃথিবীর সব কিছু আমাকে ভালোবাসলেও, তোমার ভালোবাসা আর কখনো পাওয়া হবেনা।,,,, তবে তোমাকে দেখার এক অদ্ভুত লোভ আমাকে আজীবন দুঃখী করে রাখবে 😭😭

শুভ সকাল ❤️
11/09/2025

শুভ সকাল ❤️

Good night...... শুভ রাত্রি
10/09/2025

Good night...... শুভ রাত্রি

Big shout out to my newest top fans! 💎 Risheta Mou, Rabeya IslamDrop a comment to welcome them to our community,
10/09/2025

Big shout out to my newest top fans! 💎 Risheta Mou, Rabeya Islam

Drop a comment to welcome them to our community,

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feeling অনুভূতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share