Uttam Ejerder

Uttam Ejerder Hello! Professional Digital Marketer | Social Media Expert | Content Creator| Mentor| My name is Uttam Ejerder. I am available 24/7.

I am a professional Digital Marketer and Social Media Expert with having 4 Years of Experience in This Industry!!

🟢🔴My Certificates:
🏅Digital Marketing (ICT Ministry of Bangladesh)
🏅Social media Marketing (LEDP of Bangladesh)
🏅E-Commerce (Commerce Ministry of Bangladesh)
🏅Marketing (BBS, MBs, NU of Bangladesh)

🟢🔴Service Description:
☑️✔ Facebook Marketing
☑️✔Facebook ADS Campaign
☑️✔Instagram M

arketing
☑️✔LinkedIn Marketing
☑️✔Twitter Marketing
☑️✔Pinterest Marketing
☑️✔Tumblr Marketing
☑️✔YouTube Marketing
☑️✔ Search Engine Optimization (SEO)
☑️✔ Search Engine Marketing (SEM)
☑️✔Email marketing
☑️✔Blogger Marketing
☑️✔Content marketing
☑️✔Lead generation
☑️✔Influencer Marketing
☑️✔Social Media (Logo, Cover, Post Design)
☑️✔All Social Media (Account/page/Group Creation, Setup, Optimization, Content Creation, Promotion, Ads Campaign/Boosting, advertising, Marketing & Manage)
☑️✔I Know all Kinds of hidden tricks to do this job. I strictly follow Terms of Service Rules

🟢🔴Benefits of This Service:
👉Real active worldwide audiences
👉Completely Organic Growth
👉100% safe and professional service
👉100% Customer Satisfaction Guaranteed
👉 24/7 customer service
👉 Fast and Friendly Communication
👉On-time Delivery

✅Visit My Website 👇
https://sites.google.com/view/uttamejerder

💪💪Feel Free & contact me for any queries before ordering. Thanks

আপওয়ার্ক ফ্রিল্যান্সার প্লাস সাবস্ক্রিপশনের রিসেন্ট মেজর ৩টি বেনিফিট হলো: ১। নতুন প্রজেক্ট একসেপ্ট করতে কোনও সার্ভিস ফী...
27/07/2025

আপওয়ার্ক ফ্রিল্যান্সার প্লাস সাবস্ক্রিপশনের রিসেন্ট মেজর ৩টি বেনিফিট হলো:
১। নতুন প্রজেক্ট একসেপ্ট করতে কোনও সার্ভিস ফী নাই।
২। বিড করার পর প্রপোজাল ইনসাইট দেখা যায়।
৩। বিড করা/ প্রপোজাল পাঠানোর জন্য রিলেটেড জব এলার্ট।
---
এছাড়াও Uma এআই দিয়ে প্রপোজাল আপডেট, প্রপোজাল A-B টেস্টিং সহ আরও কিছু নতুন আপডেট আসছে।
---
#আপওয়ার্ক

Happy Freelancing
20/07/2025

Happy Freelancing

11/07/2025

PixVerse হলো একটি AI ভিডিও জেনারেটর প্ল্যাটফর্ম যা ছবি, টেক্সট বা ভিডিও থেকে দ্রুত আকর্ষণীয় ভিডিও তৈরি করে।
সংক্ষেপে:
টেক্সট বা ছবি থেকে ভিডিও বানানো যায়

ভিডিওতে বিভিন্ন AI এফেক্ট ও অ্যানিমেশন ব্যবহার করা হয়

ভয়েস ন্যারেশন যোগ করার সুবিধা আছে

ওয়েব ও মোবাইল অ্যাপে ব্যবহারযোগ্য

👉 সহজভাবে, PixVerse দিয়ে খুব সহজে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রফেশনাল ভিডিও তৈরি করা যায়।

#ভিডিওবানাও িডিও #বাংলাTech #ছবি_থেকে_ভিডিও ্যারেশন #ভিডিওএডিটিং ্ল্যাটফর্ম

ফেসবুক আগে যেখানে 100 ডলার মিনিমাম জমলে তারপর টাকা পাঠাতো এখন থেকে ফেসবুক ২৫ ডলার ইনকাম হলেই কিন্তু টাকা পাঠাবে। ধরুন আপ...
20/06/2025

ফেসবুক আগে যেখানে 100 ডলার মিনিমাম জমলে তারপর টাকা পাঠাতো এখন থেকে ফেসবুক ২৫ ডলার ইনকাম হলেই কিন্তু টাকা পাঠাবে। ধরুন আপনি জানুয়ারি মাসে কন্টেন মনিটাইজেশনের মাধ্যমে 25 ডলার ইনকাম করলেন সেই ক্ষেত্রে আপনি ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখের মধ্যে আপনার ব্যাংকে পাবেন আপনার ইনকাম।

২০ বছরের আগে শেখা উচিত এমন ২০টি জীবনের জন্য জরুরি স্কিল🌱"Skill is the real currency of the 21st century."১। বেসিক আইন ও ...
20/06/2025

২০ বছরের আগে শেখা উচিত এমন ২০টি জীবনের জন্য জরুরি স্কিল🌱
"Skill is the real currency of the 21st century."

১। বেসিক আইন ও অধিকার — নিজের অধিকার ও দেশের আইনি কাঠামো সম্পর্কে মৌলিক ধারণা রাখা।
২। নেটওয়ার্কিং স্কিল — মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার ও ধরে রাখার কৌশল রপ্ত করা।
৩। তথ্য অনুসন্ধান ও যাচাই — ইন্টারনেট থেকে তথ্য খোঁজার ও ভুয়া তথ্য শনাক্ত করার ক্ষমতা।
৪। সমালোচনা গ্রহণযোগ্যতা — গঠনমূলক সমালোচনায় মন খারাপ না করে শেখার মানসিকতা গড়ে তোলা।
৫। স্বনির্ভরতা — একা কাজ করার ও সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস তৈরি করা।
৬। মানসিক সহনশীলতা — ব্রেকআপ বা মানসিক আঘাত সামলাতে শেখা।
৭। চিন্তাভাবনা প্রকাশ — নিজের ভাবনা স্পষ্টভাবে লেখার দক্ষতা অর্জন।
৮। সমস্যা সমাধানের দক্ষতা — যেকোনো সমস্যা বিশ্লেষণ করে কার্যকর সমাধান বের করার অভ্যাস।
৯। ট্রেন্ড বিশ্লেষণ — বর্তমান ট্রেন্ড বোঝা ও ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করা।
১০। সময় ব্যবস্থাপনা — কাজ সময়মতো শেষ করার দক্ষতা ও দায়বদ্ধতা গড়ে তোলা।
১১। রুটিন গঠন — নিয়মিত অভ্যাস ও উৎপাদনক্ষম রুটিন তৈরি করে চলা।
১২। রেজিলিয়েন্স — ধাক্কা খেয়ে আবার উঠে দাঁড়ানোর মানসিক শক্তি।
১৩। শেখার কৌশল শেখা — কীভাবে দ্রুত ও কার্যকরভাবে শেখা যায়, সেই পদ্ধতি আয়ত্ত করা।
১৪। আত্মচেতনা — নিজের আবেগ, দুর্বলতা, শক্তি ও ব্যক্তিত্বকে বুঝে নেওয়া।
১৫। ভিন্নমত গ্রহণযোগ্যতা — বিপরীতমুখী মতামত মনোযোগ দিয়ে শোনা ও শ্রদ্ধা করা।
১৬। ডিজিটাল পরিচিতি গঠন — আকর্ষণীয় রিজিউমি ও প্রোফাইল তৈরি করে নিজেকে সঠিকভাবে উপস্থাপন।
১৭। ইংরেজি ভাষাজ্ঞান — ইংরেজিতে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা ও বোঝা শেখা।
১৮। মাইক্রো লিডারশিপ — ছোট টিম পরিচালনার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ তৈরি।
১৯। স্মার্ট সার্চিং — গুগলে কার্যকরভাবে সার্চ করে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা।
২০। নিজেকে প্রতিনিয়ত আপগ্রেড — প্রতিদিন নতুন কিছু শেখার ও নিজেকে একটু এগিয়ে নেওয়ার অভ্যাস।

✅ এই স্কিলগুলো শুধু ক্যারিয়ার নয়, জীবনও বদলে দিতে পারে। এখনই শুরু হোক শেখার যাত্রা!

জীবনে দরকারি ১৫টি বাস্তব স্কিল(15 Real-Life Skills That Can Change Your Life)১️⃣ ড্রাইভিং শেখা (গাড়ি/বাইক) – স্বাধীনভাবে...
19/06/2025

জীবনে দরকারি ১৫টি বাস্তব স্কিল
(15 Real-Life Skills That Can Change Your Life)

১️⃣ ড্রাইভিং শেখা (গাড়ি/বাইক) – স্বাধীনভাবে চলাফেরার প্রথম ধাপ।
২️⃣ সাঁতার শেখা – জীবন রক্ষাকারী একটি স্কিল, প্রতিটি মানুষের জানা উচিত।
৩️⃣ বাজেট ও সঞ্চয় শেখা – টাকা আয় করার পাশাপাশি খরচ ও জমাতে দক্ষ হোন।
৪️⃣ ব্যাংকিং বেসিকস শেখা – অ্যাকাউন্ট খোলা, চেক লেখা, এটিএম চালানো—সবারই জানা উচিত।
5️⃣ মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট) ব্যবহার – স্মার্ট ট্রান্স্যাকশনে দক্ষতা গড়ুন।
6️⃣ ট্রাফিক রুল ও নিরাপদ চলাফেরা – রাস্তায় নিজেকে ও অন্যকে সুরক্ষিত রাখুন।
7️⃣ সাইকেল রক্ষণাবেক্ষণ – চেইন লাগানো, টায়ার চেক করা—এসব ছোট বিষয়ই দরকারি।
8️⃣ নিজে রান্না শেখা – সহজ রান্না জীবনের বড় কাজ।
9️⃣ ডিজিটাল স্কিল শেখা – Google Tools, Canva, Zoom – প্রযুক্তিকে কাজে লাগান।
🔟 টাইপিং শেখা (বাংলা/ইংরেজি) – দ্রুত টাইপিং সময় বাঁচায়, কাজের গতি বাড়ায়।
1️⃣1️⃣ ছবি/ভিডিও এডিটিং শেখা – কনটেন্ট তৈরি বা স্মৃতি সংরক্ষণে কাজে লাগবে।
1️⃣2️⃣ পাবলিক স্পিকিং শেখা – আত্মবিশ্বাস নিয়ে মানুষকে প্রভাবিত করার ক্ষমতা।
1️⃣3️⃣ নেগোশিয়েশন শেখা – দর কষাকষিতে কৌশলী হলে জীবন অনেক সহজ হয়।
1️⃣4️⃣ স্ট্রেস ম্যানেজমেন্ট বা মাইন্ডফুলনেস – চাপ কমাতে শেখা মানে মানসিক শান্তির চাবিকাঠি।
1️⃣5️⃣ প্রাথমিক চিকিৎসা (First Aid) – হঠাৎ বিপদের সময় কাজের আসবে।

🌟 মনে রাখবেন: আজকের শেখা স্কিল, কালকে আপনার জীবনকে বদলে দিতে পারে।
📣 প্রশ্ন: এর মধ্যে আপনার কয়টা স্কিল আছে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না! 👇
#জীবনের_দক্ষতা

Freelancing life: No 9 to 5, it's 24/7 hustle, but full of dreams. Eid Mubarak🫂
07/06/2025

Freelancing life: No 9 to 5, it's 24/7 hustle, but full of dreams. Eid Mubarak🫂

26/05/2025

🚨 প্রতিদিন কাজে লাগে এমন ৫০+ মাইন্ড-ব্লোয়িং AI টুলস এর একটা বিশাল লিস্ট!

এই টুলগুলো জানলে আপনি লেখালিখি, ডিজাইন, ভিডিও এডিটিং, মার্কেটিং—সব কাজেই BOSS হয়ে যাবেন! 😲

সেভ করে রাখেন, কাজে লাগবে প্রতিদিন! 🔥

🧠 Productivity & Writing:

📎 SEO ব্লগ, এআই প্রম্পটিং, ক্লায়েন্ট প্রজেক্ট, রিসার্চ কাজে এই টুলগুলো ব্যবহার করলে সবচেয়ে ভালো আউটপুট পাবেন:
1️⃣ ChatGPT
2️⃣ Notion AI
3️⃣ Grammarly
4️⃣ QuillBot
5️⃣ HyperWrite
6️⃣ CopyAI
7️⃣ Rytr
8️⃣ Jenni
9️⃣ Monica
🔟 WordStream

🧪 Research & Coding:

📎 কোডিং, ডাটা অ্যানালাইসিস, রিসার্চ এবং ক্লায়েন্ট রিপোর্টিংয়ের জন্য এই টুলগুলো মাস্ট:
1️⃣ Codeium
2️⃣ Phind
3️⃣ Clearscope
4️⃣ Bing AI
5️⃣ Perplexity
6️⃣ GitMind
7️⃣ Taskade
8️⃣ Mindgrasp
9️⃣ Replit
🔟 Gitfluence

🎨 Design & Branding:

📎 লোগো, ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স তৈরি করতে নিচের AI টুলসগুলোকে কাজে লাগান:
1️⃣ Canva
2️⃣ Playground
3️⃣ Brandmark
4️⃣ LogoAI
5️⃣ MakeLogo
6️⃣ Designs.ai
7️⃣ Ideogram
8️⃣ Dribbble AI
9️⃣ Ballonnary
🔟 Framer

🎬 Video & Voice:

📎 ভিডিও বানানো, ভয়েসওভার, ভিডিও সাবটাইটেল বা ট্রান্সফরমেশনের জন্য সেরা টুলসগুলো:
1️⃣ HeyGen
2️⃣ Invideo
3️⃣ Fliki
4️⃣ Veed. io
5️⃣ Synthesys
6️⃣ Descript
7️⃣ Shuffll
8️⃣ Simplified
9️⃣ Durable
🔟 Imagica

📣 Marketing & Chatbot:
📎 মার্কেটিং কনটেন্ট, বিজ্ঞাপন, চ্যাটবট ও ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য এগুলো একেকটা পাওয়ার টুল:

1️⃣ Chatbase
2️⃣ AdCreative
3️⃣ Semrush
4️⃣ Madgicx
5️⃣ Vidiq
6️⃣ Coze
7️⃣ ChatBot
8️⃣ Tldv
9️⃣ AdCopy
🔟 Plai

🔥 এত AI টুলস থাকলে আপনার শুধু জানা দরকার কোনটা কোথায় কিভাবে কাজে লাগবে।


📌 সেভ করুন ✅
📤 বন্ধুদের সাথে শেয়ার করুন

#

ইংরেজি না জানার কারণে, পিছিয়ে পড়ার দিন শেষ!আমরা অনেকেই ফ্রিলান্সিং স্কিল ডেভেলপ করছি কিন্তু ইংরেজিতে দুর্বলতার কারণে বার...
24/05/2025

ইংরেজি না জানার কারণে, পিছিয়ে পড়ার দিন শেষ!
আমরা অনেকেই ফ্রিলান্সিং স্কিল ডেভেলপ করছি কিন্তু ইংরেজিতে দুর্বলতার কারণে বারবার বাধাগ্রস্ত হই।
ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে গিয়ে নিজের কথাগুলো স্পষ্টভাবে বুঝিয়ে বলতে পারি না কিংবা ক্লায়েন্টের চাহিদাও ঠিকমতো বুঝে উঠতে পারি না। আর এর ফলেই অনেক কাজ হাতছাড়া হয়ে যায়।
কিন্তু এখন সেই সমস্যা কাটিয়ে ওঠার সময় এসে গেছে!
গুগলের নতুন 𝗦𝗽𝗲𝗲𝗰𝗵 𝗧𝗿𝗮𝗻𝘀𝗹𝗮𝘁𝗼𝗿 𝗧𝗲𝗰𝗵𝗻𝗼𝗹𝗼𝗴𝘆 এখন আমাদের সেই বাধা দূর করে দিচ্ছে। আপনি বাংলায় যা বলবেন, আপনার ক্লায়েন্ট তা শুনবেন তার ভাষায়! আবার ক্লায়েন্ট যেটা বলবেন, আপনি শুনবেন বাংলায়! ভাবুন তো, কত বড় সুযোগ তৈরি হলো আপনার জন্য!
এখন পুরো পৃথিবীটাই আপনার জন্য উন্মুক্ত। ভাষার দেয়াল আর আপনাকে আটকে রাখতে পারবে না।
তবে মনে রাখতে হবে, সফলতার মূল চাবিকাঠি হলো স্কিল। প্রযুক্তি আপনার পাশে আছে, এখন আপনাকে শুধু নিজের দক্ষতা আরও বাড়াতে হবে।

🤝 ফ্রিল্যান্সিং মানেই শুধু কাজ না, এটা একটা ভাই-ব্রাদারহুড 💻❤️আমরা যারা ফ্রিল্যান্সিং করি, তারা শুধু কাজ ভাগাভাগি করি না...
20/05/2025

🤝 ফ্রিল্যান্সিং মানেই শুধু কাজ না, এটা একটা ভাই-ব্রাদারহুড 💻❤️

আমরা যারা ফ্রিল্যান্সিং করি, তারা শুধু কাজ ভাগাভাগি করি না,
সমস্যা, সমাধান, হতাশা, সফলতা—সবকিছু একসাথে শেয়ার করি।

Address

Bagerhat
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Uttam Ejerder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uttam Ejerder:

Share