Bayzid Hossain Redoy

Bayzid Hossain Redoy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bayzid Hossain Redoy, Khulna.

পৃথিবীর সকল মানুষকে জানাই সালাম আদাব শুভেচ্ছা অভিনন্দন।
-যেখানে নেতৃত্ব দেবে তরুণ নিরাপদ থাকবে নারী কৃষক শ্রমিক সকলেই পাবে সম্মান।
আমরা রাজনীতি বদলাতে আসিনি মানুষের ভাগ্য বদলাতে এসেছি প্রতিজ্ঞা রাজনীতিবিদ।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান NHP নতুন দিগন্ত পার্টি

দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের ৮৫তম জন্মদিন আজ। ১৯৪০ খ্রিষ্টাব্দের ২৮ জুন চট্টগ্রাম...
28/06/2025

দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের ৮৫তম জন্মদিন আজ। ১৯৪০ খ্রিষ্টাব্দের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
*নতুন দিগন্তের পক্ষ থেকে জানাই শুভ জন্মদিন

বিশ্ব দরবারে বাংলাদেশের নাম তিনি গর্বের সঙ্গে উজ্জ্বল করেছেন আপনার মানবিক দৃষ্টিভঙ্গি, ক্ষুদ্রঋণ বিপ্লব এবং দারিদ্র্য বিমোচনের যে স্বপ্ন, তা আমাদের সকলের জন্য পথপ্রদর্শক।
আপনার দীর্ঘ জীবন হোক শান্তি, স্বাস্থ্য ও নতুন নতুন সৃজনশীলতায় ভরপুর।
শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় একজন কৃতজ্ঞ বাংলাদেশি। #নতুনদিগন্তচাই # # #

26/06/2025

সেই অস্ত্র,
যে অস্ত্র উত্তোলিত হলে
ফসলের মাঠে আগুন জ্বলবে না
খাঁ খাঁ করবে না গৃহস্থালী।
সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও
যে অস্ত্র ব্যাপ্ত হলে
নক্ষত্রখচিত আকাশ থেকে আগুন ঝরবে না
লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু -বিকৃত
আমাদের চেতনা জুড়ে তারা করবে না আর্তনাদ
এই অস্ত্র উত্তোলিত হলে
বারবার বিধ্বস্ত হবে না ট্রয়নগরী।
আমি সেই অভিবাসী অস্ত্রের প্রত্যাশী
যে ঘৃণা বিদ্বেষ অহংকার
আর জাত্যভিমানকে করে বার বার পরাজিত।
আধিপত্যের লোভকে করে নিশ্চিহ্ন
যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না
করে সমাবিষ্ট
সেই অমোঘ অস্ত্র-ভালোবাসা
পৃথিবীতে ব্যাপ্ত করো।
জগতের সকল প্রাণী সুখী হোক।

#মাটিরমানুষকিচায়
#নতুনদিগন্তপার্টি #নতুনদিগন্তচাই #জবাবদিহিতা #এনসিপি #বিএনপি #জামায়াত #গণঅধিকারপরিষদ # #তরুণকথাবলে # #একমিনিটেপরিবর্তন # # # # # #

11/06/2025

আপনার সম্পদের মালিক আপনি। আপনি ছেলেকে দিবেন না মেয়েকে দিবেন এটা একান্তই আপনার ব্যাপার। সমান অধিকারের ক্ষেত্রে এটি কোনভাবে জায় না। রাষ্ট্রীয় কোন আইন বাধা হতে পারে না এটি একটি অগণতান্ত্রিক চিন্তাধারা। #সম্পত্তি # #বন্টন # #সমানঅধিকার # #নারীপুরুষ # #সরকার # #জবাবদিহিতা # #বিএনপি # #জামাত # #এনসিপি # #নতুনদিগন্তপার্টি # #নতুনদিগন্তচাই # # # #নারীসংস্কারকমিশন # #পদত্যাগ # #

10/06/2025

নতুন দিগন্ত পার্টি লক্ষ্য উদ্দেশ্য জাতির সামনে তুলে ধরলাম।
এখন সিদ্ধান্ত আপনার। #নতুনদিগন্তচাই # #নতুনদিগন্তপার্টি # # # # # # # # # #

09/06/2025

চামড়া শিল্প ধ্বংসের মুখে?
নির্বাচন দরকার?
জুতার দাম এতো কেন?
চামড়ার দাম কম?
# #নতুনদিগন্তচাই #নতুনদিগন্ত #ইউনুসসরকার # # # #বিএনপি # #

প্রিয় দেশবাসী,আসসালামু আলাইকুম।ত্যাগ ও পবিত্রতার মহান বার্তা নিয়ে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। এই শুভক্ষণে ন...
06/06/2025

প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম।

ত্যাগ ও পবিত্রতার মহান বার্তা নিয়ে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। এই শুভক্ষণে নতুন দিগন্ত-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

ঈদুল আজহার মূল শিক্ষা হলো আত্মত্যাগ, সহানুভূতি ও মানবিকতা। আসুন, আমরা সবাই মিলে এই শিক্ষা ধারণ করে একটি সহনশীল, ন্যায্য ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলি।

এই ঈদ হোক সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধির বারতা নিয়ে। পরিবার-পরিজন ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিন সুস্থতা ও নিরাপত্তার সঙ্গে।
নতুন দিগন্তর পক্ষ থেকে — ঈদ মোবারক!

#নতুনদিগন্ত # # # # # # # # #

আন্তর্জাতিক মহলে ডঃ ইউনুস সাহেবের যে পরিচিতি এবং সুসম্পর্ক রয়েছে বর্তমান সময়ে আন্তর্জাতিক পর্যায়ে সেই সুসম্পর্ক এবং প...
26/05/2025

আন্তর্জাতিক মহলে ডঃ ইউনুস সাহেবের যে পরিচিতি এবং সুসম্পর্ক রয়েছে বর্তমান সময়ে আন্তর্জাতিক পর্যায়ে সেই সুসম্পর্ক এবং পরিচিতি দুটোই বাংলাদেশের জন্য দরকার। গত ১৬ বছরের স্বৈরাচারী সরকারের গুম খুনের বিচারেও কাজে লাগবে। দেশে নির্বাচন অবশ্যই দরকার তার আগে রাষ্ট্রের অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর দরকার রয়েছে ।এবং স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে। এই কাজগুলোকে যদি একটি নির্বাচিত সরকার বাস্তবায়ন করতে যায় পরবর্তী প্রজন্মের কাছে সেই রাজনৈতিক দলটি ক্ষতিগ্রস্ত হবে এবং একটি তুমুল শত্রুতায় পরিণত হবে। এর প্রভাব আবারও ঘুরে দাঁড়াবে। বিচারকার্য ডক্টর ইউনুস এর অধীনে শেষ করতে হবে। অর্থনীতি ঘুরে দাঁড়াতে ডক্টর ইউনুস ব্যাপক ভূমিকা রাখতে পারবে। রাজনৈতিক দলের কাছে আমার প্রশ্ন বলতে পারেন আর কত বার মানুষ রক্ত দিবে? স্বাধীনতার পর থেকে দেশটা কখনো জনগণের হয়েছে কি? নির্বাচিত সরকারের বিরুদ্ধে কোন প্রকার মন্তব্য করার সাহস জনগণ পেয়েছে? জনগণের কথা বলার অধিকার ও আপনারা দিয়েছেন? দয়া করে রাষ্ট্রের জনগণকে ভোদাই বানায়া রাখবেন না। ক্ষমা চাইছি আপনাদের কাছে এখন একটু থামেন। ডক্টর ইউনুস কে কাজ করতে দেন। ১৬ বছর তো ক্ষমতায় ছিলেনই না দুই চার বছর অপেক্ষা করেন সমস্যা কোথায়? জনগণের দোহাই দিয়ে কথা বলেন জনগণ কি চায় সেটা বোঝেন? # # # # #ইউনুসসরকার #বিএনপি #ইনকিলাব

25/05/2025

"যারা জনগণের ভোটে নয়, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়—তাদের মুখে গণতন্ত্র মানায় না। আগুন সন্ত্রাস, চোরাগোপ্তা হামলা আর বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরে যারা দেশের বদনাম করে, তাদের প্রতিহত করা সময়ের দাবি। এই মাটির প্রতিটি ঘাসফুল জানে—প্রগতির বিরুদ্ধে যে দাঁড়ায়, ইতিহাস তাকে ক্ষমা করে না। আমরা এক নতুন যুগের কণ্ঠস্বর, আমরা পরিবর্তনের আগুন!" # # # #

"এই দেশ আমাদের, এই মাটি আমাদের অহংকার। ঘুমিয়ে থাকলে ইতিহাস ভুলে যায়, কিন্তু জেগে উঠলে ইতিহাস তৈরি হয়। সময় এসেছে চোখ ...
23/05/2025

"এই দেশ আমাদের, এই মাটি আমাদের অহংকার। ঘুমিয়ে থাকলে ইতিহাস ভুলে যায়, কিন্তু জেগে উঠলে ইতিহাস তৈরি হয়। সময় এসেছে চোখ খুলে দাঁড়াবার, অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার। চলুন, আমরা সবাই মিলে গড়ে তুলি এমন একটি বাংলাদেশ, যেখানে সত্য, ন্যায় আর মানুষের অধিকারই হবে চূড়ান্ত শক্তি!"
#ইউনুসসরকার # #বিএনপি # #জামায়াতইসলাম #বিএনপি #ইনকিলাব

21/05/2025

স্থানীয় সরকার নির্বাচন আগে হলে এলাকার সরকারি বেসরকারি উন্নয়ন মূলক কাজ বাধাগ্রস্ত হবে ।
সব স্বতন্ত্র প্রার্থী যদি বিজয় লাভ করে । ধরেন কিছু কিছু জায়গায় স্বতন্ত্র বা জামাত বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ মন্ত্রী বলেন তারা বিজয় লাভ করল। স্থানীয় সরকার নির্বাচন আগে হলে প্রার্থীরা মানুষকে এইভাবে বুঝাতে সক্ষম হবে যেমন সরকারদেই আসুক স্থানীয় নির্বাচন এলাকার ছেলেকে নির্বাচিত করুন এটার উপর ভিত্তি করে জনগণ প্রতিনিধি নির্বাচন করবে। মনে করেন স্থানীয় সরকার নির্বাচনে শতভাগ বিএনপি'র নেতাকর্মীরা বিজয় লাভ করেছে। তারপরে সংসদ নির্বাচনে জামাত ক্ষমতায় আসলো বা এনসিপি ক্ষমতায় আসলো। এইবার নির্বাচিত স্থানীয় সরকার নির্বাচনের প্রতিনিধিরা তারা কি নির্বিঘ্নে কাজ করতে পারবে? কখনোই পারবে না। এরকম নানান সমস্যা রয়েছে যা একটি বড় রাজনৈতিক দল ছাড়া বোকাচোদা রাজনৈতিক দলের নেতাকর্মীরা এটা বুঝবে না। বাপের আগে বাল ফালানো আর সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়াটা একই হবে।
#বিদ্যুৎ #ইউনুসসরকার #বিএনপি #এনসিপি #জামাতইসলাম # #জনতাপার্টি # #ইনকিলাব # #জিন্দাবাদ # #

সিইপিজেড চট্টগ্রাম ডাচ বাংলা ব্যাংকে ইপিজেড ব্রাঞ্চ থেকে ইপিজেড শ্রমিকের সকল সেবা প্রদান  নিশ্চিত করতে হবে। অ্যাকাউন্ট জ...
16/05/2025

সিইপিজেড চট্টগ্রাম ডাচ বাংলা ব্যাংকে ইপিজেড ব্রাঞ্চ থেকে ইপিজেড শ্রমিকের সকল সেবা প্রদান নিশ্চিত করতে হবে। অ্যাকাউন্ট জে ব্রাঞ্চেরই হোক না কেন সেবা ইপিজেড এলাকার শ্রমিকদের ইপিজেড ব্রাঞ্চ থেকেই দিতে হবে। কোন সেবার জন্য ইপিজেড ব্রাঞ্চে গেলে তারা নিজস্ব ব্রাঞ্চে যোগাযোগ করতে বলছে এটি অসম্ভব কারণ কারো ব্রাঞ্চ হাটহাজারীতে বা চকবাজারে এত সময় করে একজন শ্রমিক এত দূরে গিয়ে সেবা নিতে পারবে না ডাচ-বাংলা ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করছি। # # # # # # # # # #

Address

Khulna

Telephone

+8801741724272

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bayzid Hossain Redoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bayzid Hossain Redoy:

Share