Bayzid Hossain Redoy

Bayzid Hossain Redoy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bayzid Hossain Redoy, Khulna.

পৃথিবীর সকল মানুষকে জানাই সালাম আদাব শুভেচ্ছা অভিনন্দন।
-যেখানে নেতৃত্ব দেবে তরুণ নিরাপদ থাকবে নারী কৃষক শ্রমিক সকলেই পাবে সম্মান।
আমরা রাজনীতি বদলাতে আসিনি মানুষের ভাগ্য বদলাতে এসেছি প্রতিজ্ঞা রাজনীতিবিদ।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান NHP নতুন দিগন্ত পার্টি

24/10/2025

🇧🇩২০২৩ এবং ২০২৪ সালের সংশোধনীসহ শ্রম আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে,

যার মধ্যে উল্লেখযোগ্য হলো মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি করে ১২০ দিন করা। এছাড়াও, ট্রেড ইউনিয়ন গঠনের জন্য ২০% শ্রমিকের সম্মতি প্রয়োজন হবে এবং একটি কারখানায় পাঁচটি ট্রেড ইউনিয়ন করা যাবে।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ:

👉মাতৃত্বকালীন ছুটি: ছুটি ১১২ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে।

👉ট্রেড ইউনিয়ন: ট্রেড ইউনিয়ন করার জন্য ২০% শ্রমিকের সম্মতির প্রয়োজন হবে এবং একটি কারখানায় পাঁচটি ইউনিয়ন করা যাবে।

👉অন্যান্য সংশোধন: শ্রম আইনটি আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য সংশোধন করা হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আন্তর্জাতিক শ্রম সংস্থার অধিবেশনে বিষয়টি জানিয়েছেন, এবং একটি খসড়া পরবর্তী সংসদ অধিবেশনে উপস্থাপনের আশা করা হচ্ছে।

👉শিশুশ্রম: ১২ বছরের কম বয়সী শিশুদের কাজ করা নিষিদ্ধ করা হয়েছে। ১২-১৮ বছর বয়সীদের জন্য কাজের সময়সীমা সর্বোচ্চ ৭ ঘণ্টা।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য:
👉শিক্ষানবিশ শ্রমিক: শিক্ষানবিশ শ্রমিকের ক্ষেত্রে নিম্নতম মজুরি ১১,৩৩০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং শিক্ষানবিশকাল তিন মাস ধরা হয়েছে।

👉কর্মঘণ্টা: প্রাপ্তবয়স্ক শ্রমিকের দৈনিক কর্মঘণ্টা সাধারণত আট ঘণ্টা। তবে বিশেষ পরিস্থিতিতে দশ ঘণ্টা পর্যন্ত কাজ করা যেতে পারে।

👉বিশ্রাম বিরতি: ছয় ঘণ্টার বেশি কাজ করলে এক ঘণ্টার এবং পাঁচ ঘণ্টার বেশি কাজ করলে আধা ঘণ্টার বিশ্রাম বিরতি বাধ্যতামূলক।

👉 শ্রমিকের ব্লাক লিস্ট: অবৈধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এক জায়গা থেকে চাকরিচ্যুত হলে অন্য যে কোনো জায়গায় চাকরি করতে পারবে এখন। সংগৃহীত।

23/10/2025
20/10/2025

#নতুনদিগন্তপার্টি #শিক্ষক # #আন্দোলন #গার্মেন্টস

20/10/2025
05/10/2025

#নতুনদিগন্তপার্টি #বাগেরহাট #মোংলা #

03/10/2025

#নতুনদিগন্তপার্টি

সনাতন ধর্মাবলম্বীদের জানাই শারদীয় শুভেচ্ছা।    #নতুনদিগন্তপার্টি       #
29/09/2025

সনাতন ধর্মাবলম্বীদের জানাই শারদীয় শুভেচ্ছা।
#নতুনদিগন্তপার্টি #

29/09/2025

আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেশের বিভিন্ন স্থানে কি ভাবে হচ্ছে? প্রশাসন কি করছে? # #

26/09/2025

#নতুনদিগন্তপার্টি

20/09/2025

রাস্তায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে ইজি বাইক চালকদের কাছ থেকে টাকা নেয় এরা কারা।
#চাদাবাজ #বিএনপি #জামায়াত নেতাদের কেউ আছে? খবর রাখেন?

19/09/2025

🌡️ “আজকের গরমের খবর শুনেছো? প্রায় ৬ কোটি মানুষ ঝুঁকিপূর্ণ গরমের মুখে পড়েছে — শুধু আর একটা সতর্কবার্তা না, আমাদের কাজের ডাক দিচ্ছে!
কাজ হবে পরিবেশ জলবায়ু পরিবর্তনের সাথে গাছের একটি বড় সম্পর্ক রয়েছে কাজে লেগে যান প্রচুর পরিমাণে গাছ লাগান। সব জায়গায়।

18/09/2025

🚨 গুজবের ঝড়ের মধ্যে না পড়ো!
Adani‑গ্রুপ নিয়ে যে খবরগুলো ছড়াচ্ছে, তার বেশিরভাগই ভুল বা অসম্পূর্ণ।
সত্যি জানতে চাইলে বিশ্বস্ত সূত্র দেখো।

📌 তথ্য যাচাই = বিভ্রান্তি থেকে নিরাপদ বাংলাদেশ।

Address

Khulna

Telephone

+8801741724272

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bayzid Hossain Redoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bayzid Hossain Redoy:

Share