Khulna news / খুলনা নিউজ

Khulna news / খুলনা নিউজ খুলনাসহ দেশের বিভিন্ন স্থানের সঠিক খবর দ্রুত পেতে আমাদের সাথে থাকুন। সত্য জানুন সত্য জানান। ব্যাকআপ পেজ 👉 খুলনা নিউজ KN ও Khulna24.com 👍

খুলনাসহ দেশের বিভিন্ন জায়গায় সঠিক নিউজ দ্রুত পেতে পেজটির সাথে থাকুন

খুলনায় সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানে অবৈধ অ/স্ত্র-গু‌/লি ইয়াবাসহ স/ন্ত্রা/সী শাকিল গ্রুপ এর প্রধান শাকিল শ...
08/07/2025

খুলনায় সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানে অবৈধ অ/স্ত্র-গু‌/লি ইয়াবাসহ স/ন্ত্রা/সী শাকিল গ্রুপ এর প্রধান শাকিল শেখসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাত আনুমানিক ৩টার দিকে খুলনা সদর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শীর্ষ সন্ত্রাসী ও শাকিল গ্রুপ এর প্রধান শাকিল শেখ (৪১), একই দলের শহীদুল ইসলাম খোকন (৩৪), মোঃ শাকিল (২৩) এবং সন্ত্রাসী দল আশিক গ্রুপ এর ইয়াসিন আরাফাত (২৭) কে গ্রে/ফ/তা/র করা হয়ে‌ছে। অভিযানে ১টি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল (ম্যাগাজিনসহ), ১টি পাইপগান, ৫টি বিভিন্ন প্রকার তাঁজা গোলাবারুদ, ১টি ডামি রিভলবার, ১টি স্টানগান, ১৮০ পিস ইয়াবা এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রে/ফ/তা/র/কৃত সকলের নামেই খুলনা মেট্রোপলিটন এর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন। আজ ৮ জুলাই ২০২৫ তারিখ বেলা ১১:৩০ ঘটিকায় কেএমপি সদর ...
08/07/2025

খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন।

আজ ৮ জুলাই ২০২৫ তারিখ বেলা ১১:৩০ ঘটিকায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে খুলনা মহানগরীর সাম্প্রতিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সংক্রান্তে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার খুলনা মেট্রোপলিটন পুলিশে যোগদানের পর হতে তাঁর কর্মকালীন সময়ে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় ইতোমধ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং সফলতা সাংবাদিকদের নিকট উপস্থাপন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, গত জুলাই-আগষ্ট গণঅভ্যূত্থানের পর প্রায় ভেঙ্গে পড়া পুলিশিং ব্যবস্থাকে স্থিতিশীল ও কার্যকর করার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ নানামূখী পদক্ষেপ গ্রহণ করে। পাশাপাশি খুলনাকে একটি নিরাপদ শহরে পরিণত করার লক্ষ্যে বেশকিছু সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। যার ফলে পুলিশের অভিযানে নগরীর তালিকাভূক্ত শীর্ষ ও কুখ্যাত স/ন্ত্রা/সী গ্রে/ফ/তা/র হয়েছে এবং তাদের নিকট হতে বিপুল পরিমাণ অ/স্ত্র-গো/লা/বা/রু/দ উদ্ধার করা হয়েছে। মাদকের বড় চালানসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। হ/ত্যা মামলার রহ্স্য উদঘাটনসহ চু/রি, ডা/কা/তি এবং ছিনতাই রোধকল্পে থানা এলাকায় চেকপোস্ট ও মোবাইল টহল জোরদার করা হয়েছে।

ফৌ/জ/দা/রি অপরাধ সংঘটন ও অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিহত করতে জনগণকে নিয়ে পুলিশ-জনগণ পার্টনারশিপ সভা আয়োজন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে এবং উঠতি বয়সী তরুণদের পড়ার টেবিলে ফেরাতে আড্ডাস্থল গুলোতে সন্ধ্যায় বা রাতে উধ্বর্তন পুলিশ কর্মকর্তাদের সচেতনতামূলক ক্যাম্পেইন করার পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, নগরবাসীকে একটি নিরাপদ শহর উপহার দিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। চলমান বিভিন্ন কার্যক্রমের বাইরে কেএমপি আরও কিছু পদক্ষেপ (ভবিষ্যত পরিকল্পনা- (Future Plan) গ্রহণ করতে যাচ্ছে। পুলিশ কমিশনার বলেন, কেএমপি আশা করে নগরবাসীর সহযোগিতা পেলে সকলের সমন্বিত প্রয়াসের মাধ্যমে চ্যালেঞ্জসমূহ জয় করে খুলনা মহানগরকে একটি নিরাপদ শহরে পরিণত করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

07/07/2025

আজকের বৃষ্টিতে খুলনার চিত্র।
এই সমস্যার সমাধান হবে কবে?
খুলনাবাসীর অন্যতম প্রশ্ন।

আমাদের ব্যাকআপ পেজ খুলনা নিউজ KN সকলকে পাশে থাকার অনুরোধ রইলো।

২০১৯ সালে খুলনা সিটি করপোরেশন ৮২৩ কোটি টাকার বৃহৎ ড্রেনেজ উন্নয়ন প্রকল্প হাতে নেয়, কিন্তু ফলাফল কোন উন্নতি নেই।
07/07/2025

২০১৯ সালে খুলনা সিটি করপোরেশন ৮২৩ কোটি টাকার বৃহৎ ড্রেনেজ উন্নয়ন প্রকল্প হাতে নেয়, কিন্তু ফলাফল কোন উন্নতি নেই।

07/07/2025

মুষলধারে বৃষ্টি।

তিন দফা দাবিতে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গের চেষ্টা।
07/07/2025

তিন দফা দাবিতে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গের চেষ্টা।

সব ঠিক থাকলে আগামী ১০ জুলাই চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
07/07/2025

সব ঠিক থাকলে আগামী ১০ জুলাই চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এখন মৃ ত্যু ফাঁ দ!রাস্তা নয়, যেন চাষের জমি—খানা-খন্দে বে'হা'ল অবস্থা!সাধারণ মানুষের ভো গা ন্তি চ'...
07/07/2025

খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এখন মৃ ত্যু ফাঁ দ!
রাস্তা নয়, যেন চাষের জমি—খানা-খন্দে বে'হা'ল অবস্থা!
সাধারণ মানুষের ভো গা ন্তি চ'র'মে, দেখার কেউ নেই?

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত অনিমা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
06/07/2025

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত অনিমা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

"গল্লামারী ব্রিজের নির্মাণকাজ বন্ধ, জনদুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি চরমে"খুলনা জেলার গল্লামারী বাজার সংলগ্ন ময়ূর নদের উপর স্থ...
06/07/2025

"গল্লামারী ব্রিজের নির্মাণকাজ বন্ধ, জনদুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি চরমে"

খুলনা জেলার গল্লামারী বাজার সংলগ্ন ময়ূর নদের উপর স্থাপিত ব্রিজটি যেন জনগণের ভোগান্তির চরম পর্যায়ে গিয়ে পৌঁছিয়েছে। ব্রিজটি যান চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়লে সংস্কার করার কাজ হাতে নেয় সড়ক বিভাগ। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও ব্রিজ নির্মাণের আশাতীত অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। এই ব্রিজটি ‘জিরো পয়েন্ট টু ময়লাপোতা-সোনাডাঙ্গা’ অর্থাৎ খুলনার মূল শহরকে সংযুক্ত করেছে। বর্তমানে ব্রিজটির নির্মাণকাজ বন্ধ থাকার কারণে সড়কটিতে জনদুর্ভোগ প্রকট আকার ধারণ করেছে। প্রতি দিন এই সড়কটিতে যানজট সৃষ্টি হচ্ছে। ব্রিজটির পাশেই খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থীকে এই ব্রিজটি ব্যবহার করতে হয়। যার কারণে এই সড়কে যানজট সবসময় লেগেই থাকে। ব্রিজের কাজ ধীরগতি হওয়ায় ময়ূর নদটি এখন মৃতপ্রায়। নদের পানি প্রবাহ না থাকায় পানি দূষিত হয়ে পরিবেশ নষ্ট করছে। ব্রিজটি জনগণের ভোগান্তি যেমন বাড়িয়েছে তেমনি স্বাস্থ্য ঝুঁকিও বাড়িয়েছে। নদের বেহাল দশার কারণে পচা পানির দুর্গন্ধ ও ধুলাবালি থেকে নগরবাসীর অ্যালার্জি, শ্বাসকষ্ট, ত্বকের সমস্যা, স্ট্রোকের ঝুঁকি দিন দিন বেড়ে যাচ্ছে। তাই উক্ত ব্রিজ নির্মাণের কাজটি দ্রুত শেষ করার জন্য সড়ক বিভাগের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক: মো: আরাফাত হোসেন, শিক্ষার্থী, বাংলা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়।

আবারও আলোচনায় তানজিন তিশা।সন্তান আছে প্রমাণ দিতে পারলে দিবেন নগদ অর্থ।
06/07/2025

আবারও আলোচনায় তানজিন তিশা।
সন্তান আছে প্রমাণ দিতে পারলে দিবেন নগদ অর্থ।

আপনার মতে খুলনার সবচেয়ে বড় সমস্যা কি??🔗 আমাদের ব্যাকআপ পেজ 👉 Khulna24.com
06/07/2025

আপনার মতে খুলনার সবচেয়ে বড় সমস্যা কি??
🔗 আমাদের ব্যাকআপ পেজ 👉 Khulna24.com

Address

Khulna

Telephone

01961140502

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khulna news / খুলনা নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share