কিং-কর্তব্যবিমূঢ়

কিং-কর্তব্যবিমূঢ় This page is for entertainment,making people mentally good and spread our heartfelt love towars all. Thank You...

27/04/2025

যখন আপনি ভালো ভবিষ্যতের আশায় বর্তমানের সাথে কঠিন অন্যায় করছেন।ভুলে যাচ্ছেন যেগুলো ভোলার কথাই ছিলোনা।
আবার নতুন যে আসবে তার সাথে আপনার অতীত কর্মকাণ্ড আড়াল করে তাকেও বিশাল ধোকা দিচ্ছেন।
আচ্ছা, এই দুইয়ের থেকে বড় কোন অন্যায় আছে?তারপরও মনে হয় আপনি ভালো থাকবেন?
দুজনের সাথে করা এই ভয়াবহ অন্যায়ের ফল আপনাকে একটা সময় আল্লাহ ফিরত পাঠাবে আপনি বুঝতে পারছেন?
কোন সুখের পিছনে ছুটলেন?এ মিথ্যা যাত্রায় কি আপনি আদৌও কিছু পাবেন?
নিজের করা অন্যায় একদিন নিজের ওপরেই আসে।আল্লাহর কথা।

এই যে আমি চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আপনার চাওয়ায় আমি সত্যিই আপনাকে আপনার পথে ছেড়ে দিলাম।

এই মিথ্যা দিয়ে সবকিছু আপনাকে আবার একা করে দিবে নাতো? আল্লার থেকে এই শাস্তি আপনি নিজে কিনে আনছেন নাতো?

সত্যি বলতে আপনি তো আমাকে চান না,তাই নিজের সাথে একরকম যুদ্ধই করছি ভাগ্যকে মেনে নেওয়ার।তবে প্লিজ এই মিথ্যা প্রতিশ্রুতি, ভালোবাসা আর কাউকে দিয়েন না।আমি জানি কি নরক যন্ত্রণা আর দীর্ঘশ্বাস আমাকে মেরে ফেলছে আল্লাহ সাক্ষী।

এমন করে আমি কোন মেয়েকে সুখি হতে দেখিনি।আপনি দেখেছেন? আপনার মনও হয়ত আমার মতন একই বলবে।

আমার কেন জানি আপনাকে নিয়ে ভয় হচ্ছে।হারানোর যন্ত্রনা আমি বুঝি।
আমাদের সত্যি সম্পর্কই থাকলো না।তাই অনুরোধ, মিথ্যে দিয়ে এতবড় সম্পর্ক শুরু করবেন না। যার কাছেই যান সত্য দিয়ে শুরু করবেন। আবিচার, অন্যায়, ধোকা দেওয়া খুব খারাপ জিনিস, আল্লাহর আরশ কেপে যাই।
নিজেকে একটু কিছুদিন সময় দিয়ে ভেবে দেখো একটু পারলে।

25/04/2025

স্বার্থের ভালোবাসা কারো না হোক,
কত মায়া,কত আবেগ,সামান্য দুরত্বে যার আত্মাকেঁপে উঠতো সে আজ সময়ের সাথে মানিয়ে নিতে ব্যস্ত।সব ঠিক হয়ে যাবে বলতে কি শুধু ছেড়ে যাওয়াকে বুঝাই?

কেন, একসাথে থাকলে কি সব ঠিক হয়ে যেত না?

আমি জানি মায়া আগের মতই আছে, ভালোবাসা ও আগের মতো আছে আমি জানি এখনো রাতে ঘুম আসে না,এখনো তোমার বুকের মধ্যে আমার থেকে দূরত্বের অস্থিরতা। তাহলে তুমি কোন সুখের পিছনে ছুটছো?

হঠাৎ জেগে ওঠা বাইরে যাবার তাড়নায় তুমি ছটফট করছ। সুখে থাকা মানে কি শুধু বাইরে যাওয়া? আচ্ছা বিদেশে কি ভালোবাসার বিনিময়ে সুখ বিক্রি হয়?

কই হয়না তোহ!!! পৃথিবীর সমস্ত সুখ তোমার হাতের কাছে রেখে বাইরে সুখ খুঁজে বেড়াচ্ছো😪 হায় আফসোস!!! এই সুখ সুখ করতে গিয়ে ভালোবাসা বিক্রি করে কি আসলেই সুখ পাওয়া যায় বাইরে যারা থাকে শুধু তারাই বুঝি সুখী?

ভুল পথে পা বাড়িয়ে যেন এত দূরেও না চলে যাও যেখান থেকে আর কোনদিন প্রিয় মানুষের কাছে ফিরে আসা সম্ভব নয়।

24/04/2025

বিদায় প্রিয় 💔

24/04/2025

আপন মানুষ যেমনই হোক ছেড়ে যাওয়া যাই?
হাতটা না ছেড়ে দেখতে ভালোবাসা দ্বিগুণ করে ফিরে পেতে কিনা।
প্লিজ 🤲

24/04/2025

প্রতিকূলতা পেরিয়েই ভালোবাসা। প্রিয় মানুষ হলে তার আকুতি আর্তচিৎকার তো তোমার সহ্য করতে পারার কথা না।দুনিয়া ফেলে তো তোমার ফিরে আসার কথা ছিলো।প্রতিজ্ঞা নাহয় ভুললে।আমাকে কিভাবে ভুলছো?

24/04/2025

এখনও ফেরা যাই।
ভুল সিদ্ধান্তে,ভালোবাসা ভুলে সারাজীবন আফসোস বয়ে বেড়িয়ো না।

23/04/2025

৫ বছর তুচ্ছ করলা
আহারে,💔 শখের নারী

16/04/2025

'হারিয়ে ফেলার' ফিলিংস টা বাজে! হাহাকার টা কাউকে বুঝানো যায় না! যে হারিয়ে গেছে,তাকেও গিয়ে বলা যায় না 'তোমাকে দরকার! খুব দরকার!'🖤

14/02/2025

এক দোকানে গিয়েছিলাম, তখনও সন্ধ্যা হয়নি। ফুটপাতে ভাসমান স্পঞ্জ স্যান্ডেলের দোকান।
স্যান্ডেলের দাম ৬০ টাকায় নিলাম। কিন্তু আমার কাছে তো ভাংতি নেই, ছিল মাত্র ১০০০ টাকার নোট।
দোকানদার নিজে থেকেই বললেন— "সমস্যা নাই দেন"।

আরো কয়েকজন ক্রেতা তখন স্যান্ডেল দেখছিল।

ঠিক তখনই আমার মোবাইলে কল আসে। কথা বলতে বলতে দোকানির দেওয়া বাকি টাকা পকেটে গুজে চলে আসি। অন্যমনস্ক থাকার কারণে টাকাটা গুনে নেওয়া হয়নি, যদিও সেটা করা উচিত ছিল।

রাতে বাসায় ফিরে টাকা বের করলাম। দেখি, তিনটা ৫০০ টাকার নোট! সর্বনাশ!
দোকানদার স্যান্ডেলের দাম তো রাখেনইনি, উল্টো ৫০০ টাকা বেশি দিয়ে দিয়েছেন!

আমার এতটা সততা নেই যে আনন্দ পাইনি— একটু খুশিই হয়েছিলাম।
কিন্তু কয়েক মিনিট পর থেকেই ভিতরে অস্বস্তি লাগতে শুরু করলো।
লোকটার সারাদিনের কষ্টের আয় হয়তো এই ৫০০ টাকা, যা এখন আমার কাছে!
তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম, লোকটাকে বের করতেই হবে!
প্রায় আধা ঘণ্টা খুঁজেও পেলাম না। এই শহরে শত্রুর দেখা সহজে মেলে, কিন্তু হারানো মানুষের না!

রাতটা ভালো কাটলো না। সকালেও খুঁজতে গেলাম, পেলাম না।
দুপুরে গিয়ে অবশেষে পেয়ে গেলাম তাকে।
টাকাটা ফেরত দিলাম।

লোকটার হাসি বলে দিচ্ছিল, গতরাতেও তিনি হয়তো অনেক হিসাব কষে এই টাকা মেলানোর চেষ্টা করেছেন, পারেননি।
এবার মিলে গেল!

তিন মাস পর ঢাকার বাইরে গিয়েছিলাম। বাসের যাত্রাবিরতিতে এক হোটেলে খেতে নামলাম।

খাওয়া শেষে বাসে উঠে দেখি, সর্বনাশ!
আমার কাঁধের ব্যাগটা হোটেলেই রেখে এসেছি!
ব্যাগে ছিল প্রায় ১০,০০০ টাকা আর একটা মোবাইল।

তৎক্ষণাৎ বাস থেকে নেমে পড়লাম।
প্রায় ৪০ মিনিট পর হোটেলে পৌঁছালাম, কিন্তু ব্যাগ নেই!
চোখে পানি চলে এলো, এতদিনের সঞ্চিত টাকা...

ধীরে ধীরে আশা ছেড়ে দিচ্ছিলাম।
তখনই পেছন থেকে এক কিশোর ডেকে বলল—

"ভাই, আপনার ব্যাগটা এখানে রেখে গিয়েছিলেন!"

ছেলেটি নাকি আমাকে অনেকবার ডেকেছিল, কিন্তু আমি শুনিনি।

ব্যাগ খুলে দেখি, সবকিছু আগের মতোই আছে!

হিসাব মিলাচ্ছি—
হয়তো সেই স্যান্ডেলওয়ালার উপকারের প্রতিদানই আজ ফিরিয়ে দিলেন কেউ!

আপনি কারও উপকার করলে সেটি কখনো বৃথা যায় না। হয়তো যার উপকার করলেন, সে আপনাকে ফেরত দিতে পারবে না। কিন্তু আল্লাহ অন্য একজনের মাধ্যমে আপনাকে ফিরিয়ে দেবেন, ইনশাআল্লাহ!

বিশ্বাস রাখুন, উপর থেকে কেউ একজন আমাদের জীবনের সুতো টানছেন!

- সংগৃহীত

05/02/2025

কুয়াশামোড়া শীতের সকাল, ধানের শীষে শিশির ফোটা,শিশিরে ভেজা সাদা মেঘ, মেঘ জমে বৃষ্টি, বৃষ্টি ভেজা বারান্দা, বারান্দায় উকি দেওয়া সকালের রোদ,রোদে মাখা রংধুনু,,,,,

কোনটা পছন্দের?

04/02/2025

বিরহ, বিভেদ,বিদীর্ণ ব্যথা
মায়া,একাকিত্ব, অসীম শূূন্যতা

আর আমি🙂

মহাবিশ্বে হারিয়ে যাওয়া এক উল্কাপিণ্ড,
বেনামে হারানো কোন চিঠি,
মায়াজাল ছেড়া কোন মুসাফির

আর আমি🙂

মা💔
07/01/2025

মা💔

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when কিং-কর্তব্যবিমূঢ় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share