27/04/2025
যখন আপনি ভালো ভবিষ্যতের আশায় বর্তমানের সাথে কঠিন অন্যায় করছেন।ভুলে যাচ্ছেন যেগুলো ভোলার কথাই ছিলোনা।
আবার নতুন যে আসবে তার সাথে আপনার অতীত কর্মকাণ্ড আড়াল করে তাকেও বিশাল ধোকা দিচ্ছেন।
আচ্ছা, এই দুইয়ের থেকে বড় কোন অন্যায় আছে?তারপরও মনে হয় আপনি ভালো থাকবেন?
দুজনের সাথে করা এই ভয়াবহ অন্যায়ের ফল আপনাকে একটা সময় আল্লাহ ফিরত পাঠাবে আপনি বুঝতে পারছেন?
কোন সুখের পিছনে ছুটলেন?এ মিথ্যা যাত্রায় কি আপনি আদৌও কিছু পাবেন?
নিজের করা অন্যায় একদিন নিজের ওপরেই আসে।আল্লাহর কথা।
এই যে আমি চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আপনার চাওয়ায় আমি সত্যিই আপনাকে আপনার পথে ছেড়ে দিলাম।
এই মিথ্যা দিয়ে সবকিছু আপনাকে আবার একা করে দিবে নাতো? আল্লার থেকে এই শাস্তি আপনি নিজে কিনে আনছেন নাতো?
সত্যি বলতে আপনি তো আমাকে চান না,তাই নিজের সাথে একরকম যুদ্ধই করছি ভাগ্যকে মেনে নেওয়ার।তবে প্লিজ এই মিথ্যা প্রতিশ্রুতি, ভালোবাসা আর কাউকে দিয়েন না।আমি জানি কি নরক যন্ত্রণা আর দীর্ঘশ্বাস আমাকে মেরে ফেলছে আল্লাহ সাক্ষী।
এমন করে আমি কোন মেয়েকে সুখি হতে দেখিনি।আপনি দেখেছেন? আপনার মনও হয়ত আমার মতন একই বলবে।
আমার কেন জানি আপনাকে নিয়ে ভয় হচ্ছে।হারানোর যন্ত্রনা আমি বুঝি।
আমাদের সত্যি সম্পর্কই থাকলো না।তাই অনুরোধ, মিথ্যে দিয়ে এতবড় সম্পর্ক শুরু করবেন না। যার কাছেই যান সত্য দিয়ে শুরু করবেন। আবিচার, অন্যায়, ধোকা দেওয়া খুব খারাপ জিনিস, আল্লাহর আরশ কেপে যাই।
নিজেকে একটু কিছুদিন সময় দিয়ে ভেবে দেখো একটু পারলে।