I am Jeet Saha

I am Jeet Saha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from I am Jeet Saha, Social Media Agency, khulna, Khulna.

Data Driven Digital Marketer - Meta & Google ads expert - Website Data and Behaviour Tracking Professional - Arthur - Entrepreneur - Guitarist ||
Hopefully, It's Gonna be F**king Greate.😶
My Portfolio: https://dev-freelancerjeet.pantheonsite.io/portfolio

After a long time, I had a very good work time today.8:30 pm to 2:25 am 😶Although I took a dinner break in between.Pic c...
09/09/2025

After a long time, I had a very good work time today.
8:30 pm to 2:25 am 😶
Although I took a dinner break in between.

Pic credit: Ai generated - Google ai studio.

A few years back, I saw a client lose their Google Merchant Center account right before Black Friday. Overnight, thousan...
26/08/2025

A few years back, I saw a client lose their Google Merchant Center account right before Black Friday. Overnight, thousands of product listings went dark, and revenue tanked. The worst part? It could’ve been avoided.

If you’re running Shopping Ads, your GMC is your oxygen supply. One suspension can cut off traffic, sales, and campaign momentum in seconds. Google’s policies are strict, but the truth is—most suspensions happen due to small, overlooked details.

Here’s the blueprint I use to bulletproof my clients’ GMC accounts:

1. Keep product data squeaky clean
Mismatched prices, missing GTINs, or low-quality images are red flags. Make sure your feed matches exactly what’s on your site—every time.

2. Be 100% transparent with policies
Shipping, return, and refund policies should be easy to find and clear. If Google can’t find them, they’ll assume you’re hiding them.

3. Maintain accurate availability & pricing
Stock levels and prices must update in real time. If your feed says “in stock” but the product is gone, you’re asking for trouble.

4. Avoid prohibited or restricted products
Don’t test Google’s patience. Even a single restricted item can flag your entire account.

5. Fix warnings before they turn into violations
Google rarely suspends without a warning. Take every warning email seriously—solve it fast before it escalates.

Suspension recovery is painful, expensive, and slow. Prevention? That’s fast, free, and 100% in your control.

If you’re a business owner or eCommerce marketer, treat your Merchant Center like a high-security vault. Protect it before you need it.

কয়েক বছর আগে এক ক্লায়েন্টের Google Merchant Center অ্যাকাউন্ট ব্ল্যাক ফ্রাইডের আগে সাসপেন্ড হয়ে গেছিল। এক রাতেই হাজার হা...
23/08/2025

কয়েক বছর আগে এক ক্লায়েন্টের Google Merchant Center অ্যাকাউন্ট ব্ল্যাক ফ্রাইডের আগে সাসপেন্ড হয়ে গেছিল। এক রাতেই হাজার হাজার প্রোডাক্ট লিস্টিং গায়েব, সেল শূন্য। সবচেয়ে খারাপ ব্যাপার? ব্যাপারটা সহজেই এড়ানো যেত।

যদি আপনি Shopping Ads চালান, তাহলে GMC হচ্ছে আপনার বিজনেসের অক্সিজেন। একবার সাসপেন্ড হলে ট্রাফিক, সেল আর ক্যাম্পেইনের ফ্লো—সব বন্ধ হয়ে যাবে। Google-এর পলিসি অনেক স্ট্রিক্ট, কিন্তু সত্যি কথা হলো—বেশিরভাগ সাসপেনশন হয় ছোট ছোট ভুলের জন্য যেগুলো আমরা এড়িয়ে যাই।

এখন দেখুন আমি কিভাবে আমার ক্লায়েন্টদের GMC অ্যাকাউন্ট সেফ রাখি—

1. প্রোডাক্ট ডাটা সবসময় ক্লিন রাখুন
Price mismatch, GTIN মিসিং বা লো-কোয়ালিটি ইমেজ—এসব Google-এর কাছে রেড ফ্ল্যাগ। আপনার ফিড আর ওয়েবসাইট ১০০% ম্যাচ করতেই হবে।

2. পলিসিতে ১০০% ট্রান্সপারেন্ট হোন
Shipping, return আর refund policy ওয়েবসাইটে ক্লিয়ারলি দেখাতে হবে। Google যদি এগুলো না খুঁজে পায়, তারা ধরে নেবে আপনি কিছু লুকাচ্ছেন।

3. Availability & pricing সবসময় আপডেট রাখুন
যা স্টকে নেই, সেটা “In stock” লিখবেন না। প্রাইসও রিয়েল টাইমে আপডেট দিন।

4. Prohibited বা restricted প্রোডাক্ট এড়িয়ে চলুন
একটা রেস্ট্রিক্টেড আইটেমও আপনার পুরো অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে।

5. Warning পেলেই সাথে সাথে ফিক্স করুন
Google সাধারণত সাসপেন্ড করার আগে ওয়ার্নিং দেয়। এটাকে সিরিয়াসলি নিন—না হলে পরের স্টেপ সাসপেনশন।

একবার অ্যাকাউন্ট সাসপেন্ড হলে রিকভারি করা সময়সাপেক্ষ, কষ্টকর আর ব্যয়বহুল। কিন্তু আগে থেকে প্রিভেনশন? ফ্রি, দ্রুত আর আপনার হাতের মধ্যেই।

আপনি যদি eCommerce চালান, আপনার Merchant Center-কে একটা হাই-সিকিউরিটি ভল্টের মতো ট্রীট করুন। লুজ হওয়ার আগেই প্রটেক্ট করুন।

A few months ago, I was looking at two similar eCommerce stores in the same niche.One was spending heavily on Google Sea...
20/08/2025

A few months ago, I was looking at two similar eCommerce stores in the same niche.
One was spending heavily on Google Search Ads. The other? They had their Google Merchant Center (GMC) dialed in and were running Shopping Ads like clockwork.

Guess who was winning the clicks, the visibility, and the sales?
The GMC-powered brand — every single time.

Here’s the thing: Google Merchant Center isn’t just some “extra setup” for eCommerce.
It’s the bridge between your products and Google’s most valuable real estate.

When you connect your store to GMC, suddenly your products can appear with:

1. High-impact visuals – product images, prices, store names, ratings… all before someone even clicks.

2. Free organic placement – yep, your products can show up in Google Shopping without paying for every click.

3. Optimized Shopping Ads – lower CPCs, higher ROAS, and better-qualified buyers.

4. Performance Max synergy – run campaigns that combine search intent, visuals, and machine learning for maximum reach.

5. Data Accuracy Wins – GMC ensures your product feed is synced, updated, and accurate, which reduces ad disapprovals and boosts ad relevance.

6. Free Exposure – Even without ads, your products can appear in Google’s free listings, bringing organic clicks without extra ad spend.

The truth? Without GMC, you’re competing in the wrong league.
With it, you’re putting your products right where high-intent buyers are already looking.

If you’re running an eCommerce brand and not using Google Merchant Center yet — you’re not just missing out on sales… you’re handing them to your competitors.

কিছুদিন আগে, আমি একদম একই নিসের দুইটা eCommerce স্টোর এনালাইসিস করছিলাম।একটা স্টোর প্রচুর টাকা খরচ করছিল Google Search A...
16/08/2025

কিছুদিন আগে, আমি একদম একই নিসের দুইটা eCommerce স্টোর এনালাইসিস করছিলাম।
একটা স্টোর প্রচুর টাকা খরচ করছিল Google Search Ads-এ।
আরেকটা? তাদের Google Merchant Center (GMC) পুরো সেটআপ করা, আর Shopping Ads চলছে স্মুথলি।

Guess করো, কার ক্লিক, ভিজিবিলিটি আর সেলস বেশি ছিল?
হ্যাঁ, GMC-পাওয়ার্ড ব্র্যান্ড — প্রতিবারই জিতেছে।

সত্যি কথা বলতে, Google Merchant Center শুধু একটা “extra setup” না।
এটা basically তোমার প্রোডাক্ট আর Google-এর হাই-ভ্যালু প্লেসমেন্টের মধ্যে ব্রিজ।

যখন তোমার স্টোর GMC-তে কানেক্ট হয়, তখন তোমার প্রোডাক্ট গুগলে দেখা যাবে—

1. High-impact visuals সহ – ইমেজ, প্রাইস, স্টোর নাম, রেটিং… ক্লিক করার আগেই কাস্টমার সব দেখে ফেলবে।

2. ফ্রি অর্গানিক প্লেসমেন্ট – হ্যাঁ, Google Shopping-এ তোমার প্রোডাক্ট ফ্রি-তেই শো হতে পারে, অ্যাড ছাড়াই।

3. Optimized Shopping Ads – কম CPC, বেশি ROAS আর কোয়ালিফায়েড বায়ার।

4. Performance Max synergy – সার্চ ইন্টেন্ট, ভিজুয়াল আর মেশিন লার্নিং মিক্স করে ম্যাক্সিমাম রিচ পাওয়া।

5. Data accuracy wins – প্রোডাক্ট ফিড আপডেটেড আর সিঙ্কড থাকে, যার ফলে অ্যাড ডিসঅ্যাপ্রুভাল কমে আর রিলেভেন্স বাড়ে।

ফ্রি এক্সপোজার – অ্যাড না চালালেও, ফ্রি লিস্টিং-এ প্রোডাক্ট শো হয়ে অর্গানিক ক্লিক আসতে পারে।

সত্যি বলতে, GMC ছাড়া তুমি ভুল লিগে খেলছো।
GMC থাকলে তুমি তোমার প্রোডাক্ট সেই জায়গায় রাখছো, যেখানে হাই-ইন্টেন্ট বায়াররা অলরেডি খুঁজছে।

তুমি যদি eCommerce ব্র্যান্ড চালাও আর এখনো Google Merchant Center ইউজ না করো — তুমি শুধু সেলস মিস করছো না… সেগুলো তোমার কম্পিটিটরের হাতে তুলে দিচ্ছো।

“Ever searched for something on Google… and ended up buying it without even visiting the website first?”That’s the quiet...
15/08/2025

“Ever searched for something on Google… and ended up buying it without even visiting the website first?”

That’s the quiet power of Google Shopping Ads — and most eCommerce brands still don’t use them right.

Let me tell you a quick story.
A while back, I worked with an online store spending big on regular search ads. They were getting clicks, sure… but conversions? Flatlined.

I asked them one question:
“Why are you forcing buyers to read a headline when you could show them the product, price, and reviews right there in the search results?”

We launched Shopping Ads. The product image popped up in searches. Price and reviews right underneath. No guessing. No extra clicks to see the basics.

Here’s what happened in just 60 days:

⦁ Conversion rate jumped 118%

⦁ CPA dropped 42%

⦁ Revenue doubled — without increasing ad spend

Why?
Because Shopping Ads target people already holding their credit card.
They’re not browsing. They’re buying.

The real magic is in the data.
Every click tells you which product titles work, which prices win, and which SKUs should be scaled or cut. It’s like having a live dashboard of what your market actually wants.

Here’s why Google Shopping Ads became a game-changer for them (and can for you too):

⦁ Buyers See Before They Click – Instead of a blue headline, Shopping Ads show your product image, title, price, and reviews right in search. That’s a mini storefront inside Google itself.

⦁ High-Intent Traffic – People searching “Nike Air Zoom Pegasus 40 price” aren’t browsing. They’re buying. That means higher ROAS.

⦁ Data-Driven Optimization – With product-level performance tracking, you can kill underperformers and scale winners fast.

⦁ Algorithm Loves Structure – A well-optimized product feed (titles, descriptions, GTINs) gets better placement without higher bids.

If you sell physical products online and you’re not running Google Shopping Ads, you’re basically letting competitors wave at your buyers while you sit in the dark.

"গুগলে কিছু সার্চ করেই কখনো কি কিছু কিনে ফেলেছেন—সেটাও আবার ওয়েবসাইটে না গিয়েই?"এই জিনিসটার নামই হলো Google Shopping Ads...
13/08/2025

"গুগলে কিছু সার্চ করেই কখনো কি কিছু কিনে ফেলেছেন—সেটাও আবার ওয়েবসাইটে না গিয়েই?"

এই জিনিসটার নামই হলো Google Shopping Ads।
কিন্তু অবাক করা ব্যাপার হলো—অনেক eCommerce ব্র্যান্ড এখনো এটাকে ঠিকভাবে ব্যবহারই করে না।

একটা ছোট্ট গল্প শোনাই…
কিছুদিন আগে একটা অনলাইন স্টোরের সাথে কাজ করছিলাম। তারা রেগুলার Google Search Ads-এ ভালো বাজেট খরচ করছিল।
ক্লিক আসছিল ঠিকই… কিন্তু সেলস? একদম থেমে ছিল।

আমি তাদের একটা সোজা প্রশ্ন করলাম—
"আপনি কেন ক্রেতাদের শুধু হেডলাইন পড়তে দিচ্ছেন, যখন আপনি গুগল রেজাল্টে সরাসরি প্রোডাক্টের ছবি, দাম, আর রিভিউ দেখাতে পারেন?"

আমরা Shopping Ads চালু করলাম।
সার্চ করলেই তাদের প্রোডাক্টের ছবি শো করত, দাম আর রিভিউ নিচেই লেখা।
না আন্দাজ করতে হচ্ছে, না আলাদা ক্লিক দিয়ে বেসিক ইনফো দেখতে হচ্ছে।

মাত্র ৬০ দিনে যা হলো—

কনভার্শন রেট বেড়ে গেল 118%

CPA কমলো 42%

রেভিনিউ ডাবল হয়ে গেল—অতিরিক্ত বাজেট ছাড়াই

কেন এমন হলো?
কারণ Shopping Ads তাদের কাছে পৌঁছায় যারা ইতিমধ্যেই ক্রেডিট কার্ড হাতে নিয়ে বসে আছে।
তারা ব্রাউজ করছে না, তারা কিনতে এসেছে।

আসল পাওয়ারটা হলো ডেটায়।
প্রতিটা ক্লিক আপনাকে বলে দেয় কোন প্রোডাক্ট টাইটেল ভালো কাজ করছে, কোন দাম বেশি কনভার্ট করছে, আর কোন প্রোডাক্ট স্কেল করা উচিত।
মানে, লাইভ মার্কেট ড্যাশবোর্ড যেন হাতে।

আপনি যদি অনলাইনে ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করেন আর Google Shopping Ads না চালান… তাহলে প্রতিযোগীরা আপনার ক্রেতাদের হাতছাড়া করে নিয়ে যাচ্ছে—আর আপনি অন্ধকারে বসে আছেন।

See what’s new in Google AdsAt Google Marketing Live 2025, we showcased groundbreaking innovations across Google and You...
02/08/2025

See what’s new in Google Ads

At Google Marketing Live 2025, we showcased groundbreaking innovations across Google and YouTube, empowering you to be where discovery starts and decisions are made. Keep scrolling for the highlights and to see everything we announced.

Meet the Google Ads AI Essentials 2.0 :

AI Data Strength-
1. Data: Connect your first-party data, and upgrade your tag in Data Manager. Use data sources, like your website and CRM, to unlock new signals.
2. Measurement: Measure incrementality with experiments across many campaign types, with lower budget requirements and improved methodology. Optimize the full value of your budget with Meridian and Budgeting Tool in Google Analytics.

AI Content Strength-
1. Content & SEO: Create original, user-focused content for paid media and leverage Creator Partnerships. To succeed with SEO in the AI era, craft helpful content, measure true value, aid crawlers, and build quality with AI.
2. YouTube Video Reach & Video View Campaigns: Help maximize reach of your non-skippable ads with Video Reach Campaigns Non Skips.

AI Performance Strength-
1. Performance Max: Access search terms reporting and channel performance reporting and diagnostics.
2. Search Ads: Activate AI Max for Search campaigns to drive performance on new, relevant queries, and expand reach to AI surfaces with personalized creatives and landing pages in just one click.
3. AI Max for Search campaigns: In one click, Google AI supercharges your ads performance with a suite of targeting and creative enhancements— all with the controls and transparency you need.
4. Demand Gen: Use channel controls to customize your media mix. Set up lookalike audiences and adopt video enhancements.

Agentic-
Agentic capabilities to support, optimize, and advise- Get personalized help from our AI experts in Google Ads and Analytics, and for all your needs across the web.

Full Blog Link- https://business.google.com/us/accelerate/gml-announcements/

একটা কথা বলি… Performance Max এখন আর বাচ্চা নেই। এটা একদম গ্রো আপ করে ফেলেছে।আমি যখন প্রথম Performance Max নিয়ে কাজ শুরু...
30/07/2025

একটা কথা বলি… Performance Max এখন আর বাচ্চা নেই। এটা একদম গ্রো আপ করে ফেলেছে।

আমি যখন প্রথম Performance Max নিয়ে কাজ শুরু করি, তখন ফিল হচ্ছিল—Google-কে গাড়ির স্টিয়ারিং দিয়ে বসে আছি ব্যাকসিটে।
আশা করতাম, গুগল যেন রাস্তা ভুল না করে।
হ্যাঁ, রেজাল্ট আসত—কিন্তু কীভাবে? কেন? কোন চ্যানেলে কী হচ্ছে—কিছুই জানতাম না।

কিন্তু ২০২৫ এ এসে গুগল যেন চোখ খুলে দিয়েছে।

দেখো, কী কী আপডেট আসছে যেগুলো আমার মতো মিডিয়া বাইয়ারদের এক্সাইটেড করে তুলেছে:

1. Channel-level রিপোর্টিং
এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি—আমার বাজেট কতটা YouTube, কতটা Search, কতটা Display-তে খরচ হচ্ছে। গুগল যেন অবশেষে তার ব্লাইন্ডফোল্ড খুলে ফেলল।

2. Search term insights ফিরেছে
এটা শুধু রিটার্ন না—পুরো insights + negative keywords + brand exclusions সব একসাথে। এখন আমরা আর শুধু গুগলের উপর নির্ভর করে বসে থাকছি না।

3. “URL contains” রুলস
এখন আমরা নির্দিষ্ট ল্যান্ডিং পেজে ট্রাফিক পাঠাতে পারি। মানে পুরা কাস্টোমার জার্নি নিজের মতো করে বানাতে পারি।

4. High-value কাস্টোমার আকর্ষণ মোড
Google এখন Customer Match data কে আরো ভালোভাবে ইউজ করে। যাদের LTV বেশি, তাদের জন্য গুগলের বিডিং এখন আরো স্মার্ট।

5. Creative বানাবে AI!
Lifestyle product photo, image, video—সব গুগল এখন নিজে বানিয়ে দিচ্ছে Imagen 3 আর Product Studio দিয়ে। একটা আলাদা কন্টেন্ট টিম লাগবে না।

সোজা কথায়, এখন Performance Max আর আগের মতো ব্ল্যাকবক্স না।

এখন Google AI-এর পাশে আমরা বসে থাকতে পারি—ড্রাইভারে না হই, কমপক্ষে কো-পাইলট হয়ে তো!

আর আমার মতো যারা অ্যাডের ভেতর ডেটা ঘেঁটে রেজাল্ট বের করে আনে, তাদের জন্য এই আপডেট একটা আশীর্বাদ।

আমি অলরেডি নতুন কন্ট্রোলসগুলো টেস্ট করা শুরু করে দিয়েছি।
তুমি যদি ২০২৫-এ PMax ক্যাম্পেইন চালাও, তাহলে এখনই এই ফিচারগুলো ইউজ করা শুরু করো। কাল নয়, আজই।

কারণ—স্মার্ট স্ট্র্যাটেজি আর স্মার্ট AI একসাথে মানে পারফরমেন্স লেভেল আপ।

5 Unique Business Ideas To Try in 2025        #2025
27/07/2025

5 Unique Business Ideas To Try in 2025

#2025

What if I told you... Performance Max just grew up?I still remember when PMax first came out. It felt like giving Google...
25/07/2025

What if I told you... Performance Max just grew up?

I still remember when PMax first came out. It felt like giving Google the wheel and praying it didn’t drive off a cliff.
Yeah, it worked. But as media buyers, we were in the dark. No channel-level data. No control over where ads showed. No clue why conversions spiked—or dipped.

But now, in 2025, everything’s changing.

Here’s what got me genuinely excited:

1. Channel-level breakdown – Finally. Now I can see how much of my spend is going to Search, YouTube, Display, Maps, etc. It's like Google just cleaned its foggy glasses.

2. Search term insights are back – And not just a tease. We get full visibility + negative keywords + brand exclusions. Strategic targeting is alive again.

3. “URL Contains” targeting – This one’s gold. Now I can route traffic to very specific landing pages and control the entire customer journey.

4. High-value customer acquisition mode – With better Customer Match integration, we’re no longer just driving leads—we’re attracting the right ones.

5. Creative? Meet AI. – Google now helps you generate product visuals and lifestyle images on the fly using tools like Imagen 3 and Product Studio. Feels like Midjourney got hired as your ad designer.

Honestly, this is no longer the hands-off black box it used to be.

Google’s handing us the tools to guide its AI—not just follow along.
And as someone who lives inside ad dashboards, this update feels like a breath of fresh data.

I’ve already started testing the new controls. And if you’re running any PMax campaign in 2025, you need to explore these. Not tomorrow. Now.

Because smart strategy + smart AI = serious performance.

ভাবো তো, তোমার একটা দোকান আছে নিউ মার্কেটের ব্যস্ততম গলিতে।কিন্তু দোকানটা অদৃশ্য।কোনো signboard নেই। আলো নেই। কেউ জানেই ...
23/07/2025

ভাবো তো, তোমার একটা দোকান আছে নিউ মার্কেটের ব্যস্ততম গলিতে।
কিন্তু দোকানটা অদৃশ্য।
কোনো signboard নেই। আলো নেই। কেউ জানেই না, এখানে কিছু বিক্রি হচ্ছে।
ঠিক এইরকমই হয়, যখন তোমার বিজনেস অনলাইনে আছে—but কেউ জানেই না।

আর এই জায়গায় Google Ads কাজ করে ম্যাজিকের মতো।

আমার এক ক্লায়েন্ট ছিল—একটা ছোট ecommerce ব্র্যান্ড। প্রোডাক্ট ভালো ছিল, কিন্তু sales flat।
আমি একটা Google Ads campaign রান করার কিছুদিনের মধ্যেই ওরা দেখল ৩.৪x ROAS (Return on Ad Spend)।
কোনো মারাত্মক ট্রিক নয়—সিম্পলি data-driven approach, smart targeting আর continuous optimization।

Google Ads কিভাবে বিজনেসে হেল্প করে?

1. High-intent buyer দের ধরে – মানুষ যখন Google এ কিছু সার্চ করে, তারা ready to buy বা action নিতে। ঠিক তখনই তোমার ad দেখা যায়—interrupt না করে, দরকারের সময় হেল্প করে।

2. Budget আর Targeting তোমার নিয়ন্ত্রণে – চাইলে তুমি ৩০০ টাকা থেকেও শুরু করতে পারো। কোথায় দেখাবে, কারা দেখবে—সব set করতে পারো নিজের মতো।

3. সব কিছু measurable – কে click করলো, কে conversion দিল, কত টাকায় কী হল—সব কিছু ট্র্যাক হয়। গেস নয়, data-র উপর কাজ হয়।

4. Real business result আনে – লিড, কল, অর্ডার, ভিজিট—যেটা দরকার, সেটাই achieve করার জন্য বানানো।

5. Scalable solution – তোমার বিজনেস যেমন grow করবে, Google Ads তেমন scale হবে—new keyword, new market, YouTube, display ads—সব integrate করা যায়।

একটা জিনিস স্পষ্ট—Google Ads কোনো ম্যাজিক না।
কিন্তু সঠিকভাবে করলে, ফিলটা ম্যাজিকের মতোই লাগে।

আর তুমি যদি ignore করো, তাহলে তোমার competitor-রা কিন্তু চুপচাপ তোমার potential customer গুলোকে তুলে নিচ্ছে।

Don’t let that happen.

Visibility বাড়াও, action নাও, market টা তোমার করো।

#ডিজিটালমার্কেটিং

Address

Khulna
Khulna
9000

Website

https://dev-freelancerjeet.pantheonsite.io/portfolio

Alerts

Be the first to know and let us send you an email when I am Jeet Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share