Munni shops zone

Munni shops zone আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবরাকাতুহ
আপনাকে স্বাগতম আমার পেজটাকে ঘুরে আসার জন্য।আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন।ইনশা আল্লাহ আমিও আপনাদের পাশে থাকব।

07/11/2024

📌📌📌📌📌📌

*রাত দুইটায় বিমান ধরতে পারেন, অফিসারের সাথে সাক্ষাৎ থাকলে ভোরে* *অফিসে দৌঁড়াতে পারেন।*
*ফজরে ওঠার বেলায় বলি— আমার ঘুম খুব ভারী, উঠতে পারি না।*

06/11/2024

*﷽﷽﷽﷽﷽﷽*

যে দিন প্রতিটি কন্ঠে বলবে
" নাফসি" "নাফসি "
সে দিন একটি কন্ঠে বলবে
"উম্মাতি" "উম্মাতি"
আসুন থাকে ভালোবাসি, যিনি হাশরের ময়দানের কঠিন মূহুর্তেরও আমাদের জন্যই রবের নিকট ফরিয়াদ করবেন।

28/10/2024

একটি ফলো দিলে দুইটি ফলো পাবেন, ১০০%গ্যারান্টি।ফলো দিলে আমার থেকে আপনারই লাভ বেশি।

27/10/2024

*🌹🌹কতিপয় ব্যক্তি হযরত ইব্রাহিম আদহাম( রঃ)* কে বললেন;🌹🌹

*🤲আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি অথচ তা গৃহীত হয় না কেন?*

*👉উত্তরে তিনি বললেন:*

👉👉তোমরা আল্লাহকে ভালো করেই জানো,
*অথচ তার নির্দেশ মেনে চল না।*
👉👉রসূলুল্লাহ (সঃ) কে জানো এবং বিশ্বাস কর,
*অথচ তাকে অনুসরণ কর না।*
👉👉কোরআন শরীফ তেলাওয়াত করো,
*অথচ তদনুযায়ী কাজ কর না।*
👉👉পুণ্যবানদের নিমিত্ত জান্নাত নির্মিত -তা তোমরা ভালোরকম জানো,
*অথচ নিজেরা পুণ্যবান হওয়ার মত কাজ কর না।*
👉👉পাপিদের জন্য জাহান্নাম তৈরি তাও তোমাদের জানা ,
*অথচ পাপ কর্ম হতে বিরত হও না।*
👉👉শয়তান তোমাদের শত্রু --তাও তোমরা জানো,
*অথচ তাকে শত্রু ভাবো না বরং তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো।*
👉👉মৃত্যু অনিবার্য-- তা তোমরা জানো,
*অথচ তার জন্য তোমাদের কোনোও প্রস্তুতি নেই।*
👉👉তোমরা দেখছ-- সন্তানরা পিতামাতাকে কাফন-- দাফন করে আসছে,
*অথচ তোমরা তা থেকে কোনো উপদেশ গ্রহণ করছো না।*
👉👉তোমাদের অনেক মন্দ স্বভাব আছে-- তা জানো,
*অথচ তা সংশোধন করে উত্তম স্বভাব অবলম্বন করছ না।*
👉👉নিজেদের বদভ্যাস আছে তা জানো,
*অতচ অপরের খুঁত ধরতে ছাড় না*

*🌹🤔🤔ভেবে দেখো এই যাদের অবস্থা তাদের প্রার্থনা কি করে আল্লাহর দরবারে কবুল হবে?😢😢🌹*

_`আল্লাহ তায়ালা আমাদেরকে শোনার এবং বোঝার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন`_
*`আমিন`*

27/10/2024
26/10/2024

"জেনে রাখুন, উদাসীনতা ও গুনাহের কারণে অন্তর অসুস্থ ও দুর্বল হয়ে যায়, এমনকি কখনো কখনো মরেও যায়"।

~ ইমাম ইবনু মুফলিহ রাহ.
[ আল আদাবুশ শারী'আহ: ১/১৪৪]

25/10/2024

*ইয়াওমুল জুম'আ রিমাইন্ডার:* 🌸

★ সূরা কাহফ *_(যদি পড়তে না পারেন রেকর্ড শুনবেন)_*
★ অধিক পরিমাণে দরূদ ও সালাম পাঠ

★ বেশি বেশি দু'আ ও ইস্তিগফার

সবচেয়ে ছোট যে দরুদ আমরা পড়তে পারি তা হলো- “সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”

*রব্বে কারীম তাওফীক দিন, আ-মীন।*

23/10/2024

*_নবী করিম ﷺ - বলেছেন ১২ জন মানুষ সবচেয়ে সর্বোত্তম..._*


আসুন চেক করে দেখি আমি সেই লিস্টে আছি কি না...?

▪️এক.
রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,

‎ﺧَﻴْﺮُﻛُﻢْ ﻣَﻦْ ﺗَﻌَﻠَّﻢَ ﺍﻟْﻘُﺮْﺁﻥَ ﻭَﻋَﻠَّﻤَﻪُ

‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি,যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়।’
(বুখারি, হাদিস নম্বর : ৫০২৭)

▪️দুই.
রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,

‎ﺇِﻥَّ ﺧِﻴَﺎﺭَﻛُﻢْ ﺃَﺣَﺎﺳِﻨُﻜُﻢْ ﺃَﺧْﻼَﻗًﺎ

‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি,যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী।’ (বুখারি, হাদিস নম্বর : ৬০৩৫)

▪️তিন.
রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,

‎ﺇِﻥَّ ﺧِﻴَﺎﺭَﻛُﻢْ ﺃَﺣْﺴَﻨُﻜُﻢْ ﻗَﻀَﺎﺀً

‘তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের বেলায় ভালো।’
(বুখারি, হাদিস নম্বর : ২৩০৫)

▪️চার.
রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন,

‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না।’ (তিরমিজি, হাদিস নম্বর : ২২৬৩/২৪৩২)

▪️পাঁচ.
রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন,

‘তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি,যে তার পরিবারের কাছে ভালো।’
(সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর : ৪১৭৭)

▪️ছয়.
রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন,

‎ﺧِﻴَﺎﺭُﻛُﻢْ ﺃَﻃْﻮَﻟُﻜُﻢْ ﺃَﻋْﻤَﺎﺭًﺍ ﻭَﺃَﺣْﺴَﻨُﻜُﻢْ ﺃَﻋْﻤَﺎﻟًﺎ

তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই,যে তোমাদের মধ্যে বয়সে বেশি এবং (নেক) কাজে উত্তম।
(আহমাদ ৭২১২, ৯২৩৫, সিঃ সহীহাহ ১২৯৮)

▪️সাত. রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন,

‎ﺧَﻴْﺮُ ﺍﻟﻨَّﺎﺱِ ﺃﻧْﻔَﻌُﻬُﻢْ ﻟِﻠﻨَّﺎﺱِ

সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি,যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী।
(সহীহুল জামে’ হা/ ৩২৮৯, দারাক্বুত্বনী, সিঃ সহীহাহ ৪২৬)

▪️আট.
রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন,

‎ﻣَـﺨْﻤُﻮْﻡِ ﺍﻟْﻘَﻠْﺐِ ﺻَﺪُﻭْﻕِ ﺍﻟﻠِّﺴَﺎﻥِ ﻗَﺎﻟُﻮﺍ ﺻَﺪُﻭْﻕُ ﺍﻟﻠِّﺴَﺎﻥِ ﻧَﻌْﺮِﻓُﻪُ ﻓَﻤَﺎ ﻣَـﺨْﻤُﻮﻡُ ﺍﻟْﻘَﻠْﺐِ

‘শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল! সত্যবাদী মুখ বোঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কে? রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেন, যে অন্তর স্বচ্ছ ও নির্মল, মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ।(ইবনে মাজাহ ৪২১৬ ,সহিহুল জামে, হাদিস : ৩২৯১)

▪️নয়.
রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন,

‎ﺧَﻴْﺮُ ﺍﻷَﺻْﺤَﺎﺏِ ﻋِﻨْﺪَ ﺍﻟﻠَّﻪِ ﺧَﻴْﺮُﻫُﻢْ ﻟِﺼَﺎﺣِﺒِﻪِ ﻭَﺧَﻴْﺮُ ﺍﻟْﺠِﻴﺮَﺍﻥِ ﻋِﻨْﺪَ ﺍﻟﻠَّﻪِ ﺧَﻴْﺮُﻫُﻢْ ﻟِﺠَﺎﺭِﻩِ

‘আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।’
(তিরমিজি, হাদিস নম্বর : ১৯৪৪)

▪️দশ.
রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন,

‎ﺇِﻥَّ ﻣِﻦْ ﺧِﻴَﺎﺭِﻛُﻢْ ﺃَﺣْﺴَﻨَﻜُﻢْ ﺃَﺧْﻠَﺎﻗًﺎ

‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর।’ (বুখারি, হাদিস নম্বর : ৩৫৫৯)

▪️এগারো
রাসুলুল্লাহ (ﷺ) বলেন

‎ﺧَﻴْﺮُ ﺍﻟﻨَّﺎﺱِ ﻣَﻨْﺰِﻟَﺔً ﺭَﺟُﻞٌ ﻋَﻠَﻰ ﻣَﺘْﻦِ ﻓَﺮَﺳِﻪِ ﻳُﺨِﻴﻒُ ﺍﻟْﻌَﺪُﻭَّ ﻭَﻳُﺨِﻴﻔُﻮﻧَﻪُ

মর্যাদায় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে,যে নিজ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে শত্রুকে সন্ত্রস্ত করে এবং শত্রুরাও তাকে সন্ত্রস্ত করে।
(বাইহাক্বীর শুআবুল ঈমান ৪২৯১, সিলসিলা সহীহাহ ৩৩৩৩)

▪️বারো
রাসুলুল্লাহ (ﷺ) বলেনঃ

‎ﻟَﻤُﺆْﻣِﻦٌ ﻣُﺠَﺎﻫِﺪٌ ﺑِﻨَﻔْﺴِﻪِ ﻭَﻣَﺎﻟِﻪِ ﻓﻲ ﺳَﺒﻴﻞِ ﺍﻟﻠﻪِ

ঐ মু’মিন (সর্বশ্রেষ্ঠ) যে আল্লাহর পথে তার জান ও মাল দিয়ে যুদ্ধ করে।
(বুখারী ২৭৮৬, ৬৪৯৪, মুসলিম ৪৯৯৪-৪৯৯৫)
(সংগৃহীত)
______ _______

Shout out to my newest followers! Excited to have you onboard! Mohammad Ataur Rahman Liton, Dipankar Biswas, তানভীর খান
23/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Mohammad Ataur Rahman Liton, Dipankar Biswas, তানভীর খান

Address

Khulna Collegiate Girls' School And KCC Women's College, Rupsha
Khulna
9100

Telephone

+8801971379389

Website

Alerts

Be the first to know and let us send you an email when Munni shops zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Munni shops zone:

Share