10/08/2023
এক ছেলেকে ফ্রেন্ড রিকুয়েস্ট দিছিলাম ছেলে এক্সেপ্ট করার আগেই ছেলের জিএফ মেসেজ রিকুয়েস্ট দিয়ে দিছে। লম্বা রচনা লিখেছে সেটার সারমর্ম হলো আমার প্রেমিক আমার প্রপার্টি তুমি সেখানে ইন্টারেস্ট দেখানো মানে ওর মূল্য বৃদ্ধি পাওয়া। সে নিজেরে ভাবতে শুরু করবে রাজী এলিজাবেথের পুত্র আমারে শুরু করবে ইগ্নোর করা, সেখান থেকে ধীরে ধীরে ব্রেকআপের দিকে যাবে তারপর একদিন ঠুস করে ব্রেকআপ করে ফেলবে। তখন আমি চলে যাবো ডিপ্রে শনে তারপর সেই ডিপ্রেবশন থেকে হবে মাইগ্রেন সেখান থেকে আমি ধরবো ভে! প সেই ভে! পে ধোঁয়ায় হবে ক্যা/ ন্সার। এরপর ক্যা/ ন্সারে হাপাতে হাপাতে একদিন ঠুস করে ম রে যাবো। প্লিজ আমারে বাঁচাতে চাইলে রিকুয়েস্টটা ক্যান্সেল করুন।
তাড়াহুড়ো করে রিকুয়েস্ট ক্যান্সেল করছি একটুর জন্য মা/ র্ডা/র কেইসের আ'সামী হয়ে গেছিলাম।