কবি ও কবিতা

কবি ও কবিতা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কবি ও কবিতা, Digital creator, Khulna.

10/08/2023

এক ছেলেকে ফ্রেন্ড রিকুয়েস্ট দিছিলাম ছেলে এক্সেপ্ট করার আগেই ছেলের জিএফ মেসেজ রিকুয়েস্ট দিয়ে দিছে। লম্বা রচনা লিখেছে সেটার সারমর্ম হলো আমার প্রেমিক আমার প্রপার্টি তুমি সেখানে ইন্টারেস্ট দেখানো মানে ওর মূল্য বৃদ্ধি পাওয়া। সে নিজেরে ভাবতে শুরু করবে রাজী এলিজাবেথের পুত্র আমারে শুরু করবে ইগ্নোর করা, সেখান থেকে ধীরে ধীরে ব্রেকআপের দিকে যাবে তারপর একদিন ঠুস করে ব্রেকআপ করে ফেলবে। তখন আমি চলে যাবো ডিপ্রে শনে তারপর সেই ডিপ্রেবশন থেকে হবে মাইগ্রেন সেখান থেকে আমি ধরবো ভে! প সেই ভে! পে ধোঁয়ায় হবে ক্যা/ ন্সার। এরপর ক্যা/ ন্সারে হাপাতে হাপাতে একদিন ঠুস করে ম রে যাবো। প্লিজ আমারে বাঁচাতে চাইলে রিকুয়েস্টটা ক্যান্সেল করুন।

তাড়াহুড়ো করে রিকুয়েস্ট ক্যান্সেল করছি একটুর জন্য মা/ র্ডা/র কেইসের আ'সামী হয়ে গেছিলাম।

10/08/2023

মন খারাপ সবারই হয়!

কেউ তখন স্যাড স্ট্যাটাস দেয়,কেউ কেউ তার ফ্রেন্ড কিংবা প্রিয়মানুষদের সাথে কথা বলে, কেউ বা তার মায়ের সাথে সবটা গল্প করে!

আর একদল মানুষ স্ট্যাটাস দেয় না,
কাউকে বলেও না, তখন চুপচাপ কোথাও একটু নিরিবিলি জায়গায় গিয়ে একা বসে থাকে! কিছুক্ষন পর ঠিক নিজেকে সামলে নেয়!🖤

10/08/2023

তোমার প্রতি আমার ভালোবাসা কখনো বুড়ো হবে না। হয়তো ঝাপসা হবে চোখ কিংবা ঝুলে পরবে চামড়া। কিন্তু তবুই ভালোবাসা একটুও কমবে না। বিশ্বাস করো!

হয়তো দাঁত পরে যাবে,তুমি যে কথার প্রেমে পরেছিলে তাও হারিয়ে যাবে আঁধারে। কিন্তু মনের যে টান বেধেছিলে শুরুতে, সেই টান উপেক্ষা করার ক্ষমতা যে আমার নেই। যা থেকে যাবে মৃ'ত্যু অবধি!

তোমার প্রতি আমার ভালোবাসা থেকে যাবে আকাশ থেকে সমুদ্রের সবটা জুড়েই। চোখের চাহুনিতে আমার বুকে ভালোবাসার যে চাষাবাদ করেছো তা ছিন্ন করার সাধ্য নেই যে আমার! হয়তো তখন চোখে মোটা ফ্রেমের চমশা থাকবে তবুই ক্ষীন দৃষ্টিতে তোমার মুখের হাসির চকচকে রেশ আমায় তখনও পাগল করবে।

হয়তো ভালোবাসা এমনই। যা থেকে যায় আজন্ম, এমনকি নক্ষত্রদের মৃ'ত্যু'র পরেও!

লেখা- নাবিলা তাসনিম
ছবি- সংগৃহীত

01/04/2023

শুভ সন্ধা ☕
➡️Followers বাড়াতে চাইলে⬅️ সবাই সবার পেইজ প্রমোট করতে ⏬সাহায্য করি।⏬

প্রথম প্রথম নিজেকে খুব লাকি মনে হবে। দিনে ৫০খানা ম্যাসেজ, ১০বার ফোন, 'কবে দেখা করবে?' এর আব্দার। 'কী করছো? ম্যাসেজের উত্...
29/03/2023

প্রথম প্রথম নিজেকে খুব লাকি মনে হবে। দিনে ৫০খানা ম্যাসেজ, ১০বার ফোন, 'কবে দেখা করবে?' এর আব্দার।
'কী করছো? ম্যাসেজের উত্তর দিচ্ছ না কেন? ফোন করোনি কেন? আমায় মনে পড়ে না বুঝি? স্নান করেছো? খেয়েছো? ঘুমিয়ে পড়ো কিন্তু! নিজের যত্ন নাও ঠিক করে...' কত্ত কেয়ার, কত্ত ভালোবাসা, নিজেকে খুব মূল্যবান মনে হবে। মনে হবে এই তো সে, যার জন্য আমাকে পাঠিয়েছেন ঈশ্বর।

তারপর আস্তে আস্তে যত সময় কাটবে, সম্পর্কের শরীর থেকে উবে যাবে টাটকা তরতাজা গন্ধ, তত কমে যাবে ফোন, ম্যাসেজ, দেখা করার ইচ্ছা।
'ফোন তোলোনি কেন? ম্যাসেজের উত্তর দাওনি কেন? এত্ত ব্যস্ত যে সারাদিনে একটা ফোন করতে পারোনি?'
এ'সব প্রশ্নের উত্তরে আসবে, 'এত এক্সপ্ল্যানেশন দিতে হবে নাকি তোমাকে কথায় কথায়?' , 'বিরক্ত কোরো না তো, পরে কথা বলছি'...
প্রশ্ন একই থাকবে, উত্তর বদলে যাবে।

তখন নিজেকে আর মূল্যবান বা লাকি মনে হবে না, বরং খুব বোকা লাগবে যে একদিন নিজেকে এত্ত ইম্পর্টেন্ট ভেবেছিলাম।
শোনো, মানুষ পাশে বসে, সুখ দুঃখের গল্প করে, হাতের ভেতর হাত রেখে মায়া বাড়ায় তারপর হঠাৎ করে একদিন বিনা নোটিশে সব মায়া ভেঙে দেয়। এটাই জীবন।

তাই আজ নতুন কোনও মানুষ যদি তোমার খুব খেয়াল রাখে, খুব যত্ন করে, খুব খোঁজ খবর নেয় চার বেলা; তবে শুরুতেই নিজেকে ভীষণ লাকি বা সেই মানুষটাকে খুব কেয়ারিং ভেবে ফেলো না। অপেক্ষা করো, আগে দেখো, সময়ের ঝড়ে তার যত্ন-ভালোবাসা-অভ্যাস সব ধীরে ধীরে উবে যায় নাকি!
আসলে এক্সপেক্টেশন একটু কমই থাকা ভালো।
পরে সব ভেঙে গেলে, যন্ত্রণা কম হয়।

লেখা: Amit Dittuu
📸: সংগৃহীত

আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে তবু আপনার রিক্সায় বসে হঠাৎ চোখে পানি চলে আসবে। আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে তবুঘুম ...
29/03/2023

আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে তবু আপনার রিক্সায় বসে হঠাৎ চোখে পানি চলে আসবে।

আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে তবু
ঘুম ভেঙে আপনার মনে হবে একটা রিভলবার মাথার পাশে থাকলে নিজের মাথায়ই একটা গুলি করা যেত।

আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে তবু
খুব পছন্দের একটা গান শুনতে শুনতে সবচেয়ে প্রিয় লাইনটায় এসে আপনি গানটা পাল্টে দেবেন।

আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে তবু
বৃষ্টি পড়লেই আপনার বুকের ভেতরটা অদ্ভুত রকম ফাঁপা হয়ে যাবে।

আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে তবু
মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে দেখবেন বালিশ ভিজে গেছে দুঃস্বপ্ন দেখে ফুঁপিয়ে কাঁদার সময়।

আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে তবু
আপনি আর কোনোদিন কাউকে ক্ষমা করতে পারবেন না। ভালোবাসতে পারবেন না। কারো নির্ভয় আশ্রয় হতে পারবেন না৷

একদিন আসলেই সব ঠিক হয়ে যাবে।
একদিন আর কান্না পাবে না, অসহায় লাগবে না, হাহাকার জাগবে না৷ সেইদিন হাতে থাকা কাপ কিংবা গ্লাসের কফি কিংবা রেড ওয়াইনে চুমুক দিতে গিয়ে আপনার মনে হবে একদিন সব ঠিক হওয়ার কথাই ছিল, শুধু মাঝখান থেকে অসংখ্য সুখ হারিয়ে গেছে।
এবং আপনি সেদিনও ভীষণ অবাক হবেন এটা ভেবেই যে, যে মানুষগুলো আপনার সাথে চরম অন্যায় করে গেছে দিনের পর দিন তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। তারা ভালো আছে, ভালো ছিল, ভালোই থাকবে। মাঝখান থেকে মানুষের জীবন হারাতে হারাতে আপনি একটা দানব হয়ে গেছেন।

~শাকিরা তাসনিম

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when কবি ও কবিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share