28/10/2025
ফুড বিজনেসে দিনে দিনে অনেক নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে ,আমি এখন তোয়া ফুড গার্ডেনে পরিবেশটা খুবই ভালো।ঘরে বসে উদ্যোক্তা হয়ে অনলাইনে অনেক খাবার বিক্রি করত তার অনেকেই এখানে সাহস করে স্টল নিয়েছে।এবং এখান থেকেই তাদের গল্প শুরু হবে অনেকেই হয়তো ভবিষ্যতে অনেক বড় বড় রেস্টুরেন্ট এর মালিক হবে।