
27/03/2024
মুসলিম ঘরে পুত্র সন্তান জন্ম গ্রহণ করলেই যাকে প্রয়োজন হয় তার সান্যিধ্যে কিছুক্ষণ।দেখুনতো চিনতে পারেন কিনা। লক্ষাধিক মুসলিম পুত্র সন্তানকে লুঙ্গি পরতে শিখিয়েছেন। ডুমুরিয়াসহ পার্শ্ববর্তী বহু জেলায় একাজটি তিনি করেছেন বছরের পর বছর।শুধু তাই নয় হাজার হাজার রাত জেগে,তিনি জারি সারি গান শুনিয়েছেন গ্রাম বাংলার ভক্ত শ্রোতাদের।গুনি বিখ্যাত এই সাদা মনের মানুষটির নাম মীর আলি বয়াতী,বয়স-৯০ বছর।এখন পুরোপুরি অন্ধ,চোখে দেখেননা তিনি।কানেও শুনতে পাননা।আমি যখন তাকে দেখতে যাই,নামাজ শেষে মোনাজাত করছিলেন তিনি। মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে তার সুস্হতা কামনা করি ।আমিন।