দৈনিক আগামীকাল

দৈনিক আগামীকাল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দৈনিক আগামীকাল, Media/News Company, Khulna.

খুলনার কয়রা উপজেলার উলা গ্রামে ভাবিকে নি-র্যা-তনে-র প্রতি-বাদ করায় বড় ভাই মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়া ছোট ভাইকে খু-ন ক...
30/05/2025

খুলনার কয়রা উপজেলার উলা গ্রামে ভাবিকে নি-র্যা-তনে-র প্রতি-বাদ করায় বড় ভাই মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়া ছোট ভাইকে খু-ন করেছেন। এলাকাবাসীর সহযোগিতায় হ-ত্যা-কা-রীকে আ-ট-ক করেছে কয়রা থানা পুলিশ।

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩বিস্তারিত কমেন্টে—
17/05/2025

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩
বিস্তারিত কমেন্টে—

‘হামিদা আর আকাশকে ধরেন সত্য বেরিয়ে আসবে’আছিয়া ধর্ষণ ও হত্যা অভিযুক্ত হিটু। মাগুরার আলোচিত ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্...
05/05/2025

‘হামিদা আর আকাশকে ধরেন সত্য বেরিয়ে আসবে’

আছিয়া ধর্ষণ ও হত্যা অভিযুক্ত হিটু।

মাগুরার আলোচিত ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ষষ্ঠ দিনের মতো সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য নেওয়া হয়। এদিন চার জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এর আগে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়।
এদিন মামলার প্রধান আসামি হিটু শেখ আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, সজীবের (তার ছেলে) স্ত্রী হামিদার সঙ্গে আকাশ নামে এক যুবকের অবৈধ সম্পর্ক রয়েছে। ওই জেরে এ হত্যাকাণ্ড। তাদের ধরেন; তাহলে সব সত্য ঘটনা বেরিয়ে আসবে। এ সময় তিনি মামলার সঠিক তদন্ত দাবি করেন।

যদিও হিটু শেখ ১৬৪ ধারায় জবানবন্দী দেওয়ার সময় এ ঘটনার সঙ্গে তিনি একাই জড়িত বলে জানান।

বাদীপক্ষের আইনজীবী ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি মনিরুল ইসলাম মুকুল জানান, সোমবার চারজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। তারা হচ্ছেন- মামলার তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন, হিটুর শেখের ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণকারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়, ঢাকার গুলশান থানার এসআই আনজু মনোয়ারা, মাগুরার রেকর্ড অফিসার মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী।

আদালতে সাক্ষ্য দেওয়া সবাই ধর্ষণের ফলে আছিয়ার মৃত্যু হয়েছে বলে সাক্ষ্য দেন। সোমবারসহ গত ৬ কার্যদিবস একটানা সাক্ষ্যগ্রহণ চলেছে। এনিয়ে মোট ২৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হলো। এ মামলায় মোট ৩৭ জনের সাক্ষ্য নেওয়া হবে। মঙ্গলবার ফরেনসিক বিভাগের দুইজন চিকিৎসকের সাক্ষ্যগ্রহণের দিন রয়েছে।
প্রসঙ্গত, বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৬ মার্চ রাতে মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ করে। পরে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা সিমএমএইচে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ শিশুটি মারা যায়।
এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখ, ভগ্নীপতি সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও হিটু শেখের স্ত্রী রোকেয়া বেগমের নামে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলায় অভিযুক্ত সব আসামিদের গ্রেপ্তার করে ও আদালতে অভিযোগপত্র দাখিল করে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চার আসামির সাতদিনের রিমান্ড আবেদন করেন। বিচারক প্রধান আসামী হিটু শেখকে ৭ দিন ও অপর তিন আসামীর ৫ দিনের রিমান্ড প্রদান করেন। রিমান্ডে প্রধান আসামি হিটু শেখ ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিবেশী আরাকান আর্মি। প্রতিবেশী যেই হোক তার সঙ্গে সম্পর্ক রাখ...
04/05/2025

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিবেশী আরাকান আর্মি। প্রতিবেশী যেই হোক তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। সে জন্য আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে।

আজ রোববার রোহিঙ্গাদের ফেরানো ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন খলিলুর রহমান। তিনি জানান, মানবিক করিডোর নিয়ে এখন পর্যন্ত কোনো চুক্তি বা আনুষ্ঠানিক কিছু হয়নি।

খলিলুর রহমান বলেন, ‘আমাদের প্রতিবেশী এখন আরাকান আর্মি, প্রতিবেশী যেই হোক তার সঙ্গে সম্পর্ক রাখতে হয়। আর সেই জন্যই আমরা আরাকান আর্মির সঙ্গে ওয়ার্কিং লেভেলে যোগাযোগ শুরু করি।’ তিনি বলেন, ‘বাংলাদেশ হয়ে রাখাইনে মানবিক সহায়তা করিডোর জন্য আমরা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলাম। জাতিসংঘ এটি পরিচালনা করবে, এর মাধ্যমে ত্রাণ যাবে, খাদ্য যাবে, অস্ত্র নয়। এই যোগাযোগ রাখাইন নিরাপদ পরিস্থিতি প্রতিষ্ঠায় সহায়তা করবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের কাছে মিয়ানমার মানে আসলে অনেকটাই রাখাইন। এটা বাস্তবতা। মিয়ানমারের পরিস্থিতি যাই হোক, রাখাইনে আরাকান আর্মি গুরুত্বপূর্ণ জায়গাতেই থাকবে।

খুলনার কয়রা ‘খান সাহেব কলেজ ছাত্রদলের’ কমিটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে খান সাহেব কলেজ ছাত্রদলের নব নির্বা...
02/05/2025

খুলনার কয়রা ‘খান সাহেব কলেজ ছাত্রদলের’ কমিটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

অভিযোগ উঠেছে খান সাহেব কলেজ ছাত্রদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ‘ সাদিক রানা’ ছাত্রলীগের রাজনীতির সহিত সংক্রিয় ভাবে জড়িত ছিলো। সাদিক রানা এবং ওহিদুজ্জামান শান্ত দুই জনই একই মিছিল মিটিং অথবা ছাত্রলীগের নেতাকর্মীদের সহিত বিভিন্ন কার্যক্রম এর ছবি ‘ দৈনিক আগামীকালের’ কাছে এসেছে।

নাম প্রকাশের অনীহা জানিয়ে ছাত্রদলের এক নেতা আমাদের জানান! সাদিক রানার আপন বড় ভাই নাজমুস সাকিব তানিন আমাদী ইউনিয়ন ছাত্রলীগের সাহেব সহ সভাপতি এবং কয়রা উপজেলা ছাত্রলীগের সাহেব সহ সভাপতি। শিবিরের রাজনৈতিক সংশিষ্টতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এবং তার পরিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে বিশ্বাসী। এবং সাদিক রানা নিজে খান সাহেব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ছিলেন বলে জানান তিনি।

তার আপন ছোট ভাই সাদিক রানাও একই পথের প্রতীক বলে দাবী করেন তিনি। নাজমুল সাকিব তানিন এর প্রেস কমিটির কপি এবং সাদিক রানার ছাত্রলীগের সংশিষ্টতা এবং ছবি সহ বিভিন্ন তথ্য দৈনিক আগামীকালের কাছে রয়েছে।

নাম প্রচারের অনুমতি না দিয়ে ছাত্রদলের নেতা জানান! আমাদের নেতারা মুখেই বলতেছে যে আওয়ামীলীগের রাজনীতির সাথে যারা জড়িত ছিলো, তথ্য প্রমাণ আছে, তাদেরকে নেতৃত্ব দেয়া হবে না। কিন্তু সাদিক রানার বিপক্ষে এত এত তথ্য প্রমান থাকার পরেও তাঁকে খান সাহেব কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এই কমিটি ছাত্রদলের রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে দাবি করেন তিনি।

দৈনিক আগামীকাল এর পক্ষ থেকে তাঁকে প্রশ্ন করা হয়েছে, তিনি এইসব তথ্য তাদের নেতাদের জানিয়েছেন কিনা অথবা প্রতিবাদ করেছেন কিনা?? উত্তরে তিনি বলেন, অভিযোগ জানিয়েছি, প্রতিবাদ করার সুযোগ নাই, এক্ষেত্রে সহিংসতা সৃস্টির প্রবণতা রয়েছে। জেলা ও কেন্দ্রের নেতাদের সাথে এবং ভোট জালিয়াতির অভিযোগ তুলে তিনি বলেন, টাকার বিনিময়ে কমিটি বাণিজ্য হয়েছে।

বিশেষ দ্রষ্টব্য: ফটো কার্ডে ব্যবহার করা ছবিটি সাদিক রানা, ছাত্রলীগের পূর্ব ঘোষিত প্রোগ্রামে ব্যানার হাতে দাড়িয়ে আছেন এবং আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র ও বেশ কিছু ছাত্রলীগের নেতার উপস্থিতি রয়েছেন।

19/02/2025

রামদা তিন প্রকার - রামদা হামলা তিন প্রকার:

১. সবচেয়ে সস্তা যে রামদা- তা রামদা নামেই পরিচিত! বক্রাকৃতির ধাতব একদিকে ধারালো এক বস্তু যা দিয়ে মানুষ কোঁপানো যায়!

২. এর চেয়ে দামি রামদা হচ্ছে - সরকারি রাজকোষ আর সরকারি সার্কুলার এর রামদা। এই রামদাগুলো ছাত্র উপদেষ্টা এবং মন্ত্রণালয় ভিত্তিক ছাত্র সমন্বয়ক নাম পরিচিত। এই রামদা গুলো দিয়ে পুরো সরকার; সমাজ আর রাষ্ট্র কে কোপানো যায়।

৩. তবে সবচেয়ে পাওয়ারফুল রামদা হচ্ছে ধর্মীয় রামদা। এই রামদা মসজিদ ভিত্তিক - ক্যাম্পাস ভিত্তিক দাওয়া কর্মকাণ্ড নামে পরিচতি। এই রামদা দিয়ে পুরো পৃথিবী কোপানো

06/02/2025

এরা কী দেশদ্রোহী নয়???
এভাবে উস্কানী দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ৩২ নাম্বার ভাঙ্গা হলো, এটা দেশ ও জাতির জন্য সুফল বয়ে আনবে না । উচিৎ হয়নি।

05/02/2025

ধানমন্ডি ৩২ ভাঙ্গা হচ্ছে! আপনার মতামত কী!

১৪ ঘন্টা ৩৬ হাজার ভোট৩৯% হ্যা৬১% না৩৪২৪ কমেন্ট যার ৮০% না ভোটের পক্ষেআর আপনি???
07/10/2024

১৪ ঘন্টা
৩৬ হাজার ভোট
৩৯% হ্যা
৬১% না
৩৪২৪ কমেন্ট যার ৮০% না ভোটের পক্ষে
আর আপনি???

02/10/2024

আমরা চিকিৎসা পাচ্ছি না। আন্দোলনে থাকা শিক্ষার্থীদের অভিযোগ। যাঁদের রক্তের উপর দিয়ে ইউনুস সাহেব আপনি ক্ষমতায় গেলেন, তাদেরই দেখভাল করছেন না, আপনি বাংলাদেশের কী দেখভাল করবেন?? Highlight

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক আগামীকাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share